Sourav Ganguly: শেখ হাসিনার সঙ্গে কী নিয়ে কথা হয়েছে, নিজেই জানালেন সৌরভ
Sourav On Bangladesh: বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে নিয়েও ইতিবাচক কথা বলেছেন সৌরভ।
ঢাকা: শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে কিছু ছবি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সঙ্গে সৌরভের স্ত্রী ডোনাও (Dona Ganguly)।
কী নিয়ে কথা হল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে? বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন সৌরভ। বলেছেন, 'আপনাদের প্রধানমন্ত্রী আমার ফেভারিট মানুষ। কোনও কাজে আসিনি। এমনি দেখা করলাম। অসাধারণ মানুষ। ক্রিকেট নিয়েও কথা হয়েছে। আমার সঙ্গে পাপন ভাইও ছিলেন। বাংলাদেশে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে। উনি (শেখ হাসিনা) এত ব্যস্ত, সারা বাংলাদেশের মানুষের কথা ভাবতে হয়। তারপরেও খেলাধুলোয় খুব আগ্রহ।' যোগ করেছেন, 'আমার কোভিড পরীক্ষা করেছিলাম। উনি বলেন ব়্যাপিড টেস্ট করিয়ে নিয়ে আসতে। এই ছোট্ট জিনিসগুলো মনে রাখেন। সেই জন্যই এত বড় জায়গায় পৌঁছেছেন।'
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে নিয়েও ইতিবাচক কথা বলেছেন সৌরভ। বলেছেন, 'বাংলাদেশ খুব ভাল দল। ৫-৬ বছর আগেও ভারতকে সিরিজ হারিয়েছে। পাপন ভাই বলছিলেন, আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বলেছি ঠিকমতো খেললে ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন। দারুণ দল। ১৭ কোটির দেশ থেকে কত ভাল ভাল ক্রিকেটার উঠে আসছে। শাকিবের মতো ক্রিকেটার খেলেছে। মুশফিকুর রয়েছে। শান্ত ভাল খেলছে। আমি বাংলাদেশের খেলার খবর রাখি তো। দেখি। বাংলাদেশের উন্নতি দেখে আমার ভাল লাগে। কারণ ২০০০ সালে টেস্ট অধিনায়ক হিসাবে আমার প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধেই।' সৌরভ যোগ করেছেন, 'ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম। সারাক্ষণই খেলার সঙ্গে ছিলাম। সামনে আইপিএল। দিল্লির ক্রিকেটটা দেখব। শাকিব আল হাসান আইপিএলে বরাবর ভাল খেলেছে। কেকেআরের বিজয়ী দলে ছিল। মুস্তাফিজুর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল জিতেছিল।'
চলতি বছরে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেখানে বাংলাদেশের সম্ভাবনা কী রকম? সৌরভ বলেছেন, 'সেমিফাইনালে বাংলাদেশকে দেখছি। পেসার ও স্পিনারদের ফর্ম ভাল থাকলে শেষ চারে যাবে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিং দরকার। যেমন ভারতের হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিনরা রয়েছে। আশা করছি বাংলাদেশের কোচরা সেটায় জোর দেবেন। সাহসী ব্যাটিং দরকার। বাউন্সি পিচে খেলা দরকার অনূর্ধ্ব ১৯ পর্যায় থেকে। তাস্কিন আমেদ ফিট থাকলে বাংলাদেশের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী।'
সৌরভ আরও বলেছেন, 'দেশের হয়ে খেলা খুব গর্বের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অনেকের সামনে দরজা খুলে দিয়েছে। রোজগার হয়। খেলার উন্নতিও হয়। আগে তো আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া বড় ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার সুযোগই ছিল না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সেই সুযোগটা দিয়েছে।'
ভারতীয় ক্রিকেট বোর্ডের পর কি এবার আইসিসি-তে তাঁকে দেখা যাবে ভবিষ্যতে? সৌরভ বলেছেন, 'ওইভাবে হয় না। সুযোগের ওপর নির্ভর করে। বয়স কম আমার। ভারতে খেলায় অনেক কিছু করার সুযোগ রয়েছে।'
বিপিএল ও আইপিএলের তুলনা করলে কী বলবেন? সৌরভ বলেছেন, 'আইপিএল আর্থিকভাবে অনেক সমৃদ্ধ। এনএফএলের পর বিশ্বের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট। তবে বিপিএলও ভাল হয়। বাংলাদেশ ভাল খেলছে। ভারত দুবার দুটো ওয়ান ডে সিরিজ হেরে গিয়েছে। প্রচুর প্রতিভা বাংলাদেশে।'