Sports Highlights: খাওয়াজার সেঞ্চুরি, মোহনবাগানের ড্র, খেলার দুনিয়ার সারাদিন
Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
কলকাতা: আমদাবাদ টেস্টে ভারতের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া। আইএসএলে এটিকে মোহনবাগানের ড্র। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।
খাওয়াজার সেঞ্চুরি
এই ম্যাচের ওপর নির্ভর করে রয়েছে গোটা সিরিজের ভাগ্য (Ind vs Aus)। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কে হবে, সেটাও নির্ভর করে রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে এই ম্যাচ নিদেনপক্ষে ড্র করতেই হবে ভারতকে। জিততে পারলে থাকা যাবে সুবিধাজনক জায়গায়।
তবে আমদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের শেষে খুব একটা স্বস্তিতে নেই ভারত। কারণ, প্রথম দিন ৯০ ওভার ব্যাটিং করে ৯০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। লড়াকু সেঞ্চুরি করেছেন উসমান খাওয়াজা। ২৫১ বলে ১০৪ রান করে অপরাজিত রয়েছেন তিনি। ৬৪ বলে ৪৯ রান করে তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ক্যামেরন গ্রিন। সব কিছু ঠিকঠাক চললে বড় রানের ইনিংস গড়তে চলেছে অস্ট্রেলিয়া।
মোহনবাগানের ড্র
গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি-কে (Hyderabad FC) তাদের ঘরের মাঠে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আইএসএলের ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এই ড্রয়ের ফলে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে মানসিক ভাবে বেশ কিছুটা এগিয়ে থেকেই হয়তো নামবে সবুজ-মেরুন বাহিনী।
হাসারাঙ্গার বিয়ে
আইপিএল (IPL 2023) শুরু হতে আর মাত্র দিন কুড়ি বাকি। মার্চের শেষ সপ্তাহে চূড়ান্ত প্রস্তুতি শিবির শুরু করে দেবে সব দলই। তার আগে নতুন ইনিংস শুরু করলেন বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসির সতীর্থ। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। শ্রীলঙ্কার স্পিনার অলরাউন্ডার জীবনের নতুন ইনিংস শুরু করলেন। আর শুভেচ্ছাবার্তায় ভাসলেন।
হাসারাঙ্গার স্ত্রীর নাম বিন্দিয়া। যদিও তাঁর সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। হাসারাঙ্গা সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কার অন্যতম বড় অস্ত্র। আইপিএলে তিনি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে। ২০২১ সালে দুরন্ত পারফর্ম করেছিলেন। আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার হয়েছিলেন হাসারাঙ্গা। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে সিরিজ জেতাতে প্রধান ভূমিকা ছিল স্পিনার অলরাউন্ডারের। ২০২২ সালে তাঁকে ১০ কোটি ৩০ লক্ষ টাকা খরচ করে কিনে নেয় আরসিবি। ২০২৩ সালের মিনি অকশনের আগে হাসারাঙ্গাকে রিটেন করেছিল আরসিবি।
মুম্বইয়ের জয়
গত ম্যাচে ব্যাটে বলে অনবদ্য পারফর্ম করেছিলেন হেইলি ম্যাথিউজ (Hayley Matthews)। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) নয়টি উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে ফের একবার নিজের অলরাউন্ডার দক্ষতার পরিচয় দিলেন হেইলি। বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ৩২ রানের ইনিংস খেললেন তিনি। তবে বল হাতে বাংলার সাইকা ইশাক ও ইসি ওয়ংও তিনটি করে উইকেট নেন। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের দৌলতেই কিন্তু মুম্বইয়ের জন্য খুবই সহজ হয়ে যায়।