Sports Highlights: জয় শ্রীলঙ্কার, হার ইংল্যান্ডের, অনুশীলনে চোট পেলেন সূর্য, ঈশান, দিনের সেরা খেলার খবরগুলো
Todays Sports Highlights: আজকের সেরা খেলার খবরের এক ঝলক -
কলকাতা: চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। তারা ডাচদের হারিয়ে দিল। অন্য়দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গেল ইংল্যান্ড। টানা দুটো ম্যাচ হার বাটলারদের। রবিবার নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল।
জয় শ্রীলঙ্কার
শুরুর ধাক্কা সামলে সম্মানজনক স্কোর খাঁড়া করেছিল নেদারল্যান্ডস (Netherlands)। শ্রীলঙ্কার (Srilanka) সামনে লক্ষ্যমাত্রা ছিল ২৬৩ রান। এই ম্য়াচের আগে পর্যন্ত একটিও ম্যাচ এবারের বিশ্বকাপে জিততে পারেনি শ্রীলঙ্কা। তাই ম্যাচটি ছিল লঙ্কা ব্রিগেডের কাছে ডু অর ডাই-এর সমান। অবশেষে বিশ্বকাপে প্রথম জয় পেল শ্রীলঙ্কা। ৫ উইকেটে তারা হারিয়ে দিল ডাচদের। আগের ম্যাচে অঘটন ঘটালেও এই ম্যাচে অঘটন ঘটাতে পারলেন না অকারম্য়ান, এডওয়ার্ডসরা। ৪৮. ২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নেদারল্যান্ডস।
হার ইংল্য়ান্ডের
দুর্দশা কাটছেই না ইংল্য়ান্ডের । গতবারের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু এবারের টুর্নামেন্টে একের পর এক ম্যাচ হেরেই চলেছে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্য়ান্ড । শুরু হয়েছিল নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে। এরপর গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জার হার ও আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২৯ রানের বিশাল ব্য়বধানে হার। ৪০০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৭০ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড শিবির।
চোট সূর্য, ঈশানের
নিউজিল্যান্ড ম্যাচের আগের দিন জোড়া ধাক্কা ভারতীয় শিবিরে (India vs New Zealand)। কিউয়ি ডুয়েলের জন্য টিম কম্বিনেশন গঠনের ক্ষেত্রে আরও সমস্যার সামনে পড়তে পারেন রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়রা। কারণ, অনুশীলনের মাঝে জোড়া অঘটনের জেরে নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চিত সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ। ইতিমধ্যে চোটের জেরে রবিবারের মেগা ম্যাচে নেই হার্দিক পাণ্ড্য। এবার সূর্য-ঈশানের জোড়া অনিশ্চয়তা কিছুটা চিন্তা বাড়াবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।
অনুশীলন মাঝপথে থামিয়েই এদিন মেডিক্যাল সাহায্য নিয়ে ফিরতে হয়েছে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণকে। নেটে ব্যাটিং করার সময় কবজি চোট পেয়েছেন সূর্য। আর মাথার পিছনের দিকে বোলতা (honeybee) কামড়েছে ঈশানের। তিনিও তখন ব্যাটিং অনুশীলন করছিলেন এইচপিসিএ (HPCA) স্টেডিয়ামে। বোলতা মাথার পিছনের দিকে কামড়ানোর পরে বেশ খানিকটা অস্বস্তি বোধ করায় অনুশীলন ছেড়ে ফিরে যান ঈশান।
যে ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক অনভিপ্রেত পরিস্থিতির মধ্যে পড়তে হয় অনুশীলনরত টিম ইন্ডিয়াকে। সূর্যর কবজিতে আছড়ে পড়ে একটি বল। ব্যথায় হাত থেকে ব্যাট পড়ে যায় তাঁর। ফের একবার ছুটে যান মেডিক্যাল সাপোর্ট টিমের সদস্যরা। খানিকটা বরফ ঘষার পর দেখা যায় সূর্যকুমার যাদবের (Sutya Kumar Yadav) ডান হাতের কবজিতে মোটা করে ব্যান্ডেজ বাঁধা হচ্ছে। যা নিয়েই কিছুটা পরে অনুশীলন ছেড়ে বেরিয়ে যান সূর্যও। তাঁর কবজির চোট ঠিক কতটা গুরুতর, সে নিয়ে এখনও আর কোনও তথ্য পাওয়া যায়নি।