এক্সপ্লোর

Sports Highlights: তুরুপের তাস অশ্বিন! ইডেনে ভাজ্জিদের জয়, খেলার দুনিয়ার সব খবরের ঝলক

Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।

কলকাতা: বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন আর অশ্বিন। ইডেনে জয়ী হরভজন সিংহরা। ভারতীয় ফুটবল দলে নেই বাংলার কেউ। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।

অশ্বিনে আস্থা

একটা সময় মনে করা হতো, তিনি টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে মানানসই নন। তবে সব ধারণা ভেঙে দিয়েছেন আর অশ্বিন (R Ashwin)। তামিলনাড়ুর অফস্পিনার জায়গা করে নিয়েছিলেন এশিয়া কাপের দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup) দলে রয়েছেন । মুথাইয়া মুরলীধরন, ড্যানিয়েল ভেত্তোরিদের মতো প্রাক্তন তারকারা মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তুরুপের তাস হতে পারেন অশ্বিন।

জয়ী ভাজ্জিরা

শুরু হচ্ছে লেজেন্ডস লিগ ক্রিকেট। ১৭ সেপ্টেম্বর প্রথম ম্যাচে ইডেনে মুখোমুখি গুজরাত জায়ান্টস ও ইন্ডিয়া ক্যাপিটালস। তার আগে শুক্রবার একটি প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া মহারাজা ও ওয়ার্ল্ড জায়ান্টস। বীরেন্দ্র সহবাগ-হরভজন সিংহদের দল ৬ উইকেটে হারিয়ে দিল জাক কালিসের ওয়ার্ল্ড জায়ান্টসকে। এই ম্যাচে ফের এক ফ্রেমে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায় ও রবি শাস্ত্রীকে। যাঁদের খুব একটা সুসম্পর্ক আছে বলে শোনা যায় না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও হাজির ছিলেন দুজনে।

ব্রাত্য বাংলা

জাতীয় ফুটবল দলে (Indian Football Team) একটা সময় ছিল বাঙালিদের রমরমা। কিন্তু ভিয়েতনাম সফরের জন্য নির্বাচিত ভারতীয় দলে সুযোগ পেলেন না বাংলার কোনও ফুটবলার!

ভিয়েতনামে দু’টি প্রদর্শনী ম্যাচ খেলার কথা ভারতের। তার জন্যই শুক্রবার দল ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। ২৪ সদস্যের প্রাথমিক দল বেছে নিয়েছেন তিনি। যে দল আগামী ২০ সেপ্টেম্বর ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে। তবে সেই দলে সুযোগ মেলেনি বাংলার কারও। প্রীতম কোটাল, শুভাশিস বসুরা এই দলে সুযোগ পাননি। রহিম আলি চোটের কারণে বাদ পড়েছেন।

আগামী ২৪ এবং ২৭ নভেম্বর সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে ভারতের দু’টি ম্যাচ খেলার কথা রয়েছে। ফিফার নির্বাসনের কারণে এক সময় ভিয়েতনাম সফর নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল। সফর বাতিল হতে বসেছিল। তবে নির্বাসন উঠে যাওয়ায় সেই সফরে আর সমস্যা নেই। শুক্রবার সেই সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল।

রানার আক্ষেপ

সাল ২০২১। জাতীয় দলে ডাক পেলেন তিনি। ভারতের হয়ে খেললেন একটি মাত্র ওয়ান ডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ। তারপর আর সুযোগ পাননি নীতিশ রানা (Nitish Rana)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষিত হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষিত হয়েছে। সেই সঙ্গে শুক্রবার বেছে নেওয়া হয়েছে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় এ দল। কোনও দলেই সুযোগ পাননি নীতিশ। সেই হতাশা যেন তিনি উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা দিল্লির বাঁহাতি ব্যাটার ইঙ্গিতপূর্ণভাবে ট্যুইট করেন, 'ধৈর্যই আসল ক্ষমতা। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে'।

জাডেজা ফ্যাক্টর

হাঁটুর অস্ত্রোপচারের জন্য তিনি বিশ্বকাপের বাইরে। বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তারকা অলরাউন্ডারকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) অনুপস্থিতি ভারতের কাছে সমস্যার হবে বলে মনে করেন বেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। তাঁর মতে, জাডেজা থাকলে সুবিধা পেত ভারত।

লেজেন্ডস লিগ ক্রিকেটে গুজরাত জায়ান্টস দলের কোচ প্রসাদ। আপাতত তিনি কলকাতায়। প্রসাদ বলেছেন, 'ভারতীয় দল বেশ ভারসাম্য যুক্ত। খুব ভাল দল। এক ঝাঁক দুর্দান্ত ব্যাটার ও অলরাউন্ডার রয়েছে। তবে জাডেজার অভাব অনুভূত হবে। ও থাকলে দল আরও শক্তিশালী হতো।' প্রসাদ যোগ করছেন, 'ভারতের বোলিং খুব ভাল। অনেক বৈচিত্র রয়েছে। বাঁহাতি পেসার অর্শদীপ সিংহকে দলে নিয়েছে। পাশাপাশি অভিজ্ঞ যশপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমার রয়েছে। তবে শামি থাকলে ভাল হতো।'

সুপার সাব

লেজেন্ডস লিগ ক্রিকেটে ফিরছে সুপার-সাব। শুক্রবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) একটি বেনিফিট ম্যাচে মুখোমুখি ইন্ডিয়া মহারাজাস ও টিম ওয়ার্ল্ড জায়ান্টস। সেই ম্যাচেও থাকছে সুপার সাব নিয়ম।

আর এই নিয়মের হয়ে জোরাল সওয়াল করলেন রবি শাস্ত্রী। লেজেন্ডস লিগ ক্রিকেটে ম্যাচ কমিশনারের দায়িত্বে রয়েছেন শাস্ত্রী। তিনি বলেছেন, 'খেলাটার প্রত্যেক মুহূর্তে বিবর্তন হচ্ছে। কে বলতে পারে আন্তর্জাতিক পর্যায়ে শীঘ্রই এই নিয়ম ফের চালু হবে না! আর আইপিএল, বিগ ব্যাশ লিগের মতো টুর্নামেন্ট হচ্ছে এই নিয়ম পরীক্ষামূলকভাবে দেখার মঞ্চ।'

মাঠে ফিরছেন ২ তারা

চোট-আঘাতে জর্জরিত ছিলেন দু'জনই। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে (Syed Mushtaq Ali Trophy) বাইশ গজে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন ওয়াশিংটন সুন্দর ( Washington Sundar) ও টি নটরাজন (T Natarajan), দুই তারকাই।

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য তামিলনাড়ুর দল ঘোষণা করা হয়েছে। বিজয় শঙ্করের পরিবর্তে অধিনায়ক করা হয়েছে বাবা অপরাজিতকে। সেই সঙ্গে দলে ফেরানো হয়েছে ফিট হয়ে ওঠা ওয়াশিংটন সুন্দরকে। তাঁকে দলের সহ অধিনায়ক করা হয়েছে।

গুজরাত টাইটান্সের হয়ে আইপিএলে খেলেছিলেন বিজয় । কিন্তু তিনি কাঁধে চোট পান । তাঁর অস্ত্রোপচারও হয় । এখনও ফিট হননি বিজয় । ২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরে নজর কেড়েছিলেন টি নটরাজন । কিন্তু তারপর থেকেই হাঁটুর চোটে ভুগছেন । তবে তিনিও সৈয়দ মুস্তাক আলি ট্রফির তামিলনাড়ু দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন । খেতাব রক্ষার লড়াইয়ে নামা তামিলনাড়ুর বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন নটরাজনই । ২০২২ সালের আইপিএলের পর থেকে আর কোনও ম্যাচ খেলেননি নটরাজন। মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন পেসার।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Bangladeshi Arrest: চোরাপথে ভারতে প্রবেশ করেও হল না শেষরক্ষা, আটক বাংলাদেশের ৬ নাগরিক
চোরাপথে ভারতে প্রবেশ করেও হল না শেষরক্ষা, আটক বাংলাদেশের ৬ নাগরিক
Nadia News : স্বামী জীবিত, অথচ ২ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন শান্তিপুরের বাসিন্দা
স্বামী জীবিত, অথচ ২ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন শান্তিপুরের বাসিন্দা
Malda News: সীমান্তে ফেন্সিং দেওয়া নিয়ে ধুন্ধুমার, কেন আপত্তি বাংলাদেশের?
সীমান্তে ফেন্সিং দেওয়া নিয়ে ধুন্ধুমার, কেন আপত্তি বাংলাদেশের?
Manik Bhattacharya : জেলে থাকার সময়কার  চিকিৎসার খরচ বিধানসভা দেবে কেন?  প্রশ্নের মুখে মানিক ভট্টাচার্য
জেলে থাকার সময়কার চিকিৎসার খরচ বিধানসভা দেবে কেন? প্রশ্নের মুখে মানিক ভট্টাচার্য
Advertisement
ABP Premium

ভিডিও

Tiger Fear : অবশেষে বনে ফিরল বাঘ? নদীর পাড়ে মিলেছে পায়ের ছাপ। কী জানাচ্ছে বন দফতর?Bangladesh News : সীমান্তে বাংলাদেশের উস্কানি, সুযোগ বুঝে সক্রিয় জাল নোটের কারবার!Bangladesh : সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যেই ফের অনুপ্রবেশ।কোচবিহারের মেখলিগঞ্জে আটক ৬ বাংলাদেশিBangladesh : অনুপ্রবেশকারী জঙ্গিদের ভারতীয় পরিচয়পত্র বানানোর নির্দেশ দিয়েছিল তারিকুল! বিস্ফোরক তথ্য!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bangladeshi Arrest: চোরাপথে ভারতে প্রবেশ করেও হল না শেষরক্ষা, আটক বাংলাদেশের ৬ নাগরিক
চোরাপথে ভারতে প্রবেশ করেও হল না শেষরক্ষা, আটক বাংলাদেশের ৬ নাগরিক
Nadia News : স্বামী জীবিত, অথচ ২ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন শান্তিপুরের বাসিন্দা
স্বামী জীবিত, অথচ ২ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন শান্তিপুরের বাসিন্দা
Malda News: সীমান্তে ফেন্সিং দেওয়া নিয়ে ধুন্ধুমার, কেন আপত্তি বাংলাদেশের?
সীমান্তে ফেন্সিং দেওয়া নিয়ে ধুন্ধুমার, কেন আপত্তি বাংলাদেশের?
Manik Bhattacharya : জেলে থাকার সময়কার  চিকিৎসার খরচ বিধানসভা দেবে কেন?  প্রশ্নের মুখে মানিক ভট্টাচার্য
জেলে থাকার সময়কার চিকিৎসার খরচ বিধানসভা দেবে কেন? প্রশ্নের মুখে মানিক ভট্টাচার্য
Earthquake News: ভূমিকম্প হলে কলকাতার কোন কোন এলাকা বিধ্বংসী আকার ধারণ করবে ? চাঞ্চল্যকর দাবি গবেষণায়
ভূমিকম্প হলে কলকাতার কোন কোন এলাকা বিধ্বংসী আকার ধারণ করবে ? চাঞ্চল্যকর দাবি গবেষণায়
West Bengal News Live: কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা
কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা
Pranab Mukherjee Memorial: প্রণবের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্র, 'চাইতে নেই, অর্জন করতে হয়', মনমোহন-পর্ব নিয়ে কংগ্রেসকে বিঁধলেন কন্যা
প্রণবের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্র, 'চাইতে নেই, অর্জন করতে হয়', মনমোহন-পর্ব নিয়ে কংগ্রেসকে বিঁধলেন কন্যা
Cyber Fraud : সাবধান ! এই ১৪ উপায়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা 
সাবধান ! এই ১৪ উপায়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা 
Embed widget