এক্সপ্লোর
Advertisement
Sourav Ganguly Health: ঝরেছে ওজন, এখন কেমন সৌরভ ?
বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি আর অশ্বিন মেহতা বেঙ্গালুরু ও মুম্বই থেকে নিয়মিত ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। আপাতত টেলিমেডিসিনই চলছে। দুই চিকিৎসক সৌরভের শারীরিক পরিস্থিতি খুঁটিয়ে শুনে সেই মতো ওষুধ বলে দিচ্ছেন।
কলকাতা: কেমন আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
দ্বিতীয় দফায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে এসেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর হার্টের ব্লকেজ দূর করতে দু'দফায় মোট তিনটি স্টেন্ট বসানো হয়েছে। আপাতত বাড়িতেই রয়েছেন মহারাজ। আর তাঁর তামাম ভক্তকূল তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রবল কৌতূহলী হয়ে রয়েছে। সকলের মনেই প্রশ্ন, স্টেন্ট বসানোর পর এখন কেমন আছেন সৌরভ? বীরেন রায় রোডের বাড়ি থেকে কবে বাইরে বেরবেন তিনি? ফের কবে ক্রিকেটীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে দেখা যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে?
'আর দু-তিন সপ্তাহ। তার পরেই ফের পরিচিত জীবনে ফিরবে মহারাজ। ও এখন ভাল আছে। কোনও শারীরিক সমস্যা নেই,' এবিপি আনন্দকে বললেন সৌরভের কাকা তথা সিএবির কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়। যোগ করলেন, 'এখন অনেকটাই সুস্থ মহারাজ। বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু করে দেবে।'
দেবাশিস জানালেন, চিকিৎসকদের পরামর্শ কঠোরভাবে মেনে সৌরভের খাদ্যতালিকা তৈরি হয়েছে। দেবাশিস বললেন, 'খুব কড়া ডায়েট চার্ট অনুসরণ করছে মহারাজ। সমস্ত সিদ্ধ রান্না খেতে হচ্ছে ওকে। আগামী ৬ মাস তেল-ঝাল-মশলা ছাড়া খাবারই চলবে। আর ভারি কোনও কাজ বা ফিটনেস ট্রেনিং করতে পারবে না।'
সৌরভের পরিবার ও বন্ধুদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি আর অশ্বিন মেহতা বেঙ্গালুরু ও মুম্বই থেকে নিয়মিত ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। আপাতত টেলিমেডিসিনই চলছে। দুই চিকিৎসক সৌরভের শারীরিক পরিস্থিতি খুঁটিয়ে শুনে সেই মতো ওষুধ বলে দিচ্ছেন। চিকিৎসক সপ্তর্ষি বসুও সৌরভকে পর্যবেক্ষণ করছেন। আপাতত সপ্তাহে একদিন করে। জানা গেল, আগামী সপ্তাহ থেকে সপ্তর্ষি বসু বীরেন রায় রোডের বাড়িতে নিয়মিত তাঁকে দেখতে আসবেন। এখন ফোনেই সব পরামর্শ দিচ্ছেন।
স্টেন্ট বসানোর পর চিকিৎসকেরা সৌরভকে ১৫ মিনিট করে চারবারে মোট এক ঘণ্টা হাঁটার পরামর্শ দিয়েছিলেন। তবে সৌরভ এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। অনেক বেশি হাঁটছেন। নিজেই হাঁটাচলা করছেন। সৌরভ ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেল, এখন একবারে ৪০-৫০ মিনিট করে হাঁটছেন তিনি। তবে করোনা পরিস্থিতিতে বাড়ির বাইরে যেতে পারছেন না। তাই বাড়িতেই হাঁটাহাঁটি করে নিজেকে ফিট রাখছেন দাদা।
সৌরভ বিরিয়ানি খেতে ভালবাসেন। তবে সেসবে এখন নৈব নৈব চ। বাইরের খাবার একেবারে বন্ধ। জানা গেল, তাঁর ডায়েটে থাকছে ডাল, ভাত, মাছের ঝোল। তেল-মশলাহীন চিকেন খাওয়ার পরামর্শও দিয়েছেন চিকিৎসকেরা। তবে চিকেনের চেয়ে মাছই বেশি পছন্দ করছেন দাদা। ৩-৪ কেজি ওজনও ঝরিয়েছেন সৌরভ।
সৌরভ ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট। আর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছেন বিরাট কোহলিরা। করোনা পরিস্থিতিতে এই প্রথম দেশের মাটিতে কোনও আন্তর্জাতিক সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। জানা গেল, বাড়ি থেকেই সমস্ত খোঁজখবর রাখছেন সৌরভ। ভিডিও এবং টেলিকনফারেন্স করছেন বোর্ডের অন্যান্য কর্তাদের সঙ্গে। বোর্ডের সব মিটিংও করছেন ভিডিও কনফারেন্সে। তবে কয়েক সপ্তাহ পর থেকে ফের এক শহর থেকে অন্য শহরে যাতায়াত শুরু করবেন। যেমন তিনি করেন সারা বছরই।
সুস্থ, কর্মব্যস্ত দাদাকে দেখার অপেক্ষায় উদগ্রীব হয়ে রয়েছেন সকলেই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আন্তর্জাতিক
Advertisement