এক্সপ্লোর

Sports Highlights: ফিঞ্চের অবসর, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত, খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে

Top Sports News: খেলার সারাদিনের সব খবর এক ঝলকে।

কলকাতা: ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন অস্ট্রেলিয়ার সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডে খেলবেন তিনি। মলদ্বীপকে গোলের পালা পরিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাক করল ভারতীয় মহিলা ফুটবল দল। খেলার সারাদিনের সব খবর এক ঝলকে।

ফিঞ্চের অবসর

আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানালেন অ্যারন ফিঞ্চ। গতকালই আভাস দিয়েছিলেন যে নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ কোনও বিবৃতি দিতে চলেছেন তিনি। সেই মতোই এদিন ৫০ ওভারের ফর্ম্যাটকে বিদায়ের কথা জানিয়ে দিলেন এই ডানহাতি ওপেনার। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। তার আগে নতুন অধিনায়ক যিনি হবেন তাঁকে উপযুক্ত সময় দিতে চান ফিঞ্চ। তবে ওয়ান ডে থেকে সরে দাঁড়ালেও টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন ফিঞ্চ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই খেলতে নামবে অস্ট্রেলিয়া। 

জাতীয় চ্যাম্পিয়নশিপে নেই নীরজ

এই মাসের ২৯ তারিখ থেকে শুরু হচ্ছে ৩৬তম জাতীয় গেমস (National Games)। গুজরাতের ছয় শহরে ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েসন (আইএ) জাতীয় গেমসে দেশের শীর্ষস্তরের অ্যাথলিটদের বাধ্যতামূলক অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছিল বটে। তবে তা সত্ত্বেও দেশের সেরা অ্যাথলিটদের মধ্যে অন্যতম, নীরজ চোপড়া (Neeraj Chopra) জাতীয় গেমসে অংশগ্রহণ করছেন না।

নীরজ সদ্যই প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ ফাইনাল জিতে ইতিহাস রচনা করেছেন। তারপরেই তিনি জানিয়েছিলেন এই টুর্নামেন্টের মাধ্যমেই তাঁর এই মরসুম শেষ হয়েছে। ডায়মন্ড লিগ ফাইনাল জয়ের পাশাপাশি ইউজিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও রুপো জিতেছিলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। দীর্ঘ মরসুমের পর নিজের শরীরকে সঠিক মাত্রায় বিশ্রাম দিয়ে আবার তরতাজা হয়ে পরের মরসুমে ঝাঁপানোটা নীরজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই তিনি জাতীয় গেমসে অংশগ্রহণ করবেন না বলে ঠিক করেছেন। 

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত

নেপালে অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Women's Championship)। সেখানেই মলদ্বীপকে নিজেদের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচে পর্যুদস্ত করল ভারতীয় মহিলা ফুটবল দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৯-০ গোলে মলদ্বীপকে হারালেন অদিতি চৌহানরা। পাশাপাশি পর পর দুই ম্যাচ জিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেও নিজেদের জায়গা পাকা করে নিল ভারতীয় দল। ভারতের হয়ে এদিন অঞ্জু তামাঙ (Anju Tamang) এক, দুই নয়, চার চারটি গোল করেন। পরবর্তী ম্যাচে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। 

দ্বিশতরান রাহানের

খারাপ ফর্মের জন্য ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। গত মরসুমে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে নেমেও খুব একটা দাগ কাটতে পারেননি তিনি। তবে নতুন মরসুমের শুরুটা দুরন্ত ভঙ্গিমায় করলেন অভিজ্ঞ ব্যাটার। নতুন মরসুমের প্রথম ম্যাচেই দলীপ ট্রফিতে (Duleep Trophy) পশ্চিমাঞ্চলের হয়ে উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে অপরাজিত দ্বিশতরান করলেন রাহানে। পশ্চিমাঞ্চল দুই উইকেটের বিনিময়ে ৫৯০ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয়। ২০৭ রানে অপরাজিত থাকেন রাহানে। জবাবে ২৩৫ রানেই গুটিয়ে যায় উত্তর পূর্বাঞ্চল। অঙ্কুর মালিক আট নম্বরে ব্যাটে নেমে ৮১ রান করলে, আরও বিপাকে পড়তে হত উত্তর পূর্বাঞ্চলকে।

তৃতীয় দিনের শেষে পশ্চিমাঞ্চলের স্কোর এক উইকেটের বিনিময়ে ১২ রান। লিড ৩৬৭ রানের। অপরদিকে, উত্তরাঞ্চলের বিরুদ্ধে দলীপ ট্রফির আরেক ম্যাচে মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন পূর্বাঞ্চলও (East Zone vs North Zone) বেশ চাপে রয়েছে। সৌজন্যে যশ ধূলের (Yash Dhull) অনবদ্য ১৯৩ রানের ইনিংস। দিনের শেষে উত্তরাঞ্চলের স্কোর তিন উইকেটের বিনিময়ে ৪৩৩। ক্রিজে ৩৪ রানে ব্যাট করছেন মনদীপ সিংহ এবং ৬২ রানে খেলছেন হিমাংশু রানা। ঈশান বা শাহবাজ একটিও উইকেট না পেলেও, বাংলার আকাশ দীপ একটি উইকেট নেন।

তৃতীয় ড্র বায়ার্নের, নেমার জেতালেন পিএসজিকে

বুন্দেশলিগায় আজ দুই বড় দল বায়ার্ন মিউনিখ (Bayern Munich) এবং বরুসিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) কেউই নিজেদেরর ম্যাচে জিততে পারল না। গত দুই ম্যাচে বরুসিয়া মুনচেনগ্ল্য়াডবাখ ও উনিয়ন বার্লিনের বিরুদ্ধে দুই ম্যাচই ১-১ গোলে ড্র করেছিল বায়ার্ন। এবার স্টুটগার্টের বিরুদ্ধেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হল বুন্দেশলিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ম্যাচের ফলাফল ২-২। বায়ার্ন ড্র করায় ডর্টমুন্ডের কাছে সুযোগ ছিল আরবি লাইপজিংকে হারিয়ে লিগের শীর্ষস্থান দখল করে নেওয়ার। তবে ৩-০ গোলে পরাজিত হয় ডর্টমুন্ড। 

অবশ্য লিগ ওয়ানে নিজেদের ম্যাচে জয় পেল প্যারিস সাঁ-জাঁ (Paris Saint-Germain)। মেসি, নেমারের (Neymar) যুগলবন্দিতে ব্রেস্টকে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষে নিজেদের দাপট অব্যাহত রাখত পিএসজি। ম্যাচের শুরু থেকেই আক্রমণে পথ বেছে নেয় পিএসজি। তবে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ৩০ মিনিটে মেসির এক সুন্দর পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন নেমার। এটি এবারের লিগে নেমারের ১০ নম্বর গোল। লিগের সাত ম্যাচ পরে এখনও অপরাজিত রয়েছেন মেসিরা। লেন্সের থেকে দুই বেশি, ১৯ পয়েন্ট নিয়ে তারা লিগ শীর্ষেও রয়েছেন। 

আরও পড়ুন: ম্যাচের আগের দিন বাবার অন্ত্যেষ্টি সেরে ফিরেছিলেন, পরের দিনই ব্রিস্টলে শতরান করেন সচিন

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Government: এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
Team India Victory Parade Live: টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Bihar Bridge Collapse: ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
Advertisement
ABP Premium

ভিডিও

Team India Parade: বিরাটদের বিজয় উৎসবে সামিল হতে মেরিন ড্রাইভে জনজোয়ার, ওয়াংখেড়েতে সংবর্ধনার আয়োজনMukul Roy: অস্ত্রোপচার সফল, এখনও ভেন্টিলেশনে মুকুল রায়। ABP Ananda LiveDoctor Murder: চিকিৎসক অনির্বাণ দত্তকে ষড়যন্ত্র করে খুন, প্রমাণ লোপাটের অভিযোগে তদন্ত শুরুAriadah incident: ডানলপের কাছে ISI চত্বর থেকে পাকড়াও জয়ন্ত সিংহ। ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Government: এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
Team India Victory Parade Live: টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Bihar Bridge Collapse: ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
Brain Eating Amoeba: মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
Weather Today: নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
Mukul Roy Injured: বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়
বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়
Narendra Modi: সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?
সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?
Embed widget