এক্সপ্লোর

Sports Highlights: রঞ্জিতে চাপে বাংলা, পন্থে আস্থা ভারতীয় ম্যানেজমেন্টের, খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে

Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে।

কলকাতা: ঈশান পোড়েলদের দুরন্ত বোলিং সত্ত্বেও উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে প্রথম দিনের শেষে চাপে বাংলা। ঋষভ পন্থে আস্থা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এক নজরে খেলার দুনিয়ার সব খবর।

চাপে বাংলা

পিচে সবুজের আভা। সকালে স্যাঁতস্যাঁতে ভাব। বল স্যুইং করছে। লাফাচ্ছে। পেসারদের জন্য আদর্শ পরিস্থিতি। আর সেই পিচে উত্তরপ্রদেশকে ১৯৮ রানে অল আউট করে দিল বাংলা (Bengal vs UP)। অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwari) ম্যাচের আগের দিনই জানিয়েছিলেন যে, টস জিতলে প্রথমে ফিল্ডিং করবেন। চার পেসার খেলিয়ে পরীক্ষা নেবেন উত্তরপ্রদেশের। ভাগ্য বাংলার সঙ্গেই ছিল। টস জেতেন মনোজ। পরিকল্পনা মতো প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান। ৬৩.৫ ওভারে মাত্র ১৯৮ রানে শেষ হয়ে যায় উত্তরপ্রদেশ। ৫ উইকেট ঈশান পোড়েলের। ৩ উইকেট প্রীতম চক্রবর্তীর।

কিন্তু তার পরেও ঘরের মাঠে রঞ্জি ট্রফির প্রথম দিনের শেষে স্বস্তিতে নেই বাংলা। বরং বেশ কোণঠাসাই। কারণ, মাত্র ২৯ রানে ৪ উইকেট পড়ে গিয়েছে। উত্তরপ্রদেশের দুই পেসার অঙ্কিত রাজপুত ও শিবম মাভি রীতিমতো থরহরিকম্প ফেলে দেন বাংলা শিবিরে। ঘটনাচক্রে, দুজনই কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী। এবং ইডেন গার্ডেন্সকে (Eden Gardens) চেনেন হাতের তালুর মতো। তিন উইকেট নিয়েছেন শিবম। অঙ্কিতের ঝুলিতে এক উইকেট। ব্যাট হাতেও বাংলার বিরুদ্ধে সেরা ইনিংসটা খেললেন এক কেকেআর তারকাই। রিঙ্কু সিংহ। ৭৯ রান করলেন তিনি। প্রিয়ম গর্গ করেন ৫৩ রান।

পন্থে আস্থা

বুধবার, ১৪ ডিসেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল (India vs Bangladesh 1st Test)। রোহিত শর্মার অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করবেন কেএল রাহুল, সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন চেতেশ্বর পূজারা। প্রথম টেস্টের আগে ফের একবার চর্চায় ভারতের তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটিং ফর্ম। হালে খুব একটা রান পাননি পন্থ। তবে তা সত্ত্বেও পন্থের ব্যাটিং ধরনে বিন্দুমাত্র বদল ঘটাতে আগ্রহী নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের বোলিং কোচ পারস মামব্রে (Paras Mhambrey) বলেন, 'আমরা ঋষভের সঙ্গে আলাদাভাবে বিশেষ কিছু আলোচনা করছি না। ওর খেলার ধরনটাই তো এমন (আক্রমণাত্মক) এবং সেটা সকলেই জানে। সীমিত ওভারের ক্রিকেট হোক বা লাল বলের ক্রিকেট, ও সবসময় একরকমভাবেই নিজের প্রস্তুতি সারে এবং দলে ওর ভূমিকা সম্পর্কে সম্পূর্ণ অবগত। আমরা কখনই ওর খেলার ধরন নিয়ে আলোচনা করি না। দল ওর থেকে ঠিক কী চায়, তা ও জানে।'

নেতা নেমার

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে পরাজিত হয় ব্রাজিল। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে। নেমার (Neymar Jr) কোয়ার্টার ফাইনাল ম্যাচে গোল করে সেলেসাওয়ের হয়ে পেলের সর্বাধিক গোল করার কৃতিত্বে ভাগ বসান। তা সত্ত্বেও তাঁর দলকে খালি হাতেই বিশ্বকাপ থেকে ফিরতে হয়েছে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর নেমারের সঙ্গে তাঁর সতীর্থদের কথোপকথন প্রমাণ করে দেয় যে তিনি আর্মব্যান্ড না পরলেও প্রকৃত অর্থেই নেতা।

নেমার সদ্যই ক্রোয়েশিয়া ম্যাচের পর তাঁর সতীর্থদের সঙ্গে কথোপকথোনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ব্রাজিল দল সতীর্থদের সঙ্গে হারের পরে কথোপকথনের ছবি পোস্ট করার মাধ্যমে নেমারের দলরে একতার ছবিটাই তুলে ধরতে চেয়েছেন। নেমারের পোস্ট করা ছবিতে তাঁকে পেনাল্টি মিস করা মার্কুইনসকে (Marquinhos) বলতে দেখা যায়, 'একটা পেনাল্টি তোমার প্রতি আমার চিন্তাধারাকে বদলে দেবে না।' নেমারের জবাবে ব্রাজিল ডিফেন্ডার লেখেন, 'আমি সত্যিই চেয়েছিলাম দলটা যেন এবারের বিশ্বকাপ জেতে। সেখানে পেনাল্টি আমাদের বাঁধা হয়ে দাঁড়াল এটা ভাবতেও কষ্ট হচ্ছে। তবে কিছুই থেমে থাকে না। একটু সময়ের প্রয়োজন। তারপর দেখা যাক ফুটবল আমাদের জন্য কী নির্ধারিত করে রেখেছে।'

মার্কুইনস আরও বলেন, 'কেবল আমরাই জানি যে এখানে পৌঁছতে আমাদের কতটা কষ্ট করতে হয়েছে। ওখানে (কাতারে) আমরা কতটা খেটেছিলাম। সেই কারণেই এই হারে আরও বেশি করে কষ্ট হচ্ছে। এই হারের বোঝাটা অনেক ভারী। তবে ঈশ্বর যা করেন ভেবেচিন্তেই করেন। উনি আমার সঙ্গে এমনটা করেছেন, কারণ উনি জানেন আমি এই পরিস্থিতি সামলাতে সক্ষম।'

আইপিএল নিলামের তালিকা

আসন্ন ২৩ ডিসেম্বর কোচিতে আইপিএলের নিলাম (IPL Auction 2023) আয়োজিত হতে চলেছে বলে আগেই ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছিল। এবার নিলামে অংশগ্রহণকরী খেলোয়াড়দের নামও প্রকাশ করে দেওয়া হল। আজ মঙ্গলবার, ১৩ ডিসেম্বরই আইপিএলের তরফে টুর্নামেন্টের নিলামে অংশগ্রহণকারী মোট ৪০৫জন খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

লিগের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'কোচিতে ২৩ ডিসেম্বর আইপিএলের নিলামে অংশগ্রহণকারী ৪০৫জন খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করা হল। ৯৯১জন খেলোয়াড়ের তালিকা থেকে প্রাথমিকভাবে ১০টি দল মোট ৩৬৯জন খেলোয়াড়ের নাম বাছাই করে নিয়েছিল। তবে শেষ তালিকা তৈরি হওয়ার আগে আরও ৩৬ জন খেলোয়াড়ের নাম তালিকাভুক্ত করার জন্য দলগুলির তরফে অনুরোধ করা হয়। তাই মোট ৪০৫ খেলোয়াড়ের নাম নিলামে উঠতে চলেছে। এই ৪০৫ জনের মধ্যে ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। বিদেশিদের মধ্যে চারজন অ্যাসিসোয়েট দেশের খেলোয়াড়। মোট ১১৯ জন ক্যাপড (দেশের হয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলা) ও ২৮২ জন আনক্যাপড খেলোয়াড় রয়েছেন।'

আরও পড়ুন: দি মারিয়াকে পরিবর্ত হিসাবে নামানোর ভাবনা, আর্জেন্তিনার কাঁটা ক্রোয়েশিয়ার ত্রয়ী

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য
'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য
Mamata Banerjee Birthday: মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
OYO Hotel Booking: অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
Fixed Deposit: নতুন বছরে বড় উপহার দিল SBI এবং HDFC, ফিক্সড ডিপোজিটে এই গ্রাহকরা পাবেন বেশি সুদ
নতুন বছরে বড় উপহার দিল SBI এবং HDFC, ফিক্সড ডিপোজিটে এই গ্রাহকরা পাবেন বেশি সুদ
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh: জসিমউদ্দিন রহমানির সঙ্গে দেখা করার কথা ছিল আব্বাস আলির ? কী জানাচ্ছে অসম পুলিশের STF ? | ABP Ananda LIVESukanta Majumdar: 'রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী প্রশাসনকে দুর্নীতিতে জড়িয়ে ফেলেছেন', মুখ্যমন্ত্রীকে নিশানা সুকান্তর | ABP Ananda LIVERitwick Chakraborty: 'শিরায় শিরায় গর্ত' কটাক্ষ? দেব-ভক্তদের আঘাত করতে চাননি ঋত্বিক, RG করের বিচার নিয়ে হতাশ?Assam News: অসমের কোকরাঝাড়ে ঘাঁটি গেড়ে, বড়সড় কোনও ছক কষছিল আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিরা! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: 'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য
'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য
Mamata Banerjee Birthday: মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
OYO Hotel Booking: অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
Fixed Deposit: নতুন বছরে বড় উপহার দিল SBI এবং HDFC, ফিক্সড ডিপোজিটে এই গ্রাহকরা পাবেন বেশি সুদ
নতুন বছরে বড় উপহার দিল SBI এবং HDFC, ফিক্সড ডিপোজিটে এই গ্রাহকরা পাবেন বেশি সুদ
App Download Fraud:  অ্যাপস ডাউনলোডের মাঝেই জালিয়াতির ফাঁদ ! এই বিষয়গুলি জানেন তো ? 
অ্যাপস ডাউনলোডের মাঝেই জালিয়াতির ফাঁদ ! এই বিষয়গুলি জানেন তো ? 
ISRO Grows Crops in Space: মাত্র চারদিনে মহাকাশে শস্য ফলিয়ে নয়া মাইলফলক ছুঁল ISRO, সরাসরি আমেরিকা, চিনকে টেক্কা ভারতের
মাত্র চারদিনে মহাকাশে শস্য ফলিয়ে নয়া মাইলফলক ছুঁল ISRO, সরাসরি আমেরিকা, চিনকে টেক্কা ভারতের
BSNL Recharge: BSNL-এ দারুণ অফার, বিনামূল্যে এক মাস ৬০ জিবি অতিরিক্ত ডেটা
BSNL-এ দারুণ অফার, বিনামূল্যে এক মাস ৬০ জিবি অতিরিক্ত ডেটা
Malda TMC Leader Death: এখনও অধরা মালদাকাণ্ডে আরও ২ অভিযুক্ত, 'মাথার দাম' ঘোষণা পুলিশের
এখনও অধরা মালদাকাণ্ডে আরও ২ অভিযুক্ত, 'মাথার দাম' ঘোষণা পুলিশের
Embed widget