এক্সপ্লোর
কোহলির অধিনায়কত্ব নিয়ে পূ্র্বাভাস সৌরভের

কলকাতা: ভারতীয় ক্রিকেটে নয়া ব্র্যান্ড আমদানি হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই। দাদার অধিনায়কত্বে দলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছিল। দল অনেক বেশি আক্রমণাত্মক কৌশল অবলম্বন করেছিল। এরই ফলশ্রুতিতে ভারত বিদেশেও টেস্ট জিততে শুরু করে। ২০০৩-র বিশ্বকাপের ফাইনালেও পৌঁছে গিয়েছিল সৌরভের টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিংহ ধোনির আমলে টেস্ট দলগুলির ক্রমতালিকায় শীর্ষস্থানে পৌঁছে যায় ভারত। টি-২০ ও একদিনের বিশ্বকাপও জেতে। কিন্তু এই সাফল্যের ভিত্তিটা সৌরভও গড়ে দিয়ে গিয়েছিলেন বলে মনে করেন অনেকেই। এখন ভারতীয় দলের নেতৃত্বে বিরাট কোহলি। সৌরভ মনে করেন, ভারতের অন্যতম সেরা অধিনায়ক হয়ে ওঠার সমস্ত মশালাই রয়েছে কোহলির মধ্যে। সৌরভ বলেছেন, ভারতের অন্যতম সেরা অধিনায়ক হয়ে ওঠার সমস্ত গুণাবলীই কোহলির রয়েছে। এ ব্যাপারে কোনও সন্দেহই নেই। আগামী ১৫ মাস কোহলির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ওই সময়ে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর করবে। এরপরই রয়েছে বিশ্বকাপ। সৌরভ মনে করছেন, সঠিক পথেই হাঁটছেন কোহলি। দলকে তৈরি করছেন। খেলোয়াড়দের বেছে নিয়ে সুযোগ দিচ্ছেন। ঘরের মাঠে ভারত নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারাবে, এতে কোনও সংশয়ই নেই। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে চ্যালেঞ্জের মুখে পড়বে কোহলির দল। কিন্তু কোহলি ব্রিগেডের সেখানে ভালো ফল করার সক্ষমতা রয়েছে বলেই মনে করেন সৌরভ। এর আগে ভারতের কিংবদন্তী প্রাক্তন ব্যাটসম্যান সুনীল গাওস্করও একই অভিমত প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, কোহলি একদিন ভারতীয় দলের অন্যতম সেরা অধিনায়ক হয়ে উঠবেন। প্রাক্তন অধিনায়ক টাইগার পতৌদির মতো দলে একটা চনমনে ভাব এনে দিয়েছেন কোহলি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















