Sports Highlights: প্রস্তুতি শুরু রোহিতদের, ফাইনালের আম্পায়ারের নাম ঘোষণা, দেখে নিন দিনের সেরা খেলার খবর এক ঝলকে
Today Sports Highlights: বৃহস্পতিবার খেলার সেরা খবরগুলো এক ঝলকে --
কলকাতা: বিশ্বকাপের ফাইনাল খেলতে আমদাবাদে পৌঁছে প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। ফাইনালের জন্য আমদাবাদে হোটেল ভাড়া ছাড়াল ১ লাখ, বিমানের ভাড়াও আকাশছোঁয়া। রবিবারের ম্যাচের আম্পায়ারের নাম ঘোষণা। এক ঝলকে দিনের সেরা খেলার খবরের এক ঝলক -
আমদাবাদে প্রস্তুতি শুরু রোহিতদের
বিশ্বকাপের ফাইনাল খেলতে আমদাবাদে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আর পৌঁছেই শুক্রবার অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘক্ষণ পিচের সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায় হিটম্য়ানকে। এদিন যদিও ঐচ্ছিক অনুশীলন ছিল টিম ইন্ডিয়ার। তবে রোহিতের পাশাপাশি জাডেজা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদবদের অনুশীলনে দেখা যায়। নেটে দীর্ঘক্ষণ ব্যাটিংও করেন ভারত অধিনায়ক।
ফাইনালের জন্য হোটেল ভাড়া লাখ ছাড়াল
বিশ্বকাপের ফাইনালের প্রাক্কালে আমদাবাদের প্রখ্যাত ফাইভ স্টার হোটেলগুলিতে থাকতে হলে গুণতে হবে লক্ষাধিক টাকা ! গুজরাতের স্থানীয় সংবাদসংস্থা ও জাতীয় সংবাদসংস্থাগুলির দেওয়া তথ্য জানাচ্ছে যে তথ্য। সাধারণ হোটেলে থাকার জন্যও ১০ হাজার টাকার বেশি খরচ করতে হচ্ছে বলেই খবর। পাশাপাশি একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে আমদাবাদ শহরের উড়ে যাওয়ার বিমান ভাড়া। যেমনটা দেখা গিয়েছিল, গ্রুপপর্বে ভারত-পাকিস্তান মেগা ম্যাচের আগেও।
কে কে থাকছেন রবিবার মাঠে?
যাঁর নামে আমদাবাদের স্টেডিয়াম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi) হাজির থাকার কথা ফাইনালের মঞ্চে। ভারত-অস্ট্রেলিয়ার মেগা ডুয়েল দেখতে মাঠে হাজির থাকার কথা মহেন্দ্র সিংহ ধোনিরই (Mahendra Singh Dhoni)। যাঁর হাত ধরেই ১২ বছর আগে শেষবার তথা দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বিশ্বসেরা হয়েছিল ভারতীয় দল।
ভিভিআইপিদের উপস্থিতিতে শুধু এয়ার শো-ই নয়, ক্রিকেটভক্তদের জন্য জমজমাট এক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে বলেই খবর। প্রখ্যাত সঙ্গীতশিল্পী দুয়া লিপা, প্রীতম চক্রবর্তী ও আদিত্য গাদভির পারফর্ম করার কথা। সেমিফাইনালের মঞ্চে ভারতের ম্যাচ দেখতে সপরিবারে সচিন তেন্ডুলকার হাজির ছিলেন। উপস্থিত ছিলেন বিশ্বকাপের মাঝে চোট পেয়ে ছিটকে যাওয়া হার্দিক পাণ্ড্যও। ফাইনালের মঞ্চেও তাঁদের উপস্থিত থাকারই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুম্বইয়ের মেগা সেমিফাইনালে হাজির হয়েছিলেন একাধিক বলিউড তারকারা। ফাইনালের মঞ্চেও ভারতের হয়ে গলা ফাটাতে অনেককেই দেখা যাবে বলেই খবর। একাধিক রাজনৈতিক ব্যক্তি থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড ও বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র একাধিক শীর্ষ কর্তাও ম্যাচ দেখতে হাজির থাকবেন বলেও জানা যাচ্ছে।
ম্যাচ পরিচালনার দায়িত্বে ফের কেটেলবরো
বিশ্বকাপ ফাইনালের জন্য ম্য়াচ অফিশিয়াল ঘোষণা করে দিল আইসিসি। আগামী রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচের জন্য অনফিল্ড আম্পায়ার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো ও রিচার্ড ইলিংওর্থ। থার্ড আম্পায়ারের দায়িত্ব সামলাবেন জোয়েল উইলসন ও ম্যাচ রেফারির দায়িত্ব সামলাবেন অ্যান্ডু পাইক্রফট। তবে এতগুলো নামের মধ্যে একটি নাম দেখার পরই ভারতীয় সমর্থকদের এক নতুন আশঙ্কার জন্ম হয়েছে। সেই নামটি হল রিচার্ড কেটেলবরো। কিন্তু কেন?