Vijay Hazare Trophy: চাহাল-তেওয়াটিয়াদের বিরুদ্ধে ওপেনিং নিয়ে নতুন অঙ্ক বাংলার, ফিরতে পারেন রণজ্যোৎ
Bengal vs Haryana: রাজকোটে বাংলা বনাম হরিয়ানা কোয়ার্টার ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার করা হবে। যা ক্রিকেটারদের কাছে বাড়তি রোমাঞ্চ। তাঁদের পারফরম্যান্স যে সকলে দেখার সুযোগ পাবেন!
সন্দীপ সরকার, কলকাতা: অভিমন্যু ঈশ্বরণ চোট পেয়ে ছিটকে যাওয়ার পর বাংলা শিবির ভরসা করেছিল শাকির হাবিব গাঁধীর ওপর। অভিষেক পোড়েলের (Abhishek Porel) সঙ্গে চলতি বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) তিনিই বাংলার ইনিংস ওপেন করছিলেন। কিন্তু ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারেননি তিনি। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে তাঁর রান যথাক্রমে ১৯, ১৭, ৪৮, ০ ও ০। যে কারণে হরিয়ানার বিরুদ্ধে সোমবার কোয়ার্টার ফাইনালে ওপেনিং জুটিতে বদল আনার কথা ভাবছে বাংলা।
রাজকোটে ফোন করে জানা গেল, অভিষেক পোড়েলের সঙ্গে ওপেনার হিসাবে খেলানো হতে পারে রণজ্যোৎ সিংহ খইরাকে। যিনি ঘরোয়া ক্রিকেটে শেষ ওয়ান ডে খেলেছেন ২ বছর আগে। কর্নাটকের বিরুদ্ধে। বাংলার বাকি দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। কৌশিক মাইতি নয়, খেলানোর কথা মিডিয়াম পেসার সুমন দাসকেই। যিনি প্রি কোয়ার্টার ফাইনালে অভিষেক ঘটিয়েই ২ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন।
রাজকোটে বাংলা বনাম হরিয়ানা (Bengal vs Haryana) কোয়ার্টার ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার করা হবে। যা ক্রিকেটারদের কাছে বাড়তি রোমাঞ্চ। তাঁদের পারফরম্যান্স যে সকলে দেখার সুযোগ পাবেন!
তবে মাঠে যে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে, মেনে নিচ্ছেন বাংলার প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্ল। বিশেষ করে হরিয়ানা দলে সীমিত ওভারের ক্রিকেটের এক ঝাঁক বড় নাম। জাতীয় দলের তারকা যুজবেন্দ্র চাহাল। যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ভারতীয় দলে রয়েছেন। বিজয় হাজারে ট্রফি খেলেই উড়ে যাবেন প্রোটিয়া দেশে। সঙ্গে কোয়ার্টার ফাইনালে খেলবেন আইপিএলের তারকা রাহুল তেওয়াটিয়া, হর্ষল পটেলরাও। সব মিলিয়ে শক্তিশালী দল হরিয়ানা। লক্ষ্মী বলছেন, 'হরিয়ানা ভাল দল। আমরা অবশ্য নিজেদের প্রস্তুতি নিয়ে ভাবছি। ছেলেরা তৈরি।'
শনিবার প্রি কোয়ার্টার ফাইনাল খেলতে হয়েছে বাংলাকে। তার দু'দিনের মধ্যে ফের ম্যাচ। ক্লান্তির কাঁটা নিয়ে কি ভাবছে শিবির? বাংলার কোচ সৌরাশিস লাহিড়ি বলছেন, 'আমরা তো এর জন্য মানসিকভাবে তৈরিই ছিলাম। গত কয়েক মরশুমে সব টুর্নামেন্টের নক আউট পর্বে এভাবে খেলে ছেলেরা অভ্যস্ত। সমস্যা হবে না।' তবে হরিয়ানাকে সমীহ করছে বাংলা শিবির। সৌরাশিস বলছেন, 'বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে ওঠা কোনও দলকেই হাল্কাভাবে নেওয়া চলে না। হরিয়ানাও যথেষ্ট ভাল দল।'
রাজকোটের পিচ ব্যাটারদের সাহায্য় করবে বলেই ধারণা বাংলা শিবিরের। তাই প্রথমে ব্যাট করলে বোর্ডে বড় রান তোলাই লক্ষ্য। রান তাড়া করতে নামলেও খুব একটা সমস্যা হবে বলে মনে করছেন না ক্রিকেটার বা কোচিং স্টাফেরা। শুধু স্নায়ুর চাপ সামলে পারফর্ম করাই মূল মন্ত্র বাংলা শিবিরের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।