(Source: ECI/ABP News/ABP Majha)
Sports Highlights: কমনওয়েলথে পদকজয়ীদের সঙ্গে মোদির সাক্ষাৎ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সিন্ধু, খেলার দুনিয়ার সব খবর এক নজরে
Top Sports News: খেলার দুনিয়ায় শুনিবার সারাদিন কোথায় কী ঘটল?
কলকাতা: ব্যালন ডি'অর তালিকায় ১৬ বছর পর ৩০ জন মনোনীত খেলোয়াড়ের মধ্যে নাম নেই লিওনেল মেসির। নিখাত জারিনদের সঙ্গে নিজ বাসভবনে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে গোড়ালির চোটের জন্য ছিটকে গেলেন সিন্ধু। খেলার দুনিয়ায় শুনিবার সারাদিন কোথায় কী ঘটল?
ব্যালন ডি'অর তালিকায় নাম নেই মেসির
ব্যালন ডি'অরের জন্য ৩০ জন ফুটবলারের নাম ঘোষণা করা হয় ফ্রান্স ফুটবলের তরফে। সেই তালিকায় নাম নেই লিওনেল মেসির। ১৬ বছর আগে, ২০০৫ সালে কেরিয়ারের একবারে শুরুর দিকে মেসি শেষবার ৩০ জনের তালিকায় ছিলেন না। তারপর থেকে প্রতি বছর তিনি অন্তত ৩০ জনের তালিকায় ছিলেন (২০২০ সালে করোনার কারণে ব্যালন ডি'অর অনুষ্ঠিত হয়নি)। এই পুরস্কার জিতেছেনও সর্বাধিকবার। তবে নিজের সিনিয়র কেরিয়ার শুরু করার পর থেকে গত মরসুমেই প্রথমবার বার্সেলোনা নয়, বরং দলবদল করে প্যারিস সাঁ-জাঁর হয়ে মাঠে নামেন মেসি। ফরাসি লিগ জিতলেও, তাঁকে নিজের সেরা ফর্মে দেখা যায়নি। এর ফলেই তাঁর এ মরসুমে সেরা ফুটবলার হওয়া নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন ছিল। তবে একেবারে তালিকা থেকেই তিনি বাদ পড়ে যাবেন এমনটা হয়তো কেউই ভাবতে পারেননি।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেই সিন্ধু
কমনওয়েলথ গেমসে সদ্য ভারতকে মহিলাদের সিঙ্গলসে সোনা এনে দিয়েছেন পিভি সিন্ধু (PV Sindhu)। এটিই কমনওয়েলথ গেমসে দুই বারের অলিম্পিক্স পদকজয়ীর প্রথম সোনা। তার আগে সিঙ্গাপুর ওপেনও জেতেন সিন্ধু। টোকিওয় অনুষ্ঠিত হতে চলা আসন্ন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও, তাই তাঁর থেকে প্রচুর প্রত্যাশা ছিল। কিন্তু সে গুড়েবালি। একাধিক রিপোর্ট অনুযায়ী, বাঁ-দিকের গোড়ালিতে স্ট্রেস ফ্র্যাকচার হওয়ায় চ্যাম্পিয়নশিপে খেলতে নামতে পারবেন না ২৭ বছর বয়সি ভারতীয় শাটলার। খবর অনুযায়ী কমনওয়েলথ গেমসে সিঙ্গলস কোয়ার্টার ফাইনালেই এই চোট লাগে সিন্ধুর। তবে তিনি চোট অবজ্ঞা করেই গেমসে শুধু খেলা চালিয়েই যান না, স্বর্ণপদকও জেতেন। সিন্ধুর বাবা আরও জানান তাঁর মেয়ে চোট সারিয়ে সম্ভবত অক্টোবরের মাঝামাঝি সময়ে কোর্টে ফেরার চেষ্টা করবেন।
ফের চোট ওয়াশিংটনের
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন ওয়াশিংটন সুন্দর (Washinton Sundar)। সেখান থেকেই সরাসরি জিম্বাবোয়ে উড়ে যাওয়ার কথা ছিল তারকা অলরাউন্ডারের। তবে ১০ অগাস্ট (বুধবার) ল্যাঙ্কাশায়ারের হয়ে উরস্টারশায়ারের বিরুদ্ধে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে খেলাকালীনই কাঁধে চোট পান সুন্দর। সেই চোটের জেরেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। স্বাভাবিকভাবেই এর জেরে উদ্বেগ বাড়ছে ভারতীয় দলের। মনে করা হচ্ছে এই চোটের জেরে আসন্ন জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে যেতে পারেন তারকা অলরাউন্ডার।
পূজারার ঝোড়ো শতরান
শুক্রবার বার্মিংহামের এজবাস্টনে ক্রুণাল পাণ্ড্যদের (Krunal Pandya) ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে মাঠে নেমেছিল পূজারার সাসেক্স। সেই ম্যাচেই দলের অধিনায়ক পূজারা এক অনবদ্য ইনিংস খেলেন। প্রথমে ব্যাট করতে নেমে ওয়ারউইকশায়ার ছয় উইকেটের বিনিময়ে ৩১০ করে। যদিও ক্রুণাল পাণ্ড্য মাত্র দুই বল খেলেই শূন্য রানে সাজঘরে ফেরেন। জবাবে ব্যাট করতে নেমে সাসেক্স শুরুটা খারাপ করেনি। ১১২ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর পূজারা চার নম্বরে ব্যাট করতে নামেন। সেখানে নেমেই ব্যাটে ঝড় তোলেন ভারতীয় তারকা। সাত চার ও দুইটি ছক্কার সাহায্যে শতরানের ইনিংসটি খেলেন পূজারা। এমনকী 'টেস্ট বিশেষজ্ঞ' এক ওভারের ২২ রানও তোলেন। ক্রুণাল ব্যাট হাতে ব্যর্থ হলেও, বল হাতে ১০ ওভারে ৫১ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন।
মনবাসনা পূর্ণ জারিনের
তৃতীয় ভারতীয় বক্সার হিসাবে কমনওয়েলথ গেসমে (CWG 2022) সোনা জিতে নিয়েছিলেন নিখাত জারিন (Nikhat Zareen)। এই 'সোনার' মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাও জানিয়েছিলেন মোদি। পদক জয়ের পরই জারিনও জানিয়েছিলেন যে, বক্সিং গ্লাভসে প্রধানমন্ত্রীর স্বাক্ষর নিতে আগ্রহী তিনি। শনিবার (১৩ অগাস্ট) সেই সুযোগ পেয়ে গেলেন জারিন। এই দিনই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে পদকজয়ীদের সঙ্গে কথা সাক্ষাৎ করে, তাঁদের সঙ্গে কথা বলেন। সেই অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন জারিনও। প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে নিজের মনবাসনা পূর্ণ করে ফেললেন ভারতকে বার্মিংহামে গর্বিত করা জারিন।
আরও পড়ুন: কামিন্সের চ্যালেঞ্জের জবাবে পারথে শতরান হাঁকিয়ে বিখ্যাত সেলিব্রেশন কোহলির