এক্সপ্লোর

Sports Highlights: বিশ্বকাপের শেষ চার পাকা, নেতৃত্ব ছাড়ছেন বাবর? এক নজরে খেলার সব খবর

Top Sports News: খেলার সেরা খবরগুলি এক নজরে।

কলকাতা: পারল না পাকিস্তান, অবশেষে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট পাকা হয়ে গেল। বিশ্বকাপ শেষেই পাকিস্তান দলের নেতৃত্ব ছাড়ছেন বাবর? জল্পনা তুঙ্গে। এক নজরে সারাদিনের খেলার সব খবর।

চার সেমিফাইনালিস্ট পাকা

অবাস্তব লক্ষ্য ছিল পাকিস্তানের (Pakistan Cricket Team) সামনে। ইডেনে (Eden Gardens) ইংল্যান্ডের ৩৩৭/৯ ছাপিয়ে মাত্র ৬.৪ ওভারে জিতলে তবেই সেমিফাইনালের টিকিট পেতেন বাবর আজ়মরা (Babar Azam)। রান তাড়া করতে নেমে ৬.৪ ওভারে যখন পাকিস্তানের স্কোর ৩০/২, তখনই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, বাবরদের কাপ অভিযান শেষ। সেমিফাইনালে কোন দল কবে কাদের সঙ্গে কোথায় খেলবে, সেই সূচিও চূড়ান্ত হয়ে গেল তখনই।

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করবে ভারত। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট টিম ইন্ডিয়ার। রবিবার রোহিত শর্মাদের ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচে যদি কোনও অঘটন ঘটে এবং রোহিতরা হেরে যান, তাও ভারতই ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ৯ ম্যাচ খেলে ফেলেছে। তাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলের দুইয়ে তেম্বা বাভুমারা। শনিবার বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ১৪ পয়েন্টে শেষ করেছে অস্ট্রেলিয়াও। তবে রান রেটে সামান্য় পিছিয়ে থাকায় প্যাট কামিন্সরা শেষ করেছেন তিন নম্বরে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট আর +০.৭৪৩ রান রেট নিয়ে চার নম্বরে শেষ করল নিউজ়িল্যান্ড।

পাকিস্তানের হার

শনিবার বাবর আজ়ম টস হারতেই সব সম্ভাবনারও সলিলসমাধি। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৩৩৭/৯ তুলল। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে যা রেকর্ড। এর আগে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর ছিল ৩৩৪/৯। ট্রেন্ট ব্রিজে সেই ম্যাচে হেরে গিয়েছিল ইংল্যান্ডই। ইডেনে ইংল্যান্ড ইনিংসের শেষে যখন পাকিস্তানের সামনে সেমিফাইনালে যাওয়ার অঙ্ক কষা হল, অনেকে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না।

নিউজ়িল্যান্ডকে নেট রান রেটে ছাপিয়ে সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে ৬.৪ ওভারে ৩৩৮ তুলতে হতো পাকিস্তানকে!  ৪০ বলে ৩৩৮ রান তুলতে হতো বাবর আজ়মদের (Babar Azam)। ৪০টি বলে টানা ছক্কা মারলেও যা সম্ভব ছিল না। সেক্ষেত্রে ২৪০ রান উঠত বোর্ডে। ৯৮ রানে ম্যাচ হারত পাকিস্তান (Pak vs Eng)। পাকিস্তান শেষ পর্যন্ত ৯৩ রানের ব্যবধানে হারল। ৪৩.৩ ওভারে মাত্র ২৪৪ রানে অল আউট হয়ে গেল তারা। ৪৫ বলে ৫১ রান করে একমাত্র লড়াই করলেন আঘা সলমন। বাবর আজ়ম (৪৫ বলে ৩৮ রান), মহম্মদ রিজ়ওয়ানদের (৫১ বলে ৩৬ রান) দেখে মনেই হয়নি মাঠে নামার ইচ্ছে রয়েছে বলে। বরং শেষ দিকে চালিয়ে খেলে হ্যারিস রউফ (২৩ বলে ৩৫ রান) ও মহম্মদ ওয়াসিম (১৪ বলে ১৬ অপরাজিত) দর্শকদের কিছুটা বিনোদন দিলেন।

অস্ট্রেলিয়ার জয়

হতাশাজনক বিশ্বকাপ (ODI World Cup 2023) অভিযান পরাজয় দিয়েই শেষ করল বাংলাদেশ। শাকিবহীন বাংলাদেশ দল পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (AUS vs BAN) ৩০৬ রান বোর্ডে তুলেছিল। আশা ছিল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে মিচেল মার্শের (Mitchell Marsh) ঝড়ে কার্যত উড়ে গেলেন বাংলাদেশি বোলাররা। ১৩২ বলে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেন মার্শ। দুই অজ়ি মহাতারকা ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথও অর্ধশতরান হাঁকালেন। ফলত ৩২ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে ১৭৫ রানের পার্টনারশিপে অস্ট্রেলিয়ার জয় সুনিশ্চিত করলেন মার্শ-স্মিথ।  

শট অফ দ্য সেঞ্চুরি

বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনটি অর্ধশতরান করেছেন এখনও পর্যন্ত। ঝুলিতে রয়েছে দুটো সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ইডেনে শতরান হাঁকিয়েছিলেন নিজের ওয়ান ডে কেরিয়ারের ৪৯ তম। সচিনে ছুঁয়ে এখন ৫০ ওভারের ফর্ম্য়াটে তিনিই সর্বাধিক সেঞ্চুরির মালিক। কিছুদিন আগেই আইসিসি বিরাটের (Virat Kohli) গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যারিস রউফকে ব্যাকফুটে গিয়ে হাঁকানো ছক্কাকে শট অফ দ্য সেঞ্চুরি আখ্যা দিয়েছে।

বিরাট বলছেন, ''আমি এই শটটা পরবর্তীতে অনেকবার দেখেছি। কিন্তু ক্রিজে ওই বিশেষ মুহূর্তটি আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল। আমি জানি এই মুহূর্তটি আর ফিরে আসবে না। এগুলো কিছু মুহূর্ত, যার জন্য় আমি বারবার নষ্টালজিক হয়ে যাই। পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলেছিলেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে হারতে হারতে শেষে বিরাটের ব্যাটে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। ১৯ তম ওভারের শেষ দুই বলে হারিস রউফকে পর পর দুটি ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বিরাট কোহলি। এর পর শেষ ওভারও নাটকীয় ছিল। অবশেষে ভারত এই ম্যাচ জেতে।

বিশ্বকাপের রেকর্ড

রমরমিয়ে চলছে বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। একেবারে 'বিজনেস এন্ডে' পৌঁছে গিয়েছে মেগা টুর্নামেন্টের আসর। গ্রুপ পর্বের বাকি আর মাত্র এক ম্যাচ। তারপরেই শুরু হয়ে যাবে নক আউটের মহারণ। তবে তার আগেই এক মিলিয়নের গণ্ডি পার করে ফেলল বিশ্বকাপ। অর্থাৎ ১০ লক্ষ মানুষ মাঠে বসে বিশ্বকাপের মজা উপভোগ করেছেন। শুক্রবার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচেই এই ১০ লক্ষের মাইলস্টোন পার হয়ে যায়।

ভারতে আয়োজিত এই বিশ্বকাপ মাঠে উপস্থিত দর্শকসংখ্যার বিচারে সর্বকালের সর্বোচ্চ হওয়ার দৌড়ে রয়েছে। ১০ লক্ষের গণ্ডি পাক করার জন্য বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি সমর্থকদের ধন্যবাদও জানান। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমরা এই টুর্নামেন্টটাকে সর্বকালের সর্বসেরা করার লক্ষ্য নিয়ে এগিয়ে ছিলাম এবং আমি খুবই খুশি যে আমরা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছি। আমি আমাদের সমর্থকদের, সকল রাজ্য অ্যাসোসিয়েশন এবং স্টেকহোল্ডার যারা এই টুর্নামেন্টের জন্য প্রচুর পরিশ্রম করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমরা এখন সবথেকে গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রায় পৌঁছে গিয়েছি। আইসিসির সঙ্গে আমরা একত্রিত হয়ে নিজেদের কাজ চালিয়ে যাব, যাতে সকলের জন্য এই টুর্নামেন্টটা স্মরণীয় করে রাখতে পারি। সেরাটা আসা কিন্তু এখনও বাকি রয়েছে।'

নেতৃত্ব ছাড়ছেন বাবর!

কিছুদিন আগেই ওয়ান ডে (One Day International) ফর্ম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় নিজের শীর্ষস্থান খুঁইয়েছেন। তাঁকে টপকে শীর্ষে উঠে এসেছেন শুভমন গিল (Subhman Gill)। অধিনায়ক হিসেবেও বারবার চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) সমালোচিত হয়েছেন। এবার শোনা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) নেতৃত্ব ছাড়তে পারেন বাবর আজম (Babar Azam)। ভারতে আয়োজিত বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছতে পারেনি পাকিস্তান। সূত্রের খবর, ভারত থেকে ফেরার পরই সাদা বলের ফর্ম্য়াটে জাতীয় দলের নেতৃত্বভার ছাড়তে পারেন এই ডানহাতি ব্যাটার। এই নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রাজিম রাজার সঙ্গে কথাও বলেছেন বাবর।

ইংল্যান্ড ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তাঁর অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন বাবর, প্রশ্ন করা হয়েছিল। পাক অধিনায়ক বলেন, 'আমি এই মুহূর্তে এই সব নিয়ে ভাবছি না। ইংল্যান্ডে ম্য়াচের পর আর দেশে ফিরে দেখি কী পরিস্থিতি। তবে এই মুহূর্তে ম্য়াচের ওপরই ফোকাস যাবতীয়।'

ভারতীয় শিবিরে উৎসব

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই আলোর উৎসব দীপাবলি (Diwali 2023)। রবিবারই আবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল (IND vs NED)। তাই আগেভাগেই ভারতীয় শিবিরে দীপাবলি পালন করা হয়ে গেল।

রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, যশপ্রীত বুমরারা সকলেই কুর্তি, পাঞ্জাবি পরে ছবি তোলেন। সকলকেই বেশ হাসি মুখে ক্যামেরার সামনে পোজ় দিতে দেখা যায়। বিশ্বকাপে (ODI World Cup 2023) ইতিমধ্যেই আট ম্যাচ জিতে লিগ তালিকায় সবার উপরে ভারতীয় দল (Indian Cricket Team)। সেমিফাইনালে ভারতীয় দল বহু আগেই  নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। পয়েন্ট তালিকায় শীর্ষে থেকেই ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছবে। তাই আপাত অর্থে ভারত-নেদারল্যান্ডসের ম্যাচের আলাদা কোনও গুরুত্ব নেই। 

ম্যাচের আগে বেশ খোশমেজাজেই কিন্তু অনুশীলন সারলেন ভারতীয় ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওটিতে ভারতীয় দলের তারকাদের খোশমেজাজে ফুটভলি খেলতে দেখা গেল। নেটের অনুপস্থিতিতে চেয়ার দিয়ে কৃত্রিম নেট গড়ে তোলা হয়। বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদবরা সকলেই ফুটভলিতে মাতেন।

আরও পড়ুন: ডাচদের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে মহাতারকারদের রেকর্ড গড়ার হাতছানি, নয়ে নয় করবে ভারত?

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Saline Controversy : এনআরএস, আরজি কর, ন্যাশনাল মেডিক্যাল কলেজেও চলছে 'ব্ল্যাকলিস্টেড' স্যালাইন ! কীভাবে?
এনআরএস, আরজি কর, ন্যাশনাল মেডিক্যাল কলেজেও চলছে 'ব্ল্যাকলিস্টেড' স্যালাইন ! কীভাবে?
West Bengal News Live: ব্যাঙ্কের লকার থেকে গ্রাহকের গয়না চুরির অভিযোগ লকারের দায়িত্বে থাকা কর্মীর বিরুদ্ধে!
ব্যাঙ্কের লকার থেকে গ্রাহকের গয়না চুরির অভিযোগ লকারের দায়িত্বে থাকা কর্মীর বিরুদ্ধে!
Dev on Trolling: প্রথম ৫-৬ বছর আমায় কেউ পাত্তাই দেয়নি, বলেছে তোতলা, অভিনয় পারে না: দেব
প্রথম ৫-৬ বছর আমায় কেউ পাত্তাই দেয়নি, বলেছে তোতলা, অভিনয় পারে না: দেব
Ram Temple Pran Pratishtha 2025 : রামের বেশে বালিকাকে দেখেই উঠল 'জয় শ্রী রাম' স্লোগান, এই কারণে সময়ের আগেই রাম মন্দির প্রাণ-প্রতিষ্ঠা-জয়ন্তী উদযাপন
রামের বেশে বালিকাকে দেখেই উঠল 'জয় শ্রী রাম' স্লোগান, এই কারণে সময়ের আগেই রাম মন্দির প্রাণ-প্রতিষ্ঠা-জয়ন্তী উদযাপন
Advertisement
ABP Premium

ভিডিও

Naihati Shootout: নৈহাটিতে নিজের স্ত্রীকে গুলি স্বামীর! হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীFake Passport: ফের জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা, কালনা থেকে গ্রেফতার ২Bangladesh live: মালদায় ফের আক্রান্ত বিএসএফ, চোরা কারবারিদের হাতে আক্রান্ত বিএসএফ জওয়ানরাKolkata News: খোদ লকার ইন-চার্জের বিরুদ্ধেই লকার থেকে গ্রাহকের গয়না চুরির অভিযোগ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Saline Controversy : এনআরএস, আরজি কর, ন্যাশনাল মেডিক্যাল কলেজেও চলছে 'ব্ল্যাকলিস্টেড' স্যালাইন ! কীভাবে?
এনআরএস, আরজি কর, ন্যাশনাল মেডিক্যাল কলেজেও চলছে 'ব্ল্যাকলিস্টেড' স্যালাইন ! কীভাবে?
West Bengal News Live: ব্যাঙ্কের লকার থেকে গ্রাহকের গয়না চুরির অভিযোগ লকারের দায়িত্বে থাকা কর্মীর বিরুদ্ধে!
ব্যাঙ্কের লকার থেকে গ্রাহকের গয়না চুরির অভিযোগ লকারের দায়িত্বে থাকা কর্মীর বিরুদ্ধে!
Dev on Trolling: প্রথম ৫-৬ বছর আমায় কেউ পাত্তাই দেয়নি, বলেছে তোতলা, অভিনয় পারে না: দেব
প্রথম ৫-৬ বছর আমায় কেউ পাত্তাই দেয়নি, বলেছে তোতলা, অভিনয় পারে না: দেব
Ram Temple Pran Pratishtha 2025 : রামের বেশে বালিকাকে দেখেই উঠল 'জয় শ্রী রাম' স্লোগান, এই কারণে সময়ের আগেই রাম মন্দির প্রাণ-প্রতিষ্ঠা-জয়ন্তী উদযাপন
রামের বেশে বালিকাকে দেখেই উঠল 'জয় শ্রী রাম' স্লোগান, এই কারণে সময়ের আগেই রাম মন্দির প্রাণ-প্রতিষ্ঠা-জয়ন্তী উদযাপন
Indian Cricket Team: সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট, অবসরের পথে আরও এক সিনিয়র ভারতীয় তারকা!
সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট, অবসরের পথে আরও এক সিনিয়র ভারতীয় তারকা!
Digital Arrest : কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
Hotel Room Booking : প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
Hail Care Tips: চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস', তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা !
চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস', তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা !
Embed widget