Sports Highlights: দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত, দেশে ফিরলেন মেসিরা, খেলার সব খবর এক নজরে
Top Sports News: খেলার সেরা খবরগুলি এক নজরে।
কলকাতা: চোটে কারণে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না রোহিত শর্মা। দেশে ফিরলেন বিশ্বজয়ী লিওনেল মেসি। এক নজরে খেলার দুনিয়ার সেরা খবরগুলি।
দেশে ফিরলেন মেসিরা
দেশে ফিরলেন বিশ্বজয়ীরা। একেবারে রাজকীয় অভ্য়র্থনা বরণ করে নেওয়া হল তাঁদের। আর্জেন্তিনাকে (Argentina) ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করে বুয়েনস আয়রস ফিরল নীল-সাদা শিবিরে। বুয়েনস আয়রসের একটি উঁচু বিল্ডিং জুড়ে লিওনেল মেসির বিশালাকার ছবি ফুটে উঠেছে। তারই নীচে জড়ো হয়েছিলেন ১০ লক্ষের বেশি মানুষ। নায়কদের জন্য বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিল হুডখোলা বাস। ট্রফি হাতে তাতে চেপেই শহর প্রদক্ষিণ করেন মেসিরা। বুয়েনস আয়রসের রাজপথে তখন ভিড়ে ভিড়াকার। ফুটবলাররা মোবাইলে বন্দি রাখলেন মুহূর্তগুলি। অনুরাগীরাও নায়কদের মুঠোবন্দি করে।
রাজধানীর বিখ্যাত ওবেলিক্স মনুমেন্টের নিচে সংবর্ধিত করা হয়েছে মেসিদের। আর্জেন্তিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ মঙ্গলবার জাতীয় ছুটি ঘোষণা করেছেন। এদিন দেশের সব স্কুল-কলেজ-অফিস ছুটি থাকবে। ওবেলিক্স মনুমেন্টের নিচে সংবর্ধনার পর আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে মেসিদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর্জেন্তিনা দলের সদস্যদের পরিবার আগেই দেশে পৌঁছে গিয়েছে।
ছিটকে গেলেন রোহিত
সম্ভাবনাই সত্যি হল। চোট পেয়ে ছিটকে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তিনি। রোহিতকে আপাতত বিসিআই মেডিক্যাল টিমের (Medical Team) তত্ত্বাবধানে রয়েছেন তিনি। মেডিক্য়াল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে রোহিতের চোট সারতে আরও কিছুদিন সময় লাগবে। শুধু রোহিতই নন। চোটের জন্য ছিটকে গিয়েছেন পেসার নভদীপ সাইনিও (Navdeep Saini)। পেটের পেশির টানের জন্য় খেলতে পারবেন না এই তরুণ পেসার। আপাতত এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন সাইনি।
অনুষ্টুপের শতরান
সাম্প্রতিক অতীত বারংবার মুশকিল পরিস্থিতি থেকে বাংলা ক্রিকেটের বৈতরণী পার করিয়েছেন অনুষ্টুর মজুমদার (Anustup Majumdar)। হিমাচল প্রদেশের বিরুদ্ধে মরসুমের দ্বিতীয় রঞ্জি ট্রফি (Ranji Trophy) ম্যাচের প্রথম দিনেও ফের একবার তিনিই বাংলার ত্রাতা হয়ে উঠলেন। হিমাচল প্রদেশের সিদ্ধার্থ শর্মার আগুনে বোলিংয়ে যখন বাকি ব্যাটাররা রান করতেই হিমশিম খেলেন, তখনই অনবদ্য শতরান করে নিজের দক্ষতা প্রমাণ করলেন অনুষ্টুপ। প্রথম দিনের শেষে বাংলার স্কোর নয় উইকেটের বিনিময়ে ৩১০ রান।
ভারতের হার
পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ আগেই জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া মহিলা দল। সিরিজের পঞ্চম (IND W vs AUS W 5th T20) তথা শেষ ম্যাচেও জয় পেল অজিরা। পরাজিত হল ভারত (Indian Women's Cricket Team)। ৪-১ সিরিজ হারলেন হরমনপ্রীত কৌররা। অ্যাশলে গার্ডনার (Ashleigh Gardner) ও গ্রেস হ্যারিসের অর্ধশতরান ও হিদার গ্রাহামের দুরন্ত বোলিংয়ের সুবাদে ৫৪ রানে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ১৯৬ রানের জবাবে ১৪২ রানেই ভারতীয় দল অল আউট হয়ে যায়।
আরও পড়ুন: 'গিয়ে ডিম বিক্রি করো', খেলার চাপ নিয়ে অভিযোগ জানানো ক্রিকেটারদের বিরুদ্ধে বিস্ফোরক কপিল