Sports Highlights: হকিতে সোনা ভারতের, ডেঙ্গি আক্রান্ত গিল, দেখুন দিনের সেরা খেলার খবরের এক ঝলক
Todays Sports Highlights: দিনের সেরা খেলার খবরগুলো এক নজরে -
কলকাতা: এশিয়ান গেমসে একের পর এক সাফল্য ভারতের। ক্রিকেট সোনা পাওয়ার লড়াই। হকিতে সোনা ভারতের। ব্যাডমিন্টনে রুপো নিশ্চিত করলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি। দিনের সেরা খেলার খবরগুলো এক নজরে।
ডেঙ্গি আক্রান্ত গিল
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা টিম ইন্ডিয়ার । ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বিশ্বকাপের অভিযান শুরুর ম্যাচে আদৌ তিনি খেলতে নামবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। শুক্রবার একাধিক পরীক্ষার পরই জানা যাবে তারকা ওপেনার খেলতে পারবেন কি না, এনিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি ডেঙ্গির ধকল কাটিয়ে সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়ে কবে ফের মাঠে নামতে পারবেন শুভমান, তা নিয়েও বিশ্বকাপের প্রাক্কালে তৈরি হয়েছে আশঙ্কা।
এশিয়ান গেমসে জয় রুতুরাজদের
নেপালের পর বাংলাদেশ। এশিয়ান গেমসে (Asian Games) দাপট অব্যাহত ভারতীয় পুরুষ ক্রিকেট দলের (Indian Men's Cricket Team)। বাংলাদেশকে কার্যত দুরমুশ করে এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ৯ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সোনার দৌড়ে পৌঁছে গিয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয় দল।
রুপো নিশ্চিত ব্যাডমিন্টনে
এশিয়ান গেমসে (Asian Games 2023) আরও একটি পদক নিশ্চিত করল ভারত। পুরুষদের ব্যাডমিন্টনের ডাবলসে সেমিফাইনালে জয় ছিনিয়ে নিল ভারতের সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি। সেমিফাইনালে তাঁরা জয় ছিনিয়ে নিলেন ২১-১৭, ২১-১২ ব্যবধানে। তারা হারিয়ে দিলেন মালয়েশিয়ার ব্যাডমিন্টন জুটিকে। এই জয়ের ফলে রুপোর পদক নিশ্চিত করে ফেললেন ভারতীয় জুটি। ফাইনালে যদি তারা হেরেও যান তবুও ভারতের ঝুলিতে একটি রুপো আসছেই।
হকিতে সোনা ভারতের
এবারের এশিয়া কাপে আগাগোড়া বজায় ছিল ভারতীয় হকি দলের দাপট। ফাইনালের মঞ্চেও যার কোনও ব্যতিক্রম হয়নি। জাপানকে ৫-১ ফলে উড়িয়ে দিল তাঁরা। খেলার ২৫ মিনিটের মাথায় মনপ্রীতের রিভার্স হিটে প্রথম গোলের খাতা খোলে ভারতীয় পুরুষ হকি দল। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ায় ভারত। হার্দিকের থেকে বল পেয়ে মনদীপের সাজানো বলে নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করেন হরমনপ্রীত। মিনিট চারেকের মধ্যে সুখজিৎ ভারতের পক্ষে ৩ নম্বর গোলটি করেন। ৪৮ মিনিটে অভিষেকের সুবাদে ভারতের চতুর্থ গোল। যদিও তার মিনিট তিনেক পরেই পেনাল্টি কর্নার থেকে পাল্টা একটি গোল জাপানের। যদিও ৫৯ মিনিটের মাথায় ফের হরমনপ্রীতের গোলে ৫-১ গোলে ম্যাচ জয় ও দেশকে সোনা জেতানো নিশ্চিত করে দেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ (Harmanpreet Singh)।