Sports Highlights: এশিয়া কাপ নিয়ে কী বললেন সৌরভ? উৎসবে মাতোয়ারা ক্রীড়াদুনিয়া, খেলার দুনিয়া এক ঝলকে
Top Sports News: খেলার দুনিয়ায় সোমবার সারাদিন কোথায় কী ঘটল?
কলকাতা: স্বাধীনতা দিবসের উৎসবে মাতোয়ারা গোটা দেশ। পিছিয়ে নেই ক্রীড়াব্যক্তিত্বরাও। চাকিং বিতর্কে পাক পেসার। কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)? খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
মাস্টারের শুভেচ্ছা
সোমবার, ১৫ অগাস্ট। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ। দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল বিশেষ এই দিনটি। পিছিয়ে নেই তারকারাও। স্বাধীনতা দিবসের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। নিজের বাড়ির ছাদে পতাকা উত্তোলন করেন সচিন। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা'।
হারারের উৎসব
জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তিনটি ম্যাচই হবে হারারেতে। সেখানেই শিবির হয়েছে টিম ইন্ডিয়ার।
সোমবার, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা গোটা দেশ। স্বাধীনতা দিবস উদযাপিত হল দেশজুড়ে। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলও বিশেষ এই দিনটি পালন করলেন নিজেদের মতো করেই। হারারেতে জাতীয় পতাকা উত্তোলিত হল। জাতীয় সঙ্গীত গাইলেন কে এল রাহুল, শিখর ধবন, ভি ভি এস লক্ষ্মণরা।
পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সোমবার বিকেলে ছবি পোস্ট করা মাত্র তা ভাইরাল হয়ে যায়।
বিদেশিদের বার্তা
বিশেষ এই দিনে শুভেচ্ছা জানালেন এমন কয়েকজন, যাঁরা মাঠে ভারতের প্রতিপক্ষ।
জস বাটলার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, কাগিসো রাবাডা, এ বি ডিভিলিয়ার্স, ফাফ ডুপ্লেসিরা ভারতকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। বেয়ারস্টো বলেছেন, 'ভারতের মাটিতে খেলা মানেই স্টেডিয়ামে দুর্দান্ত আবহ। গ্যালারির কানে তালা লেগে যাওয়া গর্জন।' এ বি ডিভিলিয়ার্স বলেছেন, '৭৫ বছরে অনেক কিছু অর্জন করেছেন ভারতীয়রা। আরও অনেক কিছু অপেক্ষা করে রয়েছে।' রাবাডার কথায়, 'আমি কোনওদিন ভাবিনি দেশের বাইরে অন্য কোথাও এত ভালবাসা পাব।' সকলেই ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সকলের বক্তব্য নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে একটি অনলাইন গেমিং অ্যাপ। যা ভাইরাল হয়েছে।
রোহিতের পোস্ট
স্বাধীনতা দিবসের উৎসবে মাতোয়ারা গোটা দেশ। আর ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন রোহিত শর্মা (Rohit Sharma)।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ট্যুইট করেছেন, 'দেশের প্রতিনিধিত্ব করাই আমার কাছে সবচেয়ে সম্মানের। আমি সৌভাগ্যবান ও কৃতজ্ঞ। কোনও অনুশোচনা নেই'।
চাকিংয়ের অভিযোগ
ফের চাকিংয়ের অভিযোগে বিদ্ধ পাকিস্তানের এক পেসার! তবে সরাসরি নয়, ইঙ্গিতে করা হল অভিযোগ। কীভাবে?
দ্য হান্ড্রেডের ম্যাচে সাদার্ন ব্রেভ এবং ওভাল ইনভিন্সিবলস মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করে সাদার্ন ব্রেভ। ২৭ বলে ৩৭ রান করে হাসনাইনের বলে মিড অফে উইল জ্যাকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্কাস স্টোইনিস।
বিতর্কের সূত্রপাত এরপরই। মাঠ ছাড়ার সময় হাতের ইশারায় স্টোইনিস দেখাচ্ছিলেন, বল ছুড়েছেন হাসনাইন। অর্থাৎ তাঁর কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি ভেঙেছে। স্টোইনিসের ভিডিও ভাইরাল হতে হইচই পড়ে গিয়েছে। পাকিস্তান এবং হাসনাইনের সমর্থকরা তো বটেই, নিরপেক্ষ সমর্থকদের বড় একটি অংশ স্টোইনিসের এমন আচরণের কড়া সমালোচনা করেছেন।
শোনা যাচ্ছে, এই ঘটনায় স্টোইনিসকেই নাকি শাস্তিও দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেকর দাবি, হাসনাইনের অ্যাকশন নিয়ে এ ভাবে প্রশ্ন তোলায়, শৃঙ্খলা ভঙ্গের কারণে স্টোইনিসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
পাকিস্তানের মহম্মদ হাসনাইনের বিরুদ্ধে এর আগেও বল ছোড়ার অভিযোগ উঠেছিল। ম্যাচটি শেষ পর্যন্ত ৭ উইকেটে হেরে যায় সাদার্ন।
জ্যাকসের কামাল
দ্য হান্ড্রেডের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করার নজির গড়েছিলেন উইল স্মিড। এবার তাঁকে টপকে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়লেন উইল জ্যাকস (Will Jacks)। ২৩ বছর বয়সী ব্রিটিশ তারকা কার্যত একার হাতে ম্যাচ জেতালেন ওভাল ইনভিন্সিবলসকে।