এক্সপ্লোর

Sports Highlights: রাঁচি টেস্টে বুমরাকে বিশ্রাম, দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন কোহলি, অনুষ্কা, খেলার সব খবর এক নজরে

Top Sports News: খেলার সব খবর জেনে নিন এক নজরে।

কলকাতা: ফের বাবা হলেন কোহলি। বিরাট-অনুষ্কার কোল আলো করে এল দ্বিতীয় সন্তান। রাঁচি টেস্টে বুমরাকে বিশ্রাম। এক নজরে খেলার সারাদিনের সব খবর।

বুমরাকে বিশ্রাম

রাজকোটে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরজ়ে ২-১ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হবে চতুর্থ টেস্ট। এই টেস্টে দলের তারকা বোলার যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছিল। সেই জল্পনায় সিলমোহর পড়ল।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হল চতুর্থ টেস্টে খেলবেন না বুমরা। তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিসিসিআই বিবৃতিতে জানায়, 'যশপ্রীত বুমরাকে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে আয়োজিত চতুর্থ টেস্টের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই সিরিজ়ের দৈর্ঘ্য এবং ওঁ সাম্প্রতিক সময়ে যে পরিমাণ ক্রিকেট খেলেছে, তার দিকে তাকিয়ে এহেন সিদ্ধান্ত নেওয়া হল।'  

পাশাপাশি বিসিসিআইয়ের তরফে এও জানানো হয় যে দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল এই ম্যাচের জন্যও ফিট হতে পারেননি। সিরিজ়ের শেষ টেস্টে তাঁর অংশগ্রহণও ফিটনেসের ওপর নির্ভরশীল। তবে তৃতীয় টেস্টে মুকেশ কুমারকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হলেও, চতুর্থ টেস্টে তিনি ফের একবার জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন।  

বিরুষ্কার দ্বিতীয় সন্তান

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল জল্পনা। অবশেষে সেই জল্পনা শেষ হল। বিরাট (Virat Kohli) অনুষ্কা শর্মার (Anushka Sharma) কোল আলো করে এল দ্বিতীয় সন্তান। পুত্রসন্তানের জন্ম দিলেন অনুষ্কা। গত ১৫ ফেব্রুয়ারিই 'বিরুষ্কা'-র সন্তানের জন্ম হয়।

সোশ্যাল মিডিয়া মারফত পুত্র সন্তানের জন্মের ঘোষণা করেন বিরাট কোহলি। পুত্রের নামও জানালেন কোহলি। ভামিকার ভাইয়ের নাম রাখা হয়েছে অকায় (Akaay)। সোশ্যাল মিডিয়ায় কোহলি পুত্রসন্তানের জন্মগ্রহণের কথা ঘোষণা করে লেখেন, 'অত্যন্ত আনন্দ ও ভালবাসার সঙ্গে আমরা সকলকে জানাতে চাই যে গত ১৫ ফেব্রুয়ারি আমাদের ছেলে, ভামিকার ছোট ভাই অকায়কে আমরা এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি। আমরা আমাদের এই শুভ সময়ে আপনাদের শুভকামনা ও আর্শীবাদের কামনা করছি। এই মূহূর্তে আমাদের একান্তে থাকতে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ভালবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে বিরাট ও অনুষ্কা।'

ম্যাচ খেললেন পন্থ

২০২২ সালের ডিসেম্বর মাসে গাড়ি দুর্ঘটনার পর থেকে ঋষভ পন্থ (Rishabh Pant) এখনও প্রতিযোগিতামূলক কোনও ম্যাচ খেলেননি। তবে তিনি আসন্ন আইপিএলেই (IPL 2024) মাঠে নামতে চলেছেন বলে শোনা যাচ্ছে। খবর অনুযায়ী, আইপিএলের আগেই অনুশীলন ম্যাচও খেলে ফেললেন পন্থ। বেঙ্গালুরুর আলুরে তিনি পুরোদমে এই ম্যাচে অংশগ্রহণ করেন।  

দীর্ঘদিন পরে পন্থ এই প্রথম কোনও ম্যাচে পুরোদমে অংশগ্রহণ করলেন। বিসিসিআই এবং তাঁর ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের তরফে আগেই পন্থের আইপিএলে মাঠে ফেরার বিষয়ে আভাস দেওয়া হয়েছিল। তবে পন্থ আসন্ন আইপিএলে অংশগ্রহণ করলেও, তিনি কিপার-ব্যাটার নন, কেবল ব্যাটার হিসাবেই খেলবেন বলে খবর। দুর্ঘটনায় কিন্তু পন্থের ব্যাটিংয়ে কোনওরকম প্রভাব পড়েনি বলেই শোনা যাচ্ছে। ২৬ বছর বয়সি তারকা আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাবের শেষ পর্যায়ে কাজ চালাচ্ছেন।

প্রয়াত বিশ্বজয়ী

প্রয়াত হলেন জার্মানির কিংবদন্তি ফুটবলার আন্দ্রেস ব্রেহমি (Andreas Brehme Dies)। বয়স হয়েছিল ৬৩ বছর। ১৯৯০ সালে বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানি হয়ে আর্জেন্তিনার বিরুদ্ধে ম্য়াচের জয়সূচক গোলটি করেছিলেন এই লেফট ব্যাক। খেলার ৮৫ মিনিটের মাথায় গোল করে দলকে জেতান আন্দ্রেস। ফ্রাঞ্জ বেকেনবাউরের নেতৃত্বাধীন পশ্চিম জার্মানি দিয়েগো মারাদোনার দলকে হারিয়ে দেন।

জার্মানির জার্সিতে ৮৬ বার খেলতে নেমেছেন আন্দ্রেস। এছাড়াও বুন্দেশলিগা ট্রফি জিতেছেন বায়ার্ন মিউনিখ ও কাইজ়ার্সলাউটার্নের জার্সিতে। পরিবার সূত্রে জানানো হয়েছে, বুকে অসম্ভব যন্ত্রণা অনুভব করার ফলে ব্রেহমিকে তড়িঘড়ি বাড়ির পাসের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে এমার্জেন্সি বিভাগে ভর্তি হওয়ার পর তাঁর মৃত্যু হয়। ইন্টার মিলানের জার্সিতে ১৯৯৮ সালে অবসরের আগে সিরি এ খেতাবও জেতেন ব্রেহমি। 

আইপিএল শুরু কবে?

কবে থেকে শুরু হতে চলেছে আইপিএল (IPL 2024)? এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, পুরো টুর্নামেন্টের সূচি একসঙ্গে ঘোষণা করা হবে না হয়ত। সেক্ষেত্রে দুটো ভাগে ঘোষণা করা হতে পারে আইপিএলের সূচি (IPL 2024 Fixture)। আসলেই মার্চের শেষের দিক থেকে লোকসভা ভোটের (Loksabha Election) গর্ভনিং কাউন্সিলের তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আলোচনার স্তরে রয়েছে পুরো বিষয়টাই। তবে সূত্রের খবর, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে পারে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ।

তবে সূচি নির্দিষ্টভাবে ঘোষণা করা হবে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরই। আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে অরুণ ধুমাল জানিয়েছেন, ''আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করছি এবং কমবেশি সব সম্ভাবনাই খতিয়ে দেখছি। ভোটের সময়সূচি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ভারতের নির্বাচন কমিশনের কাছ থেকে স্পষ্টতা ও ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছি আমরা। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই সেই মত আমরা সূচি ঘোষণা করব। কারণ কোন রাজ্য ভোটের জন্য কীভাবে খেলার আয়োজন করবে, সেগুলো আলোচনা সাপেক্ষ।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান এল পৃথিবীতে, কী অর্থ 'অকায়' নামের? 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

HMPV: ফের অতিমারী? চিনে HMPV-র দাপটের খবরে বাড়ছে আতঙ্ক, শরীরে কী ঘটায় এই ভাইরাস? ধরলেই মৃত্যু?
ফের অতিমারী? চিনে 'HMPV-র দাপটে' বাড়ছে আতঙ্ক, শরীরে কী ঘটায় এই ভাইরাস? ধরলেই মৃত্যু?
Potato Price Hike: মুখ্যমন্ত্রীর ধমকের পরই তৎপরতা, বাজারে টাস্ক ফোর্সের অভিযান
মুখ্যমন্ত্রীর ধমকের পরই তৎপরতা, বাজারে টাস্ক ফোর্সের অভিযান
Rohit Sharma: অজ়িভূমেই ইতি! রোহিতকে টেস্ট দলে চাননা ভারতীয় নির্বাচকরা?
অজ়িভূমেই ইতি! রোহিতকে টেস্ট দলে চাননা ভারতীয় নির্বাচকরা?
Calcutta National Medical College: বিকল C-Arm যন্ত্র, পিছোচ্ছে একাধিক বিভাগের অস্ত্রোপচার; ন্যাশনাল মেডিক্যালে দুর্ভোগ
বিকল C-Arm যন্ত্র, পিছোচ্ছে একাধিক বিভাগের অস্ত্রোপচার; ন্যাশনাল মেডিক্যালে দুর্ভোগ
Advertisement
ABP Premium

ভিডিও

Malda News: মালদার ঘটনায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে নিশানা সুকান্তর। ABP Ananda LiveRG Kar News: আর জি কর মেডিক্যালের ঘটনায় সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চায় CBIJaynagar News: নেপথ্যে জমি বিবাদ, জয়নগরে উত্তেজনা। ABP Ananda LiveJaynagar News: জয়নগরে জমি বিবাদকে কেন্দ্র করে গোষ্ঠীকোন্দল, উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
HMPV: ফের অতিমারী? চিনে HMPV-র দাপটের খবরে বাড়ছে আতঙ্ক, শরীরে কী ঘটায় এই ভাইরাস? ধরলেই মৃত্যু?
ফের অতিমারী? চিনে 'HMPV-র দাপটে' বাড়ছে আতঙ্ক, শরীরে কী ঘটায় এই ভাইরাস? ধরলেই মৃত্যু?
Potato Price Hike: মুখ্যমন্ত্রীর ধমকের পরই তৎপরতা, বাজারে টাস্ক ফোর্সের অভিযান
মুখ্যমন্ত্রীর ধমকের পরই তৎপরতা, বাজারে টাস্ক ফোর্সের অভিযান
Rohit Sharma: অজ়িভূমেই ইতি! রোহিতকে টেস্ট দলে চাননা ভারতীয় নির্বাচকরা?
অজ়িভূমেই ইতি! রোহিতকে টেস্ট দলে চাননা ভারতীয় নির্বাচকরা?
Calcutta National Medical College: বিকল C-Arm যন্ত্র, পিছোচ্ছে একাধিক বিভাগের অস্ত্রোপচার; ন্যাশনাল মেডিক্যালে দুর্ভোগ
বিকল C-Arm যন্ত্র, পিছোচ্ছে একাধিক বিভাগের অস্ত্রোপচার; ন্যাশনাল মেডিক্যালে দুর্ভোগ
India vs Australia Day 1 Highlights: শেষবেলায় চড়ল পারদ, সাফল্য পেলেন বুমরা, সিডনিতে প্রথম দিনশেষে ১৭৬ রানে এগিয়ে ভারত
শেষবেলায় চড়ল পারদ, সাফল্য পেলেন বুমরা, সিডনিতে প্রথম দিনশেষে ১৭৬ রানে এগিয়ে ভারত
Daily Astrology:বিনিয়োগে বিপুল লাভ, স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা, কেমন কাটবে শনিবার?
বিনিয়োগে বিপুল লাভ, স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা, কেমন কাটবে শনিবার?
West Bengal News Live: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের প্রতিবাদে কলকাতায় কংগ্রেসের বিক্ষোভ
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের প্রতিবাদে কলকাতায় কংগ্রেসের বিক্ষোভ
Mamata Banerjee: 'ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে' পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর
'ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে' পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর
Embed widget