(Source: ECI/ABP News/ABP Majha)
Sourav-Hasina: ঢাকায় হাসিনার সঙ্গে সাক্ষাৎ সৌরভের, বাংলাদেশের উন্নয়ন দেখে মুগ্ধ দাদা
Sourav In Bangladesh: শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার সঙ্গে তাঁর ও ডোনার একটি ছবি পোস্ট করেছেন সৌরভ।
ঢাকা: বাংলাদেশ সফরে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সঙ্গে রয়েছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে দেখা করলেন সস্ত্রীক সৌরভ। বাংলাদেশের উন্নয়ন দেখে নিজের মুগ্ধতার কথাও জানালেন দাদা।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার সঙ্গে তাঁর ও ডোনার একটি ছবি পোস্ট করেছেন সৌরভ। সঙ্গে লিখেছেন, 'বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সম্মানিত আমরা'।
বেশ কয়েকটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বাংলাদেশে গিয়েছেন সৌরভ। সেখানে মেয়রস কাপ টুর্নামেন্ট উদ্বোধন করেন সৌরভ। সেখানে সৌরভ জানান, প্রায় নয় বছর পর বাংলাদেশ সফরে গিয়েছেন তিনি। সৌরভ বলেন, 'যতবার আসি, এত ভালবাসা আর উষ্ণতা পাই যে, মনে হয় না কলকাতার বাইরে আছি।' পাশাপাশি নতুন প্রজন্মের কাছে খেলাধুলা কতটা গুরুত্বপূর্ণ এবং নেশা মুক্ত সমাজ গড়ে তুলতে খেলার গুরুত্ব কতটা অপরিসীম হতে পারে, তা নিয়েও বক্তব্য রাখেন সৌরভ।
পাশাপাশি ক্রিকেটের কথাও উঠে আসে সৌরভের মুখে। ভারতের জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক বলেন, 'বাংলাদেশ আমার কাছে খুব স্পেশ্যাল। যত দূর মনে পড়ছে, আমার প্রথম বাংলাদেশে আসা ১৯৮৯ সালে। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে সিরিজ খেলতে। তারপর বহুবার বাংলাদেশে এসেছি। ২০০১ সালে ভারত অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধেই। সেটা ছিল ঐতিহাসিক ম্যাচ কারণ, বাংলাদেশের প্রথম টেস্ট ছিল সেটি। সেই ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ লিড নেয়। আমি বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। অধিনায়ক হিসাবে প্রথম টেস্টে হেরে যেতে হবে নাকি! শেষে অবশ্য আমরা ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি জিতেছিলাম।'
সেই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্স কাপ জয়ের কথাও উঠে এসেছে সৌরভের মুখে। বলেছেন, 'ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাকিস্তানকে ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে হারিয়েছিলাম। সেই ম্যাচে আমরা ৩১৫ রান তাড়া করে জিতেছিলাম। সেই সময় ওয়ান ডে-তে ৩১৫ রান তাড়া করে জেতা সহজ ছিল না।' এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সৌরভ।পাশেই ছিলেন ডোনা। সৌরভ বলেন, 'আগে যখন বাংলাদেশ আসতাম, তার সঙ্গে এখনকার বাংলাদেশের অনেক তফাত। কত চওড়া রাস্তাঘাট, কত ফ্লাইওভার হয়েছে এখন।'
বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা এর আগে সৌরভের আমন্ত্রণে কলকাতায় গোলাপি বলে টেস্ট ক্রিকেট দেখতে এসেছিলেন। সৌরভ বলেছেন, '২০১৯ সালের অক্টোবর মাসে ইডেনে গোলাপি বল টেস্ট হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে প্রথম পিঙ্ক বল টেস্টও বাংলাদেশের বিরুদ্ধে আয়োজন করেছিলাম।'
আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর পদে রয়েছেন। বিশ্বস্ত সূত্রের খবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং খেলাধুলার উন্নতি সম্পর্কেও নাকি আলোচনা হয়েছে তাঁর।