এক্সপ্লোর

Sports Highlights: বৃষ্টিতে ভেস্তে গেল ভারতের ম্যাচ, জয় হরমনপ্রীতদের, খেলার সারাদিনের সব খবর এক নজরে

Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে।

কলকাতা: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির জেরে এক বলও খেলা সম্ভব হল না। অপরদিকে, নিয়মরক্ষার ম্যাচে ইংল্যান্ডকে হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এক নজরে খেলার সব খবর।

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ

ভারত ও দক্ষিণ আফ্রিকা, দুই শক্তিধর দেশের মধ্যে এক জমজমাট ম্যাচ দেখার জন্য ডারবানে অনেকেই ভিড় জমিয়েছেন। তবে সেই আশা পূর্ণ হল না। এক বলও খেলা সম্ভব হল না। এমনকী টসও হয়নি। বৃষ্টিতে ম্যাচ সম্পূর্ণ ভেস্তে গেল প্রথম টি-টোয়েন্টি (IND vs SA 1st T20I)। 

ম্যাচের আগে থেকেই ডারবানের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। মাঠও কভারে ঢাকা ছিল। ম্যাচ শুরুর আগেই শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টির জেরে এক বলও খেলা সম্ভব হয়নি। টসও হয়নি। তিন ম্যাচের টি-টোয়েন্টিতে মঙ্গলবার, ১২ ডিসেম্বর, জেবারখায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। 

হরমনপ্রীতদের নিয়মরক্ষার ম্যাচ জয়

ইংল্যান্ডের বিরুদ্ধে (INDW vs ENGW) তিন ম্যাচের সিরিজ়ের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ় হাতছাড়া করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। আজ, রবিবার সম্মানরক্ষার লড়াইয়ে ও হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছিলেন হরমনপ্রীত কৌররা। নিজেদের লক্ষ্যে সাফল্যও পেলেন তাঁরা। পাঁচ উইকেটে ইংল্যান্ডকে হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

প্রথমে বল করে ইংল্যান্ডকে ১২৬ রানেই অল আউট করে দেয় ভারতীয় দল। বল হাতে তরুণ শ্রেয়াঙ্কা পাতিল (Shreyanka Patil) চার উইকেট নেন। দুরন্ত পারফর্ম করেন বাংলার বাঁ-হাতি স্পিনার সাইকা ইশাকও (Saika Ishaque)। তিনটি উইকেট নেন তিনি। এরপর রান তাড়া করতে নেমে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) ৪৮ রান ও জেমাইমা রডরিগেজ়ের ২৯ রানের ইনিংস ভারতের জয় সুনিশ্চিত করেন। তবে বাংলার আরেক বোলার তিতাস সান্ধু মাত্র এক ওভারই বল করেন। কোনও উইকেট পাননি তিনি, খরচ করেন ১৬ রান। 

এক ফ্রেমে দুই কিংবদন্তি

রবিবাসরীয় সন্ধ্যায় এক ফ্রেমে দুই ভিন্ন জগতের দুই কিংবদন্তি ধরা দিলেন। ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও সঙ্গীতজগতের কিংবদন্তি আশা ভোঁসলের (Asha Bhosle) দেখা হয়ে গেল। সচিন নিজের সোশ্যাল মিডিয়ায় দুইজনের একসঙ্গে দুইটি ছবি শেয়ার করেন।

সচিনের শেয়ার করা দুইটি ছবির একটিতে দুই কিংবদন্তিকে পাশাপাশি দাঁড়িয়ে পোজ় দিতে দেখা গিয়েছে। আরেকটি ছবি ক্যানডিড। দুইজনের গভীর আলোচনার সময় ওটি তোলা বলেই মনে করা যায়। সচিন লেখেন, 'কোনও গান হোক বা সামান্য কথোপকথন, আশা তাইকে শোনা সবসময়ই অত্যন্ত মিষ্টিমধুর। ওঁর রসবোধ এবং দুরন্ত টাইমিং প্রশংসার যোগ্য। আশা তাই, আপনি যেন ভবিষ্যতেও যেখানেই যাবেন এমনভাবে সকলকে খুশিতে মাতিয়ে রাখেন।' 

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের হার

অনূ্র্ধ্ব ১৯ এশিয়া কাপের (U19 Asia Cup 2023) ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) পরাজিত হল ভারতীয় ক্রিকেট দল। আজান আওয়িসের শতরান ও মহম্মদ জিশানের চার উইকেটে ভর করে পাকিস্তান সহজেই তিন ওভার বাকি থাকতে আট উইকেটে জয় পেল। 

দ্রাবিড়ের চুক্তির মেয়াদ কতদিন?

বিশ্বকাপের পরই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে পুনরায় ভারতীয় দলের কোচের পদে বহাল থাকার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল রাহুল দ্রাবিড়কে।  তিনি রাজিও হয়েছিলেন সেই প্রস্তাবে।  তবে একটা ধোঁয়াশা রয়েই গিয়েছিল, আদৌ কতদিনের জন্য ভারতীয় দলের দ্বিতীয়বার কোচ হচ্ছেন দ্রাবিড়?  এবার সেই প্রশ্নর, সেই ধোঁয়াশার যবনিকা টানলেন  বোর্ডের সচিব জয় শাহ।  দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ভারতীয় দল খেলে ফেরার পরই দ্রাবিড়ের ভাগ্য নির্ধারণ হবে।

সৌরভের পরিচালনায় সৌরভ

তাঁর প্রত্যেকটা পদক্ষেপ ফেলা হয় আতস-কাচের তলায়। ২২ গজের এই তারকাকে নিয়ে রাজনীতির দড়ি টানাটানিও কম হয়নি। কখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ নিয়ে বিতর্ক, কখনও আবার স্পেনের মাটিতে দাঁড়িয়ে তাঁর রাজ্যে শিল্প আনার বার্তা... বিতর্কের আঁচে মাঝে মাঝে বিব্রত হয়েছেন স্বয়ং 'মহারাজ'ও!

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ত্রিপুরা পর্যটনের মুখ। বিজেপি শাসিত এই রাজ্যের পর্যটন শিল্পের নতুন একটি ভিডিও শ্যুট করার জন্য আগামীকাল ত্রিপুরায় পাড়ি দেওয়ার কথা সৌরভের। আর এই শ্যুটিংয়ের পরিচালনায় দায়িত্বে রয়েছে আরেক সৌরভ। সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। সদ্য  ওয়েব সিরিজ 'রাজনীতি'- পরিচালনায় করে প্রশংসা পেয়েছিলেন তিনি। প্রায় শেষ পর্যায়ে তাঁর নতুন ওয়েব সিরিজ 'কেমিস্ট্রি মাসি'-র কাজও। তাঁর হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রেখেছেন দেবশ্রী রায় (Debosree Roy)। 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্ম থেকে মুক্তি পাওয়ার কথা এই সিরিজের। তবে এই প্রথম সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরিচালনা করবেন সৌরভ। 

কোয়ার্টারে ভারতীয় হকি দলের ছোটরা

হকিতে সাফল্য জুনিয়র ভারতীয় দলের। মালয়েশিয়ায় আয়োজিত হকি মেন্স জুনিয়র বিশ্বকাপে (Men's Jounior World Cup Hockey) কানাডার বিরুদ্ধে ১০-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। আর এই জয়ের সঙ্গে সঙ্গে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। পুল সি-তে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্বের অভিযান শেষ করল জুনিয়র ভারতীয় হকি দল। 

রোহিতের ভবিষ্যৎ

৫০ ওভারের বিশ্বকাপ শেষ। শুরু হয়ে গিয়েছে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত বিশ্বকাপের আগে ভারতীয় দলের কাছে হাতে গোনা কয়েকটি ম্যাচ রয়েছে। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) বিশ্বকাপ খেলা নিয়েও রয়েছে ধোঁয়াশা। বোর্ড সচিব জয় শাহের মন্তব্যে সেই ধোঁয়াশা আরও বাড়ল।

বোর্ড কর্তা এবং নির্বাচকদের সঙ্গে বিশ্বকাপ পরবর্তী বৈঠকে রোহিত নাকি নিজের টি-টোয়েন্টি ভবিষ্যৎ প্রসঙ্গে কী ভাবা হচ্ছে, সেই বিষয়ে প্রশ্ন করেছিলেন। বোর্ডে তাঁকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতা হিসাবে চাইছে বলে জানানো হয়েছে বলেও খবর। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ ওভারের সিরিজ়ে রোহিত নেই। তিনি বিশ্রাম চাওয়ায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে খবর। ভারতীয় অধিনায়ক গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে বিশ ওভারের ফর্ম্যাটে আর ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্বও করেননি।    

এই সিরিজ়ের পর ভারতের বিশ্বকাপের দল নির্বাচনের আগে কেবল আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ই অবশিষ্ট রয়েছে। তাই স্বাভাবিকভাবেই রোহিত কবে দলে ফিরবেন, সেই নিয়ে জল্পনা বাড়ছে। বোর্ড সচিব জয় শাহের (Jay Shah) মন্তব্যেও জট কাটার বদলে আরও ধোঁয়াশা বাড়লই। ডব্লিউপিএলের নিলামে জয় শাহ বলেন, 'এখনই এত ভবিষ্যৎ নিয়ে এত ভাবার প্রয়োজনটা ঠিক কী? জুনে তো (টি-টোয়েন্টি) বিশ্বকাপ শুরু হবে। তার আগে তো আইপিএল আছে এবং আফগানিস্তান সিরিজ়ও রয়েছে তার আগে।'

রাসেলের প্রত্যাবর্তন

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) টি-টোয়েন্টি স্কোয়াডে প্রত্যাবর্তন হল আন্দ্রে রাসেলের (Andre Russell)। প্রায় ২ বছর পর জাতীয় দলের টি-টোয়েন্টি (T20 Series) স্কোয়াডে ফিরলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। শেষবার জাতীয় দলের জার্সিতে ২০২১ সালে খেলেছিলেন রাসেল। সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত টুর্নামেন্টে খেলেছিলেন রাসেল। উল্লেখ্য, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার আগে রাসেলের মত গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ফের দলে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: চাহাল-তেওয়াটিয়াদের বিরুদ্ধে ওপেনিং নিয়ে নতুন অঙ্ক বাংলার, ফিরতে পারেন রণজ্যোৎ 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

DC vs LSG, IPL 2024 Live Updates: IPL 2024 Live Updates: ২০৮  রান তুলল DC, জয়ের জন্য LSG-র প্রয়োজন ২০৯  রান
২০৮  রান তুলল DC, জয়ের জন্য LSG-র প্রয়োজন ২০৯  রান
PM Modi Assets : নেই বাড়ি-গাড়ি, কত সম্পত্তির মালিক প্রধানমন্ত্রী ?
নেই বাড়ি-গাড়ি, কত সম্পত্তির মালিক প্রধানমন্ত্রী ?
Weather Update: স্বস্তির দিন শেষ রাজ্যবাসীর! ফের চড়বে তাপমাত্রার পারদ
স্বস্তির দিন শেষ রাজ্যবাসীর! ফের চড়বে তাপমাত্রার পারদ
Mamata Banerjee: 'এরা জানে হারছে , তাই শেষ মুহূর্তে...', কোন আশঙ্কার কথা শোনালেন মমতা ?
'এরা জানে হারছে , তাই শেষ মুহূর্তে...', কোন আশঙ্কার কথা শোনালেন মমতা ?
Advertisement
for smartphones
and tablets

ভিডিও

Amit Shah: 'বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বেশি মিলবে', বললেন অমিত শাহDev: 'যত বেশি আক্রমণ করবে হিরণ, তত বেশি ভোটে জিতব', মন্তব্য দেবের | ABP Ananda LIVESandeshkhali: 'দিদি আন্দোলনকারীদের ভয় পেয়েছেন', মন্তব্য বিজেপি নেত্রী মাম্পি দাসের | ABP Ananda LIVEMamata Banerjee: 'জীবনে এককাপ চা কারও কাছ থেকে খাই না, তাকে বলছে চোর ?', কী বললেন মমতা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
DC vs LSG, IPL 2024 Live Updates: IPL 2024 Live Updates: ২০৮  রান তুলল DC, জয়ের জন্য LSG-র প্রয়োজন ২০৯  রান
২০৮  রান তুলল DC, জয়ের জন্য LSG-র প্রয়োজন ২০৯  রান
PM Modi Assets : নেই বাড়ি-গাড়ি, কত সম্পত্তির মালিক প্রধানমন্ত্রী ?
নেই বাড়ি-গাড়ি, কত সম্পত্তির মালিক প্রধানমন্ত্রী ?
Weather Update: স্বস্তির দিন শেষ রাজ্যবাসীর! ফের চড়বে তাপমাত্রার পারদ
স্বস্তির দিন শেষ রাজ্যবাসীর! ফের চড়বে তাপমাত্রার পারদ
Mamata Banerjee: 'এরা জানে হারছে , তাই শেষ মুহূর্তে...', কোন আশঙ্কার কথা শোনালেন মমতা ?
'এরা জানে হারছে , তাই শেষ মুহূর্তে...', কোন আশঙ্কার কথা শোনালেন মমতা ?
Lok Sabha Election 2024: মানুষ জেগে উঠেছে, তাই এখন EVM-এর ঘাড়ে দোষ চাপাচ্ছেন মমতা : অমিত শাহ
মানুষ জেগে উঠেছে, তাই এখন EVM-এর ঘাড়ে দোষ চাপাচ্ছেন মমতা : অমিত শাহ
Amit Shah Attacks Mamata Banerjee: 'ভোটব্যাঙ্কের ভয়ে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠায় যাননি মমতা', আক্রমণ শাহর
'ভোটব্যাঙ্কের ভয়ে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠায় যাননি মমতা', আক্রমণ শাহর
Loksabha Election 2024: প্রচারপর্বে বিয়ের প্রস্তাব, উত্তরে কী বললেন দেবাংশু?
প্রচারপর্বে বিয়ের প্রস্তাব, উত্তরে কী বললেন দেবাংশু?
West Bengal Weather Update : সময়ের আগেই আসছে বর্ষা, দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর
সময়ের আগেই আসছে বর্ষা, দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর
Embed widget