Sports Highlights: যুব বিশ্বকাপের ফাইনালে ভারত, রাজকোট টেস্টে কি নেই বুমরা? দিনের সেরা খেলার খবরের একঝলক
Todays Sports Highlights: দিনের সেরা খেলার খবরের এক ঝলক -
কলকাতা: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ভারত। ২ উইকেটে জয় উদয় সহরনদের। রাজকোট টেস্টে নাও খেলতে পারেন বুমরা। অনূর্ধ্ব ১৯ মহিলা সাফ গেমসের ফাইনালে ভারত। মাঠে ফিরছেন ময়ঙ্ক। দিনের সেরা খেলার খবরের এক ঝলক -
যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ২ উইকেটে জয় ছিনিয়ে নিল উদয় সহরনের দল। রেকর্ড ১৭১ রানের পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন সচিন দাস (Sachin Dash) ও উদয় সহরন (Uday Saharan)। এই ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে এবার ষষ্ঠবার যুব বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতীয় দলের সামনে। প্রথমে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান বোর্ডে তুলে নেয়। রাজ লিম্বানি ৩ উইকেট নেন। ২ উইকেট নেন মুশির খান। জবাবে ব্যাট করতে নেমে আদর্শ সিংহ খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। কূলকর্নী ১২ রান করেন মাত্র। ভারতের সবচেয়ে সফল ব্যাটার মুশির খান মাত্র ৪ রান করেন। প্রিয়াংশু মোলিয়াও ৫ রানের বেশি করতে পারেননি। ৩২ রানের মধ্যে ৪ উইকেট খুঁইয়ে ফেলেছিল একটা সময় ভারত। সেখান থেকেই সচিন দাস ও উদয় সহরন মিলে ১৭১ রানের বিশাল পার্টনারশিপ গড়ে তোলেন। এই পার্টনারশিপই দলের জয়ের ভিত গড়ে দেয়। সচিন ৯৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অল্পের জন্য শতরান মিস করেন তিনি। শেষ ওভারে রক্তচাপ বেড়ে গিয়েছিল উদয় আউট হওয়ার সঙ্গে সঙ্গে। তিনি ৮১ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে রাজ লিম্বা ৪ বলে ১৩ রান করে দলের জয় নিশ্চিত করেন।
ফাইনালে ভারতের মেয়েরা
মেয়েদের ভারতীয় ফুটবলে ফের সাফল্য। এবার অনূর্ধ্ব ১৯ সাফ গেমসের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা দল। নেপালকে ৪-০ ব্যবধানে হারিয়ে দিল ভারতীয় দল। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ভারতীয় মেয়েদের ক্রমাগত আক্রমণের সামনে আত্মসমর্পণ করে নেপালের মেয়েরা। ভারতের হয়ে নেহা একাই দুটো গোল করেন। এছাড়া বাকি দুটো গোল করেন সুলঞ্জনা ও রেমারুয়াতপুই। ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে এবার মুখোমুখি হবে ভারতীয় দল।
রাজকোটে নেই বুমরা?
রিপোর্ট অনুযায়ী রাজকোটে ১৫ ফেব্রুয়ারি থেকে আয়োজিত হতে চলা তৃতীয় টেস্টে বুমরাকে বিশ্রাম দিতে আগ্রহী জাতীয় দলের নির্বাচকরা। এই বিষয়ে তাঁরা টিম ম্যানেজমেন্টের সঙ্গেও কথাবার্তা বলবেন বলে শোনা যাচ্ছে। জাতীয় নির্বাচকরা মনে করছেন বুমরাকে যদি তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়, তাহলে তিনি সিরিজ়ের বাকি দুই ম্যাচে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামতে পারবেন। বুমরার বদলে বাকি বিকল্প নিয়ে ভাবনাচিন্তা করবেন নির্বাচকরা।
জিম্বাবোয়ে সফরে গিলরা
সাত বছরের ব্যবধান। ২০১৬ সালের পর ফের একবার জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়ে (IND vs ZIM T20I) মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ সমাপ্ত হওয়ার পরেই জুলাই মাসে জিম্বাবোয়েতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে যাবে ভারতীয় দল। ৬ থেকে ১৪ জুলাই এই সিরিজ় আয়োজিত হবে।
মাঠে ফিরছেন ময়ঙ্ক
শারীরিকভাবে পুরো ফিট। ফের রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) কর্ণাটকের জার্সিতে নামতে চলেছেন ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলতে গিয়ে বিমানে জলপান করে অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালেও ভর্তি ছিলেন ময়ঙ্ক। এমনকী রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচেও মাঠে নামতে পারেননি এই ডানহাতি তারকা ওপেনার। অবশেষে চিকিৎসকদের তরফে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে কর্ণাটকের অধিনায়ককে। আগামী ম্যাচেই মাঠে নামতে পারবেন তিনি।