এক্সপ্লোর

Sports Highlights: জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ ভারতের, শুভমনের রেকর্ড, ইস্টবেঙ্গলের ড্র, খেলার দুনিয়ার সারাদিন

Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।

কলকাতা: জিম্বাবোয়েকে ১৩ রানে হারিয়ে ওয়ান ডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল ভারত। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল গোলশূন্য ড্র করল। এক নজরে খেলার দুনিয়ার সব খবর।

৩-০ জয়

শুভমন গিলের (Shubman Gill) সেঞ্চুরির পর পাল্টা শতরান করে ভারতের স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছিলেন সিকন্দর রাজা (Sikandar Raza)। একটা সময় তাঁর জন্যই মনে হয়েছিল, ১৬৯/৭ হয়ে যাওয়া জিম্বাবোয়েও ম্যাচ জিততে পারে (Ind vs Zim)। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না রাজা। ৯৫ বলে ১১৫ রান করে তিনি ফিরতেই শেষ জিম্বাবোয়ের লড়াই। শার্দুল ঠাকুরের বলে রাজার শট বাউন্ডারি লাইনে দুরন্ত ক্ষিপ্রতায় শরীর ছুড়ে তালুবন্দি করলেন শুভমন। ভারতের ২৮৯ রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে অল আউট হয়ে গেল ২৭৬ রানে। ১৩ রানে ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজ ৩-০ করল ভারত। জিম্বাবোয়েকে তাদের ঘরের মাটিতে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।

তুলনায় নারাজ

ছেলের ৯৭ বলের ইনিংসের প্রতিটি বল মন দিয়ে দেখেছেন। হারারে স্পোর্টস ক্লাবে তরুণ তুর্কি তিন অঙ্কের গণ্ডি পেরতেই উচ্ছ্বসিত লখবিন্দর গিল (Lakhwinder Gill)। তবে গর্বিত হলেও লখবিন্দর সতর্ক গলায় জানিয়ে দিচ্ছেন, এই সবে শুরু। ছেলেকে এখনও অনেক পথ পেরতে হবে।

আলাপ করিয়ে দেওয়া যাক। লখবিন্দর ভারতীয় দলের নতুন তারা শুভমন গিলের (Shubman Gill) বাবা। তাঁর আর একটি পরিচয়, লখবিন্দর শুভমনের প্রথম কোচও।

ভারতীয় ক্রিকেটে বাবার কাছে তালিম নিয়ে বিশ্ব মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করার কাহিনি নতুন নয়। মোহিন্দর অমরনাথের (Mohinder Amarnath) খেলার সবচেয়ে বড় সমালোচক ছিলেন লালা অমরনাথ (Lala Amarnath)। যোগরাজ সিংহের কড়া পর্যবেক্ষণে যুবরাজ সিংহের (Yuvraj Singh) উত্থান তো রূপকথার মতো হয়ে রয়েছে। সেই তালিকাতেই নবতম সংযোজন লখবিন্দর-শুভমন জুটি। পঞ্জাবের ফাজিলকায় চাষের জমির মাঝে পিচ তৈরি করে ঘণ্টার পর ঘণ্টা শুভমনকে ক্রিকেট পাঠ দিতেন লখবিন্দর। তাঁর হাতে গড়ে ওঠা শুভমন সোমবার ওয়ান ডে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন। ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের ২৪ বছরের পুরনো রেকর্ড।

১৯৯৮ সালে জিম্বাবোয়েতে গিয়ে সচিন অপরাজিত ১২৭ রান করেছিলেন। সেটাই এতদিন ছিল জিম্বাবোয়ের মাটিতে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সেই রেকর্ডই এ দিন ভেঙে দিলেন শুভমন। সোমবার শুভমন করলেন ১৩০ রান। এটিই জিম্বাবোয়ের মাটিতে ওয়ান ডে-তে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ রানের ইনিংস হয়ে রইল।

কেমন দেখলেন ছেলের ব্যাটিং? চণ্ডীগঢ় থেকে ফোনে এবিপি লাইভকে লখবিন্দর বললেন, 'দারুণ ইনিংস। পরিশ্রমের সুফল পেল ও।'

সচিনের ২৪ বছরের রেকর্ড ভেঙে দিলেন শুভমন...। কথা থামিয়ে দিয়ে সতর্ক গলায় লখবিন্দর বললেন, 'সচিনের সঙ্গে তুলনা করবেন না। সচিন কিংবদন্তি। শুভমন এখনও বাচ্চা। সচিনের সঙ্গে তুলনা করাটা একেবারেই ভুল হবে। সবে কেরিয়ার শুরু করেছে। এখনও অনেক পথ যেতে হবে।'

গোলশূন্য ড্র

মরসুমের শুরুতেই গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল (East Bengal)। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা ভারতীয় নৌসেনার দলের বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ পেয়েও কোনও গোল করতে পারেনি। সারা ম্যাচে আটটি গোলমুখী শট নিলেও গোলের খাতা খুলতে পারেনি।

ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম্যাচে ড্রয়ের ফলে লাল-হলুদ বাহিনী এক পয়েন্ট পেয়ে গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের চেয়ে এগিয়ে থাকল। প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে তারা হারায় এখনও লিগ তালিকায় খাতা খুলতে পারেনি সবুজ-মেরুন শিবির। এ দিন প্রথম পয়েন্ট অর্জন করল নৌসেনার দলও। প্রথম ম্যাচে তারা মুম্বই সিটি এফসি-র কাছে হেরে যাওয়ায় এই ম্যাচে বিনা পয়েন্টেই মাঠে নেমেছিল তারা।

গিলের নজির

সোমবার শুভমন গিল (Shubman Gill) শুধু ওয়ান ডে কেরিয়ারের প্রথম সেঞ্চুরিই করলেন না, ভেঙে দিলেন ২৪ বছরের পুরনো এক রেকর্ড। জিম্বাবোয়ের মাটিতে ওয়ান ডে-তে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর এখন গিলেরই। ভেঙে গেল সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ২৪ বছরের নজির।

১৯৯৮ সালে জিম্বাবোয়েতে গিয়ে সচিন অপরাজিত ১২৭ রান করেছিলেন। সেটাই এতদিন ছিল জিম্বাবোয়ের মাটিতে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সেই রেকর্ডই এ দিন ভেঙে দিলেন শুভমন। সোমবার শুভমন ১৩০ রান করেন। এটিই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জিম্বাবোয়েতে করা সর্বোচ্চ রান।

২০১৫ সালে অম্বাতি রায়ডু অপরাজিত ১২৪ রান করেছিলেন। ২০০১ সালে সচিন তেন্ডুলকর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিম্বাবোয়েতে অপরাজিত ১২২ রান করেছিলেন। আর ২০০৫ সালে যুবরাজ সিংহ জিম্বাবোয়ের বিরুদ্ধে করেছিলেন ১২০ রান। তবে শুভমনের ১৩০ রানই সর্বোচ্চ।

আফ্রিদির পরিবর্ত

এশিয়া কাপ (Asia Cup) শুরুর আগেই জোরাল ধাক্কা খেয়েছিল পাকিস্তান (Pakistan Cricket Team)। শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) চোটের জন্য এশিয়া কাপের দল থেকে ছিটকে গিয়েছিলেন। তাঁর পরিবর্তে এমন একজনকে দলে নিল পাকিস্তান, যাঁর বোলিং অ্যাকশন নিয়েই প্রশ্ন উঠেছে সম্প্রতি।

মনে করা হয়েছিল, আফ্রিদির পরিবর্তে অভিজ্ঞ হাসান আলিকে নেবে পাকিস্তান। নেদারল্যান্ডস সফরের ওয়ান ডে সিরিজ ও এশিয়া কাপের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছিল হাসানকে। কিন্তু শাহিনের পরিবর্ত হিসেবে ২২ বছরের ডানহাতি পেসার মহম্মদ হাসনাইনকে দলে নিলেন নির্বাচকেরা। যাঁর বিরুদ্ধে ক'দিন আগেই দ্য হান্ড্রেডে ব্যাট করার সময় মার্কাস স্টোইনিস বল ছোড়ার অভিযোগ করেছিলেন। তবে সরাসরি নয়, ইঙ্গিতে।

কড়া সুপ্রিম কোর্ট

কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ)-কে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নিয়েই ফিফার আপত্তি ছিল। ফিফার (Fifa) আপত্তির কারণেই নির্বাসিত করা হয়েছিল এআইএফএফকে। সিওএ সরে যাওয়ায় নির্বাসন (Suspention) ওঠার সম্ভাবনা তৈরি হল। গত রবিবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে (Supreme Court) আর্জি জানানো হয়েছিল ফিফার সমস্ত দাবি মেনে নিতে চেয়েছিল তারা। প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার না দেওয়ারও দাবি জানিয়েছিল তারা। এবার সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হল যে সিওএ-র আর কোনও ক্ষমতা থাকছে না।

উল্লেখ্য, চলতি মাসের মাসের ২৭ তারিখ ভারতীয় ফুটবল ফেডারেশনে নির্বাচন হওয়ার কথা। এরপরই হয়ত ফিফার নির্বাসন ওঠার সম্ভাবনা রয়েছে। ভোটের জন্য এরমধ্যেই ত্রিমুখী লড়াই হতে পারে। সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া ও প্রাক্তন গোলরক্ষক কল্যাণ চৌবে ও গোয়ার ফুটবল প্রশাসক ভালাঙ্কা আলেমাও। নির্বাচন পরিচালনা করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সচিব। ৩৬ সদস্যের ভোটার তালিকা তৈরি হবে।

আরও পড়ুন: ভেঙেছেন কিংবদন্তির রেকর্ড, তবে সচিনের সঙ্গে শুভমনের তুলনা চান না বাবা

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

ISKCON Ratha Yatra : অকাল রথযাত্রার উদ্যোগ ISKCON-এর, প্রচণ্ড ক্ষুব্ধ পুরীর রাজা; আইনি পথে হাঁটার হুঁশিয়ারি
অকাল রথযাত্রার উদ্যোগ ISKCON-এর, প্রচণ্ড ক্ষুব্ধ পুরীর রাজা; আইনি পথে হাঁটার হুঁশিয়ারি
US Presidential Elections 2024: উদাহরণ তৈরির তাগিদ, না কি তীব্র জাতীয়তা বাদ? কমলা বনাম ট্রাম্প, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে?
উদাহরণ তৈরির তাগিদ, না কি তীব্র জাতীয়তা বাদ? কমলা বনাম ট্রাম্প, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে?
Tarapith News: তারাপীঠে গণধর্ষণের শিকার গৃহবধূ, ধৃত ২ নাবালক সহ তিন
তারাপীঠে গণধর্ষণের শিকার গৃহবধূ, ধৃত ২ নাবালক সহ তিন
Parliament Winter Session: এক দেশ, এক নির্বাচন, ওয়াকফ বিলের দিকে তাকিয়ে কেন্দ্র, শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন
এক দেশ, এক নির্বাচন, ওয়াকফ বিলের দিকে তাকিয়ে কেন্দ্র, শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন
Advertisement
ABP Premium

ভিডিও

Jadavpur University: যাদবপুরে বাইকবাহিনীর হাতে আক্রান্ত খোদ নিরাপত্তারক্ষীরাইGujrat News: গুজরাতে নির্মীয়মাণ রেল সেতু ভেঙে ৩ শ্রমিকের আটকে থাকার আশঙ্কা। ABP Ananda liveChhok Bhanga Chota: আর জি কর আবহের মধ্যেই একের পর এক নারী নির্যাতন, প্রশ্নের মুখে সুরক্ষাIndian Railway: ভদ্রকে চলন্ত ট্রেন লক্ষ্য করে 'গুলি', যাত্রীরা সুরক্ষিত আছেন, জানাল রেল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ISKCON Ratha Yatra : অকাল রথযাত্রার উদ্যোগ ISKCON-এর, প্রচণ্ড ক্ষুব্ধ পুরীর রাজা; আইনি পথে হাঁটার হুঁশিয়ারি
অকাল রথযাত্রার উদ্যোগ ISKCON-এর, প্রচণ্ড ক্ষুব্ধ পুরীর রাজা; আইনি পথে হাঁটার হুঁশিয়ারি
US Presidential Elections 2024: উদাহরণ তৈরির তাগিদ, না কি তীব্র জাতীয়তা বাদ? কমলা বনাম ট্রাম্প, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে?
উদাহরণ তৈরির তাগিদ, না কি তীব্র জাতীয়তা বাদ? কমলা বনাম ট্রাম্প, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে?
Tarapith News: তারাপীঠে গণধর্ষণের শিকার গৃহবধূ, ধৃত ২ নাবালক সহ তিন
তারাপীঠে গণধর্ষণের শিকার গৃহবধূ, ধৃত ২ নাবালক সহ তিন
Parliament Winter Session: এক দেশ, এক নির্বাচন, ওয়াকফ বিলের দিকে তাকিয়ে কেন্দ্র, শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন
এক দেশ, এক নির্বাচন, ওয়াকফ বিলের দিকে তাকিয়ে কেন্দ্র, শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন
RG Kar Case Hearing: সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হচ্ছে না আজ, রাষ্ট্রপতি ভবন যাচ্ছেন CJI চন্দ্রচূড়
সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হচ্ছে না আজ, রাষ্ট্রপতি ভবন যাচ্ছেন CJI চন্দ্রচূড়
Malda News : সঞ্জয় রায়ের পর আরেক সিভিক ভলান্টিয়ার ! এবার ঘরে ঢুকে গৃহবধূকে 'ধর্ষণ'
সঞ্জয় রায়ের পর আরেক সিভিক ভলান্টিয়ার ! এবার ঘরে ঢুকে গৃহবধূকে 'ধর্ষণ'
Rachana Banerjee: আগামী বছর ছেলের উচ্চ মাধ্যমিক, জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা রচনার, 'যেনও পাশ করে যায়..'
আগামী বছর ছেলের উচ্চ মাধ্যমিক, জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা রচনার, 'যেনও পাশ করে যায়..'
East Burdwan News: স্বপন দেবনাথের বিরুদ্ধে স্কুলের জমি বিক্রির অভিযোগ, CBI তদন্ত চেয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের
স্বপন দেবনাথের বিরুদ্ধে স্কুলের জমি বিক্রির অভিযোগ, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি সুকান্তের
Embed widget