এক্সপ্লোর

Sports Highlights: ভারতের বিশ্বকাপের দলে নেই শামি, ইডেনে ২ ম্যাচে ছাড়পত্র, খেলার দুনিয়ার সারাদিন

Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC) জন্য ভারতের দল ঘোষণা। ইডেনে (Eden Gardens) লেজেন্ডস লিগ ক্রিকেটের ম্যাচে ছাড়পত্র। খেলার দুনিয়ায় সারাদিন কী ঘটল।

কেমন হল ভারতের দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য ভারতের দল (Team India) বেছে নেওয়া হল সোমবার। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ জনের দল বেছে নেওয়া হল। ফিটনেস টেস্টে পাশ করে গিয়ে দলে ফিরলেন ভারতের সেরা পেস অস্ত্র যশপ্রীত বুমরা। পাশাপাশি চোট সারিয়ে দলে ফিরেছেন অন্যতম বোলিং অস্ত্র হর্ষল পটেলও। তবে সুযোগ পাননি বাংলার মহম্মদ শামি। তাঁকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। যার অর্থ, মূল দলের কেউ চোট পেলে বা অসুস্থ হয়ে পড়লে সুযোগ পেতে পারেন শামি। বাংলার পেসারের সঙ্গেই স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহারকে।

নির্বাচিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল ও অর্শদীপ সিংহ।

স্ট্যান্ড বাই: মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার।

শামির বাদ পড়া নিয়ে প্রশ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মহম্মদ শামিকে (Mohammed Shami) না দেখে হতবাক কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krish Srikanth)। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে দুরন্ত বোলিং করেছিলেন শামি। ভারতকে সেমিফাইনালে তোলার নেপথ্যেও ছিল বাংলার পেসারের দাপট। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে সেই অস্ট্রেলিয়াতেই। আর সেখানেই কি না দলের বাইরে শামি!

বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন প্রধান শ্রীকান্ত বলেছেন, 'আমি নির্বাচক কমিটির প্রধান হলে শামিকে অবশ্যই দলে রাখতাম। আমরা অস্ট্রেলিয়ায় খেলছি। এই ছেলেটার বোলিং অ্যাকশন অসাদারণ। বাউন্স আদায় করে নিতে জানে। দ্রুত উইকেট তুলতে পারে। হর্ষল পটেলের জায়গায় শামিকে দলে রাখতাম আমি। হর্ষল ভাল বোলার, কিন্তু শামি আসল লোক। হয়তো অনেকে বলবে ও টেস্ট বা ওয়ান ডে ক্রিকেটের জন্য বেশি উপযুক্ত। কিন্তু ভুলে গেলে চলবে না আমরা অস্ট্রেলিয়ায় খেলছি। পাশাপাশি শামি গত আইপিএলে দারুণ বল করেছে।'

ডিকের স্বপ্নপূরণ

একটা সময় জাতীয় ক্রিকেট দলে নয়, তাঁকে বেশিরভাগ সময় দেখা যেত ধারাভাষ্যকারদের জন্য। সেই দীনেশ কার্তিক জাতীয় দলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছেন। শুধু তাই নয়, জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত ভারতীয় দলে। সোমবার ১৫ সদস্যের যে দল নির্বাচকেরা বেছে নিয়েছেন, তাতে রয়েছেন ডিকে।

আর দল ঘোষণার পরেই ইঙ্গিতপূর্ণভাবে ট্যুইট করেছেন কার্তিক। লিখেছেন, 'স্বপ্ন সত্যিও হয়'। কার্তিকের সেই ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ইডেনে ম্যাচে ছাড়পত্র

অনেক টালবাহানার পর লেজেন্ডস লিগ ক্রিকেট (LLC)-র দুটি ম্যাচ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজনের অনুমতি দিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। তবে দেওয়া হল একাধিক শর্ত।

সোমবার এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ডেকেছিল সিএবি। সেখানে লেজেন্ডস লিগ ক্রিকেটের আয়োজক সংস্থা অ্যাবসোলিউট লেজেন্ডস স্পোর্টস প্রাইভেট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অভিষেক মজুমদারকেও ডাকা হয়েছিল। তাঁর সামনেই আলোচনা করেন সিএবি কর্তারা। লিগ কর্তৃপক্ষ সিএবি-কে জানায় যে, ম্যাচদুটি আয়োজনের জন্য ইতিমধ্যেই ভেন্ডরদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে, যেহেতু হাতে আর একদমই সময় নেই, তাই শেষ মুহূর্তে পরিকল্পনা বদলানো কার্যত অসম্ভব হয়ে পড়বে। সংস্থা ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলেও জানানো হয়।

সব পরিস্থিতি খতিয়ে দেখে ম্য়াচ করার ছাড়পত্র দিয়েছে সিএবি। তবে শর্তসাপেক্ষে। কী সেই শর্ত? সিএবি সূত্রে খবর, লেজেন্ডস লিগ কর্তৃপক্ষকে বলা হয়েছে, ইডেন গার্ডেন্সে বা খেলোয়াড়দের জার্সিতে বা অন্য কোনও মঞ্চে এমন কোনও সংস্থার প্রচার করা যাবে না যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়া, বেটিং বা গেমিংয়ের সঙ্গে যুক্ত। পাশাপাশি বলা হয়েছে, ম্যাচের জন্য শুধুমাত্র বি, সি, কে ও এল ব্লক এবং ক্লাব হাউস পাওয়া যাবে। মাঠের অন্যত্র দর্শক বসানোর অনুমতি দেওয়া হবে না। টিকিট বিক্রিও হবে সেই ভাবেই।

সিএবি সূত্রে খবর, সব শর্ত মেনে নিয়েছে লিগ কর্তৃপক্ষ। সেই শর্ত মেনে চললে তবেই ম্যাচ আয়োজন করা যাবে বলে সিএবি-র তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

জাডেজার লক্ষ্য

সীমিত ওভারের ক্রিকেটে তিনি যে কোনও দলের সম্পদ হতে পারেন। বিগহিটার। চার-ছক্কায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বল হাতে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামাতে সিদ্ধহস্ত। টি-টোয়েন্টি ক্রিকেটে ওভার প্রতি খরচ করেন মোটে ৭ রান। পাশাপাশি ফিল্ডিংয়ে দুরন্ত।

মনে করা হচ্ছিল, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের তুরুপের তাস হতে পারেন। কিন্তু বিধি বাম। এশিয়া কাপ (Asia Cup) চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। দেশে ফিরে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। তখন থেকেই আশঙ্কা ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন তো জাডেজা?

সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই দলে রাখা হয়নি বাঁহাতি অলরাউন্ডারকে। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, জাডেজার সেরে উঠতে সময় লাগবে। এখনই তাঁর মাঠে নামার সম্ভাবনা নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অংশ না হতে পেরে মন খারাপ জাডেজার। তবে তারকা ক্রিকেটারের পরিবার সূত্রে খবর, তিনি ভেঙে পড়েননি। বরং এখন থেকেই মাঠে ফেরার লক্ষ্যস্থির করে ফেলেছেন।

রাজকোট থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে জাডেজার দিদি নয়না বললেন, 'কে না দেশের হয়ে বিশ্বকাপ খেলতে চায়! জাড্ডুও (জাডেজার ডাকনাম) চেয়েছিল। তবে ওর সেরে উঠতে সময় লাগবে। মন খারাপ হলেও ও হাল ছাড়ছে না। দ্রুত মাঠে ফিরবে।'

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারার যন্ত্রণা ভুলতে ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করছেন জাডেজা। নয়না বলছিলেন, 'সামনের বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপকেই পাখির চোখ করছে জাড্ডু। তার আগে আইপিএল আছে। আশা করছি মাঠে নেমে দ্রুত ছন্দে ফিরবে।'

আরও পড়ুন: বিশ্বকাপের দলে নেই, অথচ দুই প্রস্তুতি সিরিজে খেলবেন শামি-চাহার!

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

IND vs AUS 4th Test: স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
New Year Weather: বর্ষবরণের রাতে জাঁকিয়ে ঠান্ডা? নতুন বছরে শীতের দাপট, বড় আপডেট আবহাওয়ার
বর্ষবরণের রাতে জাঁকিয়ে ঠান্ডা? নতুন বছরে শীতের দাপট, বড় আপডেট আবহাওয়ার
Ration News: এবার থেকে এই নিয়ম না মানলে পাওয়া যাবে না রেশন? নতুন নির্দেশ সরকারের
এবার থেকে এই নিয়ম না মানলে পাওয়া যাবে না রেশন? নতুন নির্দেশ সরকারের
RG Kar Case: রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
Advertisement
ABP Premium

ভিডিও

Manmohan Singh: প্রধানমন্ত্রী থাকাকালীনই উঠেছে দুর্নীতির অভিযোগ, বারবার পড়তে হয়েছে আক্রমণের মুখে | ABP Ananda LIVEManmohan Singh : অগাধ পাণ্ডিত্য় এবং ভদ্রতার এক মিশেল মনমোহন সিংহ | আক্রমণে বিদ্ধ হলেও, সীমা ছাড়াননিManmohan Singh: স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কোনও পরীক্ষায় দ্বিতীয় হননি! স্মরণে মনমোহনNandigram News: নন্দীগ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্য়ু । নেপথ্যে কাদের হাত ? কী অভিযোগ তৃণমূলের ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AUS 4th Test: স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
New Year Weather: বর্ষবরণের রাতে জাঁকিয়ে ঠান্ডা? নতুন বছরে শীতের দাপট, বড় আপডেট আবহাওয়ার
বর্ষবরণের রাতে জাঁকিয়ে ঠান্ডা? নতুন বছরে শীতের দাপট, বড় আপডেট আবহাওয়ার
Ration News: এবার থেকে এই নিয়ম না মানলে পাওয়া যাবে না রেশন? নতুন নির্দেশ সরকারের
এবার থেকে এই নিয়ম না মানলে পাওয়া যাবে না রেশন? নতুন নির্দেশ সরকারের
RG Kar Case: রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
West Bengal LIVE News: ফের পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী
ফের পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী
Suri News: স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
India vs Australia Live: মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে উঠে এলেও বদলাল না ভাগ্য, ফের ব্যাট হাতে ব্যর্থ রোহিত
মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে উঠে এলেও বদলাল না ভাগ্য, ফের ব্যাট হাতে ব্যর্থ রোহিত
Alipur Duar: পুরুলিয়ায় এখনও খোঁজ মেলেনি বাঘিনীর, এবার মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ
পুরুলিয়ায় এখনও খোঁজ মেলেনি বাঘিনীর, এবার মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ
Embed widget