এক্সপ্লোর

Sports Highlights: হরমনপ্রীতের সেঞ্চুরি, যুবরাজের বাংলোয় রাত্রিবাসের সুযোগ, খেলার দুনিয়ায় সারাদিন কী ঘটল?

Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।

কলকাতা: ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি হরমনপ্রীত কৌরের। গোয়ায় নিজের বাংলো পর্যটকদের জন্য খুলে দিলেন যুবরাজ সিংহ। ডোপিংয়ের দায়ে নির্বাসিত এটিকে মোহনবাগানের ফুটবলার আশুতোষ মেটা। খেলার দুনিয়ার সারাদিনের সব খবরের ঝলক।

হরমনপ্রীতের শতরান

সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। বুধবার জিতলেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে নেবে ভারত। আর সেই ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত। তাঁর অপরাজিত ১৪৩ রানের ইনিংসের সুবাদে অ্যামি জোনসদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ৩৩৩ রান তুলল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

১১১ বলে অপরাজিত ১৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন হরমনপ্রীত। ইংল্যান্ডের কোনও বোলারকেই রেয়াত করলেন না ভারতীয় দলের অধিনায়ক। মারলেন ১৮টি চার এবং ৪টি ছয়। তাঁর ব্যাটিং তাণ্ডবে শেষ চার ওভারে ভারতীয় দল তুলল ৭১ রান।

গোয়ায় যুবরাজের বাংলোয় রাত্রিবাস!

ঝাঁ চকচকে ঘরদোর। বিলাসবহুল শয়নকক্ষ। স্যুইমিং পুলের নীল জল। ওপেন টেরেস। সামনে দিগন্তবিস্তৃত সমুদ্র। কোনও পাঁচতারা হোটেলের চেয়ে কোনও অংশে কম নয়।

আর এইরকম অভিজাত বাংলোয় যদি এক রাত কাটানোর খরচ হয় মাত্র ১২১২ টাকা, তাহলে উৎসুক হয়ে উঠবেন যে কেউই।

এরকম লোভনীয় অফার নিয়ে হাজির এমন একজন, যাঁর সঙ্গে ভ্রমণ সংক্রান্ত ব্যবসার কোনও সম্পর্ক ছিল না। বরং দুনিয়া তাঁকে চেনে ২০১১ সালে ভারতের ওয়ান ডে বিশ্বকাপ জয়ের নায়ক হিসাবে। স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয় ছক্কা মারার জন্য ক্রিকেটবিশ্ব আজও তাঁকে কুর্নিশ করে।

তিনি, যুবরাজ সিংহ (Yuvraj Singh)। গোয়ায় তাঁর বাড়ি 'কাসা সিংহ' তিনি এবার পর্যটকদের জন্য খুলে দিলেন। ভাড়া, প্রত্যেক রাতে মাত্র ১২১২ টাকা।

নির্বাসিত আশুতোষ

আইএসএল শুরু হওয়ার আগে বিরাট ধাক্কা খেল এটিকে মোহনবাগান। ডোপিংয়ের দায়ে দু’বছরের জন্য নির্বাসিত এটিকে মোহনবাগানের ফুটবলার আশুতোষ মেটা। ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় জাতীয় মাদক বিরোধী সংস্থা (নাডা) দু বছরের জন্য নির্বাসিত করেছে এই মিডফিল্ডারকে।

ভারতীয় ফুটবলে অতি পরিচিত নাম আশুতোষ। আই লিগ, আইএসএলে দীর্ঘ সময় খেলেছেন। জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি। গত ১৪ সেপ্টেম্বরের একটি নির্দেশিকায় অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের তরফে এই নির্বাসনের কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, আশুতোষের মূত্রের নমুনায় নিষিদ্ধ মরফিন পাওয়া গিয়েছে।

আমিরের তৃতীয় সন্তান

একটা সময় পাকিস্তানের সেরা বোলার ছিলেন। কার্যত একক দক্ষতায় আইসিসি টুর্নামেন্টে ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ের ছবিটা পাল্টে দিয়েছিলেন। বল হাতে তছনছ করে দিয়েছিলেন ভারতের ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাঁর দাপটেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

পাকিস্তানের পেসার সেই মহম্মদ আমির (Mohammad Amir) ফের বাবা হলেন। তাঁর স্ত্রী নারজিস খাতুন বুধবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছেন। আমির নিজেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন সুখবর। সদ্যোজাতর ছবি পোস্ট করে লিখেছেন, 'আমাদের কন্যাসন্তান হয়েছে'। মেয়ের নামকরণও করে ফেলেছেন তিনি। আইরা আমির। আমির-নারজিসের তৃতীয় সন্তান আইরা।

আত্মবিশ্বাসী স্তিমাচ

চলতি সপ্তাহে ভারতীয় দল ভিয়েতনামে যে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে চলেছে, সেই টুর্নামেন্টে সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী দলের হেড কোচ ইগর স্তিমাচ (Igor Stimach)। তাঁর মতে, যে দল নিয়ে তিনি ভিয়েতনামে যাচ্ছেন, তাদের এই টুর্নামেন্ট জেতার ক্ষমতা আছে।

আগামী বছর এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত। গত জুনে কম্বোডিয়া, আফগানিস্তান, হংকংয়ের বিরুদ্ধে জিতে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে ভারত। এখন তারই প্রস্তুতি চলছে। এবং সেই প্রস্তুতিরই অঙ্গ এই ফ্রেন্ডলি টুর্নামেন্ট।

এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতীয় দল যে পারফরম্যান্স দেখায়, সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস এই টুর্নামেন্টে কাজে লাগবে বলে মনে করেন স্তিমাচ। ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে ওপরে রয়েছে ভিয়েতনাম। ভারত যেখানে ১০৪ নম্বরে, সেখানে ভিয়েতনাম রয়েছে ৯৭-এ। তবে সিঙ্গাপুরের স্থান ১৫৯-এ। তা সত্ত্বেও ভারত এই সফরে সফল হতে পারে, মনে করেন স্তিমাচ।

ভুবির পাশে হেডেন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২০৮ রানের পুঁজি নিয়েও শেষরক্ষা করতে পারেনি ভারত। ৪ বল বাকি থাকতেই লক্ষ্যপূরণ করেছে অস্ট্রেলিয়া। ম্যাচের পর ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) মুণ্ডপাত চলছে। ম্যাচে ৪ ওভারে ৫২ রান খরচ করেছেন ভুবি। পাননি কোনও উইকেট। অনেকেই প্রশ্ন তুলছেন প্রথম একাদশে তাঁর জায়গা নিয়ে। কেউ কেউ বলছেন, কেন ভুবনেশ্বর কুমারের পরিবর্তে ছন্দে থাকা মহম্মদ শামিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হল না।

দুঃসময়ে অস্ট্রেলিয়ার এক প্রাক্তন তারকাকে পাশে পেয়ে গেলেন ভুবনেশ্বর। তিনি, ম্যাথু হেডেন (Mathew Hayden) মনে করিয়ে দিলেন, ভুবনেশ্বরই ভারতকে অনেক ম্যাচে জিতিয়েছেন। অনেকেই ডেথ ওভারে ভুবনেশ্বরকে বল করতে দেওয়া উচিত নয় বলে মত প্রকাশ করছেন। ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের ম্যাচ পয়েন্ট অনুষ্ঠানে হেডেন বলেছেন, 'আমি সহমত নই। বল হাতে ও দারুণ একজন ফিনিশার ছিল। আছেও। আমার মনে হয় সেটাও ওর কাজ। অবশ্যই ওর কাজ শুরুর দিকে উইকেট নেওয়া। কিন্তু অধিনায়ক চাইলে ডেথে ২-১ ওভার বল করতে পারে।'

ফাইনাল কোন মাঠে

সাদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। পরের দুই টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল কোথায় হবে, জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

আইসিসি বুধবার জানিয়ে দিল, ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডের ওভালে। তার পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। ২০২৫ সালে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Howrah Train: ফের ভোগান্তি হাওড়া লাইনের ট্রেনে, রবিবারে বাতিল আরও ট্রেন, সময়ও বদল
ফের ভোগান্তি হাওড়া লাইনের ট্রেনে, রবিবারে বাতিল আরও ট্রেন, সময়ও বদল
West Bengal News Live: গুড়াপের ঘটনায় দ্রুত তদন্ত শেষের জন্য হুগলি পুলিশকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
গুড়াপের ঘটনায় দ্রুত তদন্ত শেষের জন্য হুগলি পুলিশকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন কবে আসছে, কার্যকর হতে কত সময়, বেতন বাড়বে কত ?
অষ্টম বেতন কমিশন কবে আসছে, কার্যকর হতে কত সময়, বেতন বাড়বে কত ?
Cyber Fraud: অনলাইন ফ্রড থেকে ফোন চুরি ! সমস্যার সমাধানে সরকার আনল সঞ্চার সাথী, আপনার কী সুবিধা ?
অনলাইন ফ্রড থেকে ফোন চুরি ! সমস্যার সমাধানে সরকার আনল সঞ্চার সাথী, আপনার কী সুবিধা ?
Advertisement
ABP Premium

ভিডিও

North Dinajpur News: বাংলাদেশে পালাতে গিয়ে সীমান্তে পুলিশের মুখোমুখি,গুলিতে নিহত বন্দি সাজ্জাকNorth Dinajpur News : উধাও বন্দিকে ধরতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন DG রাজীব কুমার !WB News : বাংলাদেশে পালানোর ছক কষছিল সাজ্জাক ? পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত উধাও বন্দিRG Kar Incident : কেন শেষকৃত্য তড়িঘড়ি করা হয়েছিল ? একাধিক প্রশ্নের উত্তর মেলেনি এখনও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Train: ফের ভোগান্তি হাওড়া লাইনের ট্রেনে, রবিবারে বাতিল আরও ট্রেন, সময়ও বদল
ফের ভোগান্তি হাওড়া লাইনের ট্রেনে, রবিবারে বাতিল আরও ট্রেন, সময়ও বদল
West Bengal News Live: গুড়াপের ঘটনায় দ্রুত তদন্ত শেষের জন্য হুগলি পুলিশকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
গুড়াপের ঘটনায় দ্রুত তদন্ত শেষের জন্য হুগলি পুলিশকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন কবে আসছে, কার্যকর হতে কত সময়, বেতন বাড়বে কত ?
অষ্টম বেতন কমিশন কবে আসছে, কার্যকর হতে কত সময়, বেতন বাড়বে কত ?
Cyber Fraud: অনলাইন ফ্রড থেকে ফোন চুরি ! সমস্যার সমাধানে সরকার আনল সঞ্চার সাথী, আপনার কী সুবিধা ?
অনলাইন ফ্রড থেকে ফোন চুরি ! সমস্যার সমাধানে সরকার আনল সঞ্চার সাথী, আপনার কী সুবিধা ?
Pan Card :  প্যান কার্ড দিয়েও পাওয়া যাবে লোন, সর্বোচ্চ কত পাবেন, কীভাবে করবেন আবেদন ?
প্যান কার্ড দিয়েও পাওয়া যাবে লোন, সর্বোচ্চ কত পাবেন, কীভাবে করবেন আবেদন ?
Baghajatin Building Collapse: বাঘাযতীনে বহুতল বিপর্যয়, বকখালি থেকে গ্রেফতার প্রোমোটার
বাঘাযতীনে বহুতল বিপর্যয়, বকখালি থেকে গ্রেফতার প্রোমোটার
Saif Ali Khan : রক্তাক্ত অবস্থায়ও সেফ যেন 'বাঘ' ! অস্ত্রের টুকরো পিঠের ভেতর,  দেখুন এক্সক্লুসিভ ছবি
রক্তাক্ত অবস্থায়ও সেফ যেন 'বাঘ' ! অস্ত্রের টুকরো পিঠের ভেতর, দেখুন এক্সক্লুসিভ ছবি
BCCI Guidelines: ভারতীয় ক্রিকেটে শৃঙ্খলা ফেরাতে দশ দফা নিয়মাবলী! কী কী সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই?
ভারতীয় ক্রিকেটে শৃঙ্খলা ফেরাতে দশ দফা নিয়মাবলী! কী কী সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই?
Embed widget