Sports Highlights: হার বাংলাদেশের, জয় পাকিস্তানের, আজ রোহিত-রাশিদ ডুয়েল, দিনের সেরা খেলার খবরগুলো এক নজরে
Todays Sports Highlights: দিনের সেরা খেলার খবরের এক ঝলক দেখে নিন -
কলকাতা: বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে হার বাংলাদেশের। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। আজ আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। দেখে নিন দিনের সেরা খেলার খবরের এক ঝলক -
হার বাংলাদেশের
একটা মরিয়া লড়াই চালিয়েছিলেন লিটন দাস (Liton Das) ও মুশফিকুর রহিম (Mushfikur Rahim)। তাঁদের ব্যাট থেকে অর্ধশতরানও এল। কিন্তু তা কোনও কাজে লাগল না। ইংল্যান্ডের (Bangladesh vs England) বিরুদ্ধে বিশ্বকাপের ম্য়াচে হার মানতে হাল বাংলাদেশকে। ৩৬৫ রান তাড়া করতে নেমে ২২৭ রানে অল আউট হয়ে গেল টাইগার বাহিনী। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিল বাটলার বাহিনী। ১৪০ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন মালান।
আজ ভারতের সামনে আফগানিস্তান
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ (World Cup 2023) অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। কিন্তু প্রথম ম্যাচেই ব্যর্থ হতে হয়েছে টপ অর্ডারকে। মাত্র ২ রানের মাথায় ৩ উইকেট খুঁইয়ে বসে টিম ইন্ডিয়া (India Cricket Team)। সাজঘরে ফিরতে হয়েছিল রোহিত, ঈশান, শ্রেয়সকে। পরে রাহুল, বিরাটের দুরন্ত পার্টনারশিপ যদিও ভারতকে জয় এনে দেয়। কিন্তু ব্যাটিং অর্ডারে শুভমন গিলের অভাব বোঝা যাচ্ছিল খুব ভালভাবেই। আগামীকাল আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেও গিল হয়ত নেই। তাই একই টিম কম্বিনেশনে মাঠে নামবে রোহিত ব্রিগেড।
জয় পাকিস্তানের
বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল পাকিস্তান (Pakistan Cricket Team)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল বাবর আজমের (Babar Azam) দল। আব্দুল্লাহ শাফিকের পর মহম্মদ রিজওয়ানও (Mohammed Rizwan) সেঞ্চুরি হাঁকালেন। ৩৪৫ রান তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় পাক শিবির। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় এটি।
অবসর অ্যাজারের
পেশাদার ফুটবলকে বিদায় জানালেন এডেন অ্যাজার। ৩২ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের এই তারকা ফুটবলার। দেশের জার্সিতে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন কাতার বিশ্বকাপের পরই। এবার ক্লাব ফুটবলেও বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন অ্যাজার। অবসরের সিদ্ধান্ত বিষয়ে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লিখেছেন, ''মনের কথা শুনে সঠিক সময়ে থামতে হয়। ১৬ বছরের ক্যারিয়ারে ৭০০-এর বেশি ম্যাচ খেলার পর পেশাদার ফুটবলকে বিদায় বলে দিচ্ছি।'' ক্লাব ফুটবলে চেলসি, রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন অ্যাজার।