Bangladesh News: উত্তাল বাংলাদেশ, বারবার টার্গেট ইসকন। ABP Ananda Live
Bangladesh Update: 'খুবই দুশ্চিন্তার ব্যাপার। আমি ভাবতেই পারছি না হঠাৎ কেন এরকম বক্তব্য বলা হল তা বুঝতে পারছি না। এটা খুবই উত্তজনামূলক মন্তব্য। একদিকে মৌলবাদীরা বলছে হাতে তলোয়ার নিয়ে ইস্কনকে শেষ করতে হবে আর এখন যদি কোন দলের নেতা এরকম কথা বলে তাহলে তো বোঝাই যাচ্ছে কী পরিস্থিতি হতে চলেছে। আমি আশা রাখছি কিছু ভাল হবে ২রা জানুয়ারি', বললেন রাধারমণ দাস।
এবার ফিরহাদ হাকিমের মন্তব্য়কে হাতিয়ার করে, সংখ্য়ালঘু-সংখ্য়াগরিষ্ঠ ইস্য়ুতে সুর চড়াল বিজেপি। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের একটি বক্তব্য়ের ভিডিও পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য় সোশাল মিডিয়ায় লিখেছেন--- ফিরহাদ হাকিম দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গ ও দেশের বাকি অংশে দ্রুত মুসলিম সম্প্রদায় সংখ্য়াগরিষ্ঠ হবে। আবার ফিরহাদ হাকিমের এই বক্তব্য়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে আন্দামানের বিজেপি সাংসদের মুখে শোনা গেছে হিনদুরাষ্ট্রের কথা।