Sports Highlights: অজ়িদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়, অনুশীলনে ফিরলেন গিল, এক নজরে খেলার সব খবর
Top Sports News: এক নজরে খেলার সারাদিনের সেরা খবরগুলি।
কলকাতা: অস্ট্রেলিয়াকে দাপটের সঙ্গে হারিয়ে বিশ্বকাপে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান ম্যাচের আগেই ভারতীয় অনুশীলনে ফিরলেন শুভমন গিল। এক নজরে খেলার সব খবর।
অস্ট্রেলিয়ার সবথেকে বড় হার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা (AUS vs SA)। ৩১২ রান তাড়া করতে নেমে মাত্র ১৭৭ রানেই অল আউট হয়ে গেল অজ়িরা। বিশ্বকাপে (ODI World Cup 2023) দক্ষিণ আফ্রিকার জয়ের ধারা অব্যাহত রইল। প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাডা (Kagiso Rabada) সবথেকে বেশি তিন উইকেট নেন, খরচ করেন ৩৩ রান। এটাই টুর্নামেন্টের ইতিহাসে অস্ট্রেলিয়ার সবথেকে বড় পরাজয়। দক্ষিণ আফ্রিকার হয়ে এদিনও শতরান হাঁকান নিজের শেষ বিশ্বকাপ খেলা কুইন্টন ডি'কক। তিনি ১০৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হন।
অনুশীলনে ফিরলেন গিল
অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি শুভমন গিল (Shubman Gill)। ডেঙ্গি আক্রান্ত শুভমনকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। তবে অবশেষে মাঠে ফিরলেন শুভমন। ভারতের তরুণ তুর্কি পাকিস্তান ম্যাচের (IND vs PAK) আগেই ব্যাট হাতে নেমে পড়লেন অনুশীলনে।
ভারতীয় দল (Indian Cricket Team) অজ়িদের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচের পর চেন্নাই ছেড়ে নয়াদিল্লি উড়ে গেলেও, গিল চেন্নাইয়েই টিম হোটেলে ছিলেন। শারীরিক দুর্বলতা থাকায় চেন্নাইয়েই তাঁর চিকিৎসা চলে। তবে চেন্নাই থেকে গতকাল, বুধবারই আমদাবাদে পৌঁছে গিয়েছিলেন শুভমন গিল। তিনি আজ, বৃহস্পতিবারই আমদাবাদে অনুশীলনে নেমে পড়লেন। এই আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। শনিবার, ১৪ অক্টোবর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ আয়োজিত হবে। সেই ম্যাচে অবশ্য গিলের খেলা নিয়ে এখনও যথেষ্ট সংশয় রয়েছে।
পিচ পরিদর্শনে দ্রাবিড়
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই বিশ্বকাপের (ODI World Cup 2023) সবথেকে প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (IND vs PAK)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ। ইতিমধ্যেই ভারত ও পাকিস্তান, দুই দলই ম্যাচের আগে আমদাবাদে পৌঁছে গিয়েছে। সেখানে পৌঁছেই সরাসরি স্টেডিয়ামে পৌঁছে গেলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাঝেই বিশ্বকাপের ব্রডকাস্টার স্টার স্পোর্টসের তরফে একটি ফুটেজ দেখানো হয়। উল্লেখিত সেই ফুটেজে রাহুল দ্রাবিড়কে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ পর্যবেক্ষণ করতে দেখা গেল। খবর অনুযায়ী আমদাবাদ নেমেই সরাসরি মাঠে পিচ দেখতে ছুটে যান ভারতীয় দলের কোচ। তিনি বেশ খানিকটা সময় পিচ প্রস্তুতকারকদের সঙ্গে কথাও বলেন বলে খবর। শনিবার, ১৪ অক্টোবর মহাদ্বৈরথে পিচেকর চরিত্র কেমন হতে চলেছে, সম্ভবত তাঁর পূর্বাভাস পেতেই পিচ প্রস্তুতকারকদের সঙ্গে কথা বলেন দ্রাবিড়।
বদলে গেল মোহনবাগান ম্যাচের ভেন্যু
২৪ অক্টোবর, বসুন্ধরা কিংগসের বিরুদ্ধে এএফসি কাপের (AFC Cup 2023) ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan Super Giant vs Bashundhara Kings)। সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হল ভুবনেশ্বরে। ওড়িশার রাজধানীর কলিঙ্গ স্টেডিয়ামেই ওপার বাংলার দলের মুখোমুখি হবে কলকাতা জায়ান্টরা। ভারতীয় সময় অনুযায়ী রাত ৯.৩০টায় শুরু হবে সেই ম্যাচ।
কলকাতার আরেক দল ইস্টবেঙ্গলের এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচও কলকাতা থেকে ভুবনেশ্বরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার সরল মোহনবাগান ম্যাচও। আর দিনকয়েকের অপেক্ষা। তারপরেই শুরু বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। পুজোর কারণেই যে সেই সময় কোনও ম্যাচে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব হবে না। সেই কারণেই সবুজ মেরুন ও লাল হলুদের ম্যাচ কলকাতা থেকে ভুবনেশ্বরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ডেঙ্গি আক্রান্ত তারকা ধারাভাষ্যকার
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শনিবারই আমদাবাদের নরেন্দ্র মোদি দুই চিরপ্রতিদন্দ্বী একে অপরের বিরুদ্ধে মাঠে নেমে পড়বে। বিশ্বকাপে (ODI World Cup 2023) মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। তবে সেই ম্যাচে তারকা ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে দেখা যাবে না। ডেঙ্গির কবলে পড়েছেন হর্ষ ভোগলে (Harsha Bhogle)।
'ভয়েস অফ ক্রিকেট' নামে পরিচিত হর্ষ ভোগলে নিজেই নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ তাঁর ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর জানান। তিনি জানান যে ডেঙ্গি কারণে তিনি অত্যন্ত দুর্বল এবং তাঁর ইমিউনিটিও অনেকটা কমে যাওয়ায় তিনি ভারত-পাকিস্তান ম্যাচে ধারাভাষ্য দিতে পারবেন না। তাঁর অনুপস্থিতিতে ব্রডকাস্ট কর্মী এবং তাঁর সহকর্মীরা ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয়ার্ধে বাড়তি দায়িত্ব নেওয়ায় তাঁদেরকেও ধন্যবাদ জানাতে ভোলেননি হর্ষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: জন্মদিনে খেলা প্রথম ম্যাচ, আফগানদের হারিয়ে সাজঘরে কেক কেটে সেলিব্রেট করলেন হার্দিক