IND vs SA: ''বিশেষ দিন, স্পেশাল ম্যাচ..'', সিরিজ হয়ে কী বললেন আবেগপ্রবণ বুমরা?
Jasprit Bumrah: সেখানে সিরাজের প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়ার পর বল দেখানো, নিজের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর বল দেখানো সেলিব্রেশনও রয়েছে।
কেপটাউন: ২০১৮ সাল। কেপটাউন টেস্টে ভারতীয় ক্রিকেটের জার্সিতে টেস্টের আঙিনায় অভিষেক হয়েছিল তাঁর। গত ৬ বছরে নিজেকে এক অনন্য় উচচতায় নিয়ে গিয়েছেন যশপ্রীত বুমরা। শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই নয়, বিশ্ব ক্রিকেটের সেরা বোলারদের মধ্যে অন্যতম এখন এই ডানহাতি পেসার। গতকাল কেপটাউন টেস্টে ম্যাচ জয়ের পর সিরিজ সেরার পুরস্কার ভাগ করে নেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের সঙ্গে। ম্যাচের পর নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন বুমরা। সেখানে সিরাজের প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়ার পর বল দেখানো, নিজের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর বল দেখানো সেলিব্রেশনও রয়েছে। ক্যাপশনে বুমরা লিখেছেন, ''বিশেষ দিন, স্পেশাল ম্যাচ''।
সেঞ্চুরিয়ন ও কেপটাউন টেস্টে মিলিয়ে মোট ১২ উইকেট নিয়েছেন বুমরা। ম্যাচ শেষে বুমরা বলেন, ''এই মাঠ আমার কাছে সবসময় ভীষণ স্পেশাল। টেস্ট খেলা যে কোনও প্লেয়ারের স্বপ্ন থাকে। আমি এখান থেকেই শুরু করেছিলাম আমার টেস্ট কেরিয়ার। প্রথম ম্য়াচের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সালটা ছিল ২০১৮। আমাদের বোলিং ইউনিট খুব শক্তিশালী ছিল। আমরা প্রভাব বিস্তার করতে চেয়েছিলাম। সেবার আমরা পারিনি ম্যাচ জিততে। কিন্তু আমি খুশি যে কেপটাউনে এবার জিততে পেরেছি আমরা। এত তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়ে যাবে বুঝতে পারিনি। এত কম সময়ের টেস্ট ম্যাচ আমি আমার কেরিয়ারে আজ পর্যন্ত কোনও দিন খেলিনি। প্রথম দিনের পিচ দেখেও আমরা বুঝতে পারিনি যে খেলা এভাবে দ্বিতীয় দিনেই শেষ হয়ে যাবে।"
সিরিজ়ের প্রথম ম্যাচে জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা (South Africa Cricket Team) পয়েন্ট তালিকায় এক নম্বরে ছিল। তবে দ্বিতীয় টেস্ট হারের পরেই দক্ষিণ আফ্রিকার পয়েন্ট শতকরা হার ৫০ শতাংশ হয়ে যায়। এই শতকরা হারের মাধ্যমেই পয়েন্ট তালিকা নির্ধারিত হয়। কেপ টাউনে ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে যায়। অপরদিকে ভারতীয় দল ম্যাচ জিতে উঠে আসল এক নম্বরে। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ভারত চার ম্যাচ খেলে দুইটি জয় এবং একটি করে হার ও ড্রয়ের সুবাদে ২৬ পয়েন্ট পেয়েছে। মন্থর ওভার রেটের জন্য রোহিত শর্মাদের দুই পয়েন্ট কাটাও হয়েছে। তা সত্ত্বেও শতকরা ৫৪.১৬ পয়েন্ট নিয়ে তালিকায় আপাতত শীর্ষেই রয়েছে টিম ইন্ডিয়া।