Sports Highlights: বিশ্বকাপে কিউয়ি বধ, রেকর্ড শামির, দেখে নিন রবিবারের খেলার সেরা খবরের একঝলক
Todays Sports Highlights: রবিবারের খেলার খবরের এক ঝলক দেখে নিন-
কলকাতা: ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে আজ নিউজিল্য়ান্ডকে হারিয়ে দিল ভারতীয় দল। ৫ উইকেট জয় পেল রোহিত বাহিনী। বল হাতে রেকর্ড গড়লেন মহম্মদ শামি। প্রয়াত বব চার্লটন। দেখে নিন রবিবারের খেলার জগতের সেরা খবরের এক ঝলক -
জয় ভারতের
২৭৪ রানের লক্ষ্য়মাত্রা। শুরু থেকেই একটা ব়ড় পার্টনারশিপের দরকার ছিল। সেই মতই এদিন রোহিত শর্মা ও শুভমন গিল মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রোহিত শর্মা ছিলেন দুরন্ত ফর্মে বিশেষ করে। ৪০ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হন হিটম্যান। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকান রোহিত। ৪টি ছক্কাও হাঁকান তিনি। গিলও এদিন ভাল শুরু করেছিলেন। কিন্তু ২৬ রানের ইনিংস খেলেন গিল। ৩৩ রানের ইনিংস খেলেন শ্রেয়স। একদিকে উইকেট পড়তে থাকলেও অন্যদিকে বিরাট ছিলেন নিজের চেনা ছন্দেই। ৯৫ রানের ইনিংস খেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বড় শট খেলে দলকে জেতাতে চেয়েছিলেন। তবে নিজের উইকেট খুঁইয়ে বসেন তিনি। জাডেজা ৩৯ রানে অপরাজিত থেকে যান।
রেকর্ড শামির
শার্দুল ঠাকুরের পরিবর্তে ধর্মশালায় নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলানো হল মহম্মদ শামিকে (Mohammed Shami)। আর ভারতের প্রথম একাদশে সুযোগ পেয়েই বাংলার পেসার প্রমাণ করে দিলেন, তাঁকে টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে বসিয়ে রাখা কতটা ভুল হয়েছিল। কার্যত একাই নিউজ়িল্যান্ড ইনিংসকে লাগাম পরালেন। ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৫ উইকেট নিলেন শামি। সেই সঙ্গে ভেঙে দিলেন একাধিক রেকর্ড। ভারতের একমাত্র বোলার হিসাবে বিশ্বকাপে দু'বার ম্যাচে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। পেরিয়ে গেলেন কপিল দেব, বেঙ্কটেশ প্রসাদ, রবিন সিংহ, আশিস নেহরা ও যুবরাজ সিংহকে। কপিল-প্রসাদদের বিশ্বকাপে একবার করে ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে। সেই তালিকায় সবচেয়ে বেশি উজ্জ্বল তারা হয়ে রইলেন শামি।
এদিন অনিল কুম্বলেকেও পেরিয়ে গেলেন ডানহাতি পেসার। ওয়ান ডে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নিরিখে। ওয়ান ডে বিশ্বকাপে কপিল দেবের ২৮টি ও যশপ্রীত বুমরার ২৯টি উইকেট রয়েছে। তাঁদের চেয়ে এমনিতেই এগিয়ে ছিলেন শামি। রবিবার ৫ উইকেট নেওয়ায় পেরিয়ে গেলেন কিংবদন্তি কুম্বলেকে। বিশ্বকাপে ৩১ উইকেট রয়েছে কুম্বলের। তাঁকে পেরিয়ে গেলেন শামি। তাঁর ঝুলিতে এখন ৩৬ ওয়ান ডে শিকার। শামির সামনে শুধু জাভাগাল শ্রীনাথ ও জ়াহির খান। দুজনেরই বিশ্বকাপে ৪৪টি করে উইকেট রয়েছে।
বিশ্বকাপ শেষ টোপলের
ইংল্যান্ডের বাঁহাতি পেসার রিস টপলি (Reece Topley) চোটের জন্য বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন (ODI World Cup)। তাঁর তর্জনী ভেঙে গিয়েছে। ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, টপলির বিকল্প কে হবেন, তা দ্রুত জানানো হবে।
শনিবার মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে নিজের বলে ফলো থ্রু-তে একটি বল আটকাতে গিয়ে আঙুলে চোট পান টপলি। মাঠ থেকে উঠেও যেতে হয় তাঁকে। পরে অবশ্য মাঠে ফেরেন। আঙুলে টেপ জড়িয়ে বল করে দুটি উইকেটও নেন। ম্যাচের পরই স্ক্যান করানো হয় বাঁহাতি পেসারের। তাতে দেখা গিয়েছে, তাঁর আঙুল ভেঙেছে। তাঁর পরিবর্তে জোফ্রা আর্চারের অন্তর্ভুক্তির সম্ভাবনাও নেই। ভারতের মাটিতে বিশ্বকাপের দলের সঙ্গে থেকে রিহ্যাব চলছিল আর্চারের। তবে তাঁকে বিশ্বকাপে পাওয়া যাবে না বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। ইংল্যান্ডের হেড কোচ ম্যাথু মট আগেই জানিয়ে দিয়েছিলেন যে, আর্চারকে পাওয়া যাবে না। তাই টপলির পরিবর্ত কে হবেন, তা জানতে আগ্রহী অনেকেই।
প্রয়াত চার্লটন
শনিবার, ২১ অক্টোবর ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড তারকা ববি চার্লটনের (Bobby Charlton) ৮৬ বছর বয়সে জীবনাবসান ঘটল। শনিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) তরফে চার্লটনের প্রয়াণের কথা সরকারিভাবে ঘোষণা করা হয়। ম্যান ইউনাইটেড কিংবদন্তির তরফে জানানো হয় শনিবার ভোরের দিকে কিংবদন্তি ফুটবলার মারা যান।