এক্সপ্লোর

Sports Highlights: সৌরভের হয়ে সওয়াল মমতার, ব্রাজিলের কাছে ৫ গোলে হার ভারতের, খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে

Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।

কলকাতা: আইসিসি (ICC) চেয়ারম্যান পদে ভারত থেকে পাঠানো উচিত সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। প্রধানমন্ত্রীর কাছে আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ব্রাজিলের কাছে ৫ গোল খেল ভারত। সঙ্গে খেলার দুনিয়ার সব খবরের ঝলক।

মমতার আবেদন

উত্তরবঙ্গ যাওয়ার পথে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'দেশবাসী তথা পুরো বিশ্বের ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে বলছি, সৌরভ আমাদের গৌরব। মাঠে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে, প্রশাসনও চালিয়েছে। বিসিসিআই সভাপতি ছিল। আদালত একটা নির্দেশ দিয়েছিল যাতে ওঁকে তিন বছরের মেয়াদ দেওয়া হয়। পাশাপাশি অমিত শাহের পুত্র জয় শাহ-কেও ৩ বছরের মেয়াদ দেওয়া হয়। কিন্তু কেন জানি না, অমিত শাহের ছেলে রয়ে গেলেন, তা হলে সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে?'

এতেই শেষ নয়। মমতার সংযোজন, 'আমি এখনও মনে করি, ওঁকে যে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে এটার একমাত্র ক্ষতিপূরণ হতে পারে আইসিসি। ভারত থেকে মাত্র ১-২ জন আইসিসি-তে যাওয়ার যোগ্য। আমি প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করব, সৌরভকে আইসিসি-র ভোটে লড়তে দেওয়া হোক। ওঁর সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। কেন বঞ্চনার শিকার সৌরভ?' ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে উচ্ছ্বসিত কথাও শোনা যায় তাঁর মুখে। বলেন, 'সকলে ওঁকে চেনে, গোটা পৃথিবী ওঁর কথা জানে। আমরা ওঁকে নিয়ে গর্বিত। শুধু বাংলা নয়। উনি পুরো দেশ তথা পৃথিবীর অহংকার।' তৃণমূলনেত্রীর বক্তব্য, 'সরকারকে অনুরোধ, রাজনীতি করবেন না। প্রতিহিংসাপরায়ণ হবেন না। উনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন। ক্রিকেট, খেলাধুলোর কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিন।'

আক্রমণ শুভেন্দুর

সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, 'উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরে ঘোরানোর কথা বলেন, প্রধানমন্ত্রীকে বলেন কিম্ভূত, কিমাকার, প্রধানমন্ত্রী তাঁর কথা কেন শুনতে যাবেন? আর প্রধানমন্ত্রী কোনও খেলাধুলোর ব্যাপারে নাক গলান না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কুম্ভীরাশ্রু ফেলার কোনও দরকার নেই। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন শাহরুখ খানকে। আপনার যদি সত্যিই সৌরভ গঙ্গোপাধ্যায়কে মর্যাদা দেওয়ার ইচ্ছে থাকত আপনি অনেক আগেই তাঁকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতেন।'

প্রস্তুতি ম্যাচে জয়

যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) চোট পেয়ে ছিটকে না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) তাঁর খেলাই হতো না। সেই মহম্মদ শামি (Moahmmed Shami) অস্ট্রেলিয়ায় আগুন ঝরাতে শুরু করলেন।

সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দেয় ভারত। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৮৬/৭। জবাবে ব্যাট করতে নেমে ১৮০ রানে শেষ হয়ে যায় গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শামি মাত্র এক ওভার বল করেন। ৬ বলেই তিনি তুলে নেন তিন উইকেট। তাঁর শিকার জশ ইংলিস, প্যাট কামিন্স ও কেন রিচার্ডসন। সেই ওভারে একটি রান আউটও হয়। সব মিলিয়ে ওই ওভারে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওঠে মাত্র ৪ রান।

সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাওয়ার প্লে'তে বিনা উইকেটে ৬৯ রান তোলে ভারত। কিন্তু সেই বিধ্বংসী শুরুর ফায়দা তুলতে পারেনি ভারতের লোয়ার-মিডল অর্ডার। ২০ ওভারে ১৮৬ রানের বেশি তুলতে পারেনি টিম ইন্ডিয়া। ম্যাচের পরে রোহিত শর্মা বলেন, ‘আমরা ভালো ব্যাট করেছি। কিন্তু শেষের দিকে আমরাও ১০-১৫ রান যোগ করতে পারতাম। আমরা সবসময় চাই যে, ক্রিজে জমে যাওয়া কোনও ব্যাটার শেষ পর্যন্ত থাকুক। যা কিছুটা করেছে সূর্য (সূর্যকুমার যাদব)।’

ভারতের হয়ে ব্যাট হাতে সফল কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। দুজনই হাফসেঞ্চুরি করেন।

রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভাল হয়েছিল। কিন্তু শেষ পাঁচ ওভারে ৩৬ রানে আট উইকেট খুইয়ে ফেলেন অজিরা। বিশেষত ১৮তম ওভারের শেষেও চালকের আসনে ছিলেন অ্যারন ফিঞ্চরা। ১২ বলে ১৬ রান দরকার ছিল। হাতে ছিল পাঁচ উইকেট। কিন্তু সেখান থেকে ম্যাচ হেরে যায় অস্ট্রেলিয়া।

ভারতের লজ্জার হার

সেমিফাইনালে যাওয়ার কোনও আশা ছিল না। প্রথম দুই ম্যাচ হারের পরেই যাবতীয় স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তবু শেষ ম্যাচে ভারতের মেয়েরা চেয়েছিল গোল করে অন্তত নিজেদের মান রক্ষা করতে। কিন্তু সাম্বা ঝড়ে ভারত ৫ গোলের মালা পরে মাঠ ছাড়ল। মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ভারতকে ৫-০ গোলে বিধ্বস্ত করল বিশ্ব ফুটবলের মহাশক্তিধর দেশ ব্রাজিল (Ind vs Brazil)।

ভারতের স্বপ্ন অধরাই থাকল। গ্রুপ লিগের কোনও ম্যাচেই গোল করতে পারল না তারা। বরং সব ম্যাচের গোলের মালা পরে মাঠে ছাড়ল। ব্রজিলের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচেও ৫ গোলের মালা ঝুলিয়ে মাঠ ছাড়লেন ভারতের মেয়েরা। খালি হাতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ শেষ করল ভারত। তিনটি ম্যাচে মোট ১৬ গোল হজম করতে হল ভারতকে। একরাশ হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করল টিম ইন্ডিয়া।                 

সৌরভের খুদে ভক্ত

সাতসকালে মুম্বই বিমানবন্দরে হাজির খুদে। পরনে লাল টি-শার্ট, কালো ট্রাউজার্স, স্নিকার্স। মাথায় লাল পাগড়ি।

কিন্তু চমক বলতে, খুদের হাতে ধরা প্ল্যাকার্ড। যাতে লেখা, 'উই লাভ ইউ দাদা আঙ্কল। ইউ আর দ্য বেস্টেস্ট'।

বাংলা করলে দাঁড়ায়, আমরা তোমাকে ভালবাসি দাদা আঙ্কল, তুমিই সেরা।

মঙ্গলবার আরব সাগরের তীরে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। যে সভায় বোর্ডের নতুন পদাধিকারীদের বেছে নেওয়া হবে। তবে নির্বাচন হচ্ছে না। আগেই নির্ধারিত হয়ে গিয়েছে যে, সৌরভকে সরিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবেন রজার বিনি। সচিব হিসাবে থেকে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ। রাজীব শুক্ল সহ সভাপতি থাকছেন। কোষাধ্যক্ষ হচ্ছেন আশিস সেলার। যুগ্মসচিব হচ্ছেন দেবজিৎ সাইকিয়া।

বোর্ডের এজিএমে যোগ দিতে মুম্বই পৌঁছে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে সৌরভকে দেখতে হাজির হয়ে গিয়েছিল খুদে ভক্ত। হাতে প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল বিমানবন্দরে।

খুদের স্বপ্নপূরণ হয়েছে। সৌরভের সঙ্গে তাঁর খুদে ভক্তের দেখা হয়েছে, জানা গেল সৌরভের অফিস থেকে। তার হাতের প্ল্যাকার্ডে লেখা পড়ে মজা পেয়েছেন সৌরভও।

                                                                                                

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

One Nation One Election: এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
Sujay Krishna Bhadra: এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন
এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন
Aadhaar Card:  বাড়ি থেকে আধার কার্ডের ছবি বদলাতে পারবেন ? কী রয়েছে নিয়ম 
বাড়ি থেকে আধার কার্ডের ছবি বদলাতে পারবেন ? কী রয়েছে নিয়ম 
One Nation One Election : 'এক দেশ এক ভোট'-এর পক্ষে ও বিরোধিতায় কতগুলি দল ? প্রধানমন্ত্রীর পরামর্শে যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে বিল ?
'এক দেশ এক ভোট'-এর পক্ষে ও বিরোধিতায় কতগুলি দল ? প্রধানমন্ত্রীর পরামর্শে যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে বিল ?
Advertisement
ABP Premium

ভিডিও

Firhad Hakim : সংখ্যালঘু বিতর্কে বাবার পাশে ফিরহাদ কন্যা, 'উর্দুতে বলা বক্তব্যের ভুল বাংলা অনুবাদ' !Recruitment Scam:৫বার কোর্টে গরহাজির,কী অবস্থা সুজয়কৃষ্ণের?কেন্দ্রীয় সরকারের হাসপাতালে কাকুর 'টেস্ট'Kolkata News: হামলার ২ দিন পার, এখনও অধরা বিধাননগরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরMamata Banerjee Live: 'আমরা ভিক্ষা চাই না, ন্যায্য অধিকার চাই' , বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
One Nation One Election: এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
Sujay Krishna Bhadra: এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন
এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন
Aadhaar Card:  বাড়ি থেকে আধার কার্ডের ছবি বদলাতে পারবেন ? কী রয়েছে নিয়ম 
বাড়ি থেকে আধার কার্ডের ছবি বদলাতে পারবেন ? কী রয়েছে নিয়ম 
One Nation One Election : 'এক দেশ এক ভোট'-এর পক্ষে ও বিরোধিতায় কতগুলি দল ? প্রধানমন্ত্রীর পরামর্শে যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে বিল ?
'এক দেশ এক ভোট'-এর পক্ষে ও বিরোধিতায় কতগুলি দল ? প্রধানমন্ত্রীর পরামর্শে যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে বিল ?
SBI Scam Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের এই ভিডিয়ো দেখে বিনিয়োগ করছেন ? সতর্ক করল SBI
সাবধান ! স্টেট ব্যাঙ্কের এই ভিডিয়ো দেখে বিনিয়োগ করছেন ? সতর্ক করল SBI
India vs Australia Live: দাঁতে দাঁত চেপে লড়াই আকাশ-বুমরার, ফলো অন বাঁচাল ভারত, ম্যাচের লাইভ আপডেট
দাঁতে দাঁত চেপে লড়াই আকাশ-বুমরার, ফলো অন বাঁচাল ভারত, ম্যাচের লাইভ আপডেট
RG Kar Case: ধর্মতলায় ডাক্তারদের ধর্নায় 'না', কেন অনুমতি দিল না কলকাতা পুলিশ ? কাল হাইকোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন
ধর্মতলায় ডাক্তারদের ধর্নায় 'না', কেন অনুমতি দিল না কলকাতা পুলিশ ? কাল হাইকোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন
Stock Market Crash : বড় ধস বাজারে !  সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্টের বেশি, নিফটি ২৪,৪০০ পয়েন্টে নীচে, কী কারণ ?
বড় ধস বাজারে ! সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্টের বেশি, নিফটি ২৪,৪০০ পয়েন্টে নীচে, কী কারণ ?
Embed widget