Sports Highlights: দ্রাবিড়ের করোনা, নাম প্রত্যাহার সানিয়ার, নীরজের কামব্যাক, দিনের খেলার খবরের এক ঝলক
Today Sports Highlights: করোনা পরীক্ষার সময়ই দ্রাবিড়ের রিপোর্ট পজিটিভ আসে এবং তাঁর করোনার হালকা উপসর্গও আছে। করোনা সারিয়েই দ্রাবিড় দলের সঙ্গে আমিরশাহিতে যোগ দেবেন।
মুম্বই: এশিয়া কাপের আগে বড় ধাক্কা। করোনা আক্রান্ত রাহুল দ্রাবিড়। ইউএস ওপেন থেকে নাম তুলে নিলেন সানিয়া মির্জা। বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রি কোয়ার্টারে সাইনা নেহওয়াল। ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার কামব্যাক। দেখে নিন ২৩ অগাস্টের খেলার খবরের এক ঝলক -
রাহুল দ্রাবিড়ের করোনা
ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত হয়েছেন। বিসিসিআইয়ের তরফে আজ, মঙ্গলবার (২৩ অগাস্ট) রাহুল দ্রাবিড়ের করোনা আক্রান্ত হওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে সফর করার আগে করোনা পরীক্ষার সময়ই দ্রাবিড়ের রিপোর্ট পজিটিভ আসে এবং তাঁর করোনার হালকা উপসর্গও আছে। করোনা সারিয়েই দ্রাবিড় দলের সঙ্গে আমিরশাহিতে যোগ দেবেন।
নাম তুললেন সানিয়া
নিজের ইনস্টাগ্রামে এক স্টোরিতে সানিয়া নিজের চোটের বিষয়ে জানিয়ে লেখেন, 'আমার একটা খারাপ খবর জানানোর আছে। আমি কানাডায় দুই সপ্তাহ আগে খেলার সময় কনুইয়ে চোট পাই। সেই চোট কতটা গরুতর তা প্রথমে বুঝতে পারিনি। তবে কাল আমার স্ক্যানের রিপোর্ট আসার পরেই এর গভীরতাটা বুঝতে পারি। দুভার্গ্যবশত আমার টেন্ডনের কিছুটা ছিঁড়ে গিয়েছে। কয়েক সপ্তাহের জন্য আমায় কোর্টের বাইরেই থাকতে হবে এবং যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হচ্ছি।'
জোড়া ধাক্কা টাইগার শিবিরে
এশিয়া কাপের আগেই দুই বাংলাদেশি তারকা চোটের জেরে দল থেকে ছিটকে গেলেন। বাংলাদেশের পেস বোলার হাসান মাহমুদ গত সপ্তাহে অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরেই এক মাস মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে। ফলে তিনি এশিয়া কাপে অংশগ্রহণ করতে পারবেন না। এশিয়া কাপে খেলতে পারবেন না দলের তারকা উইকেটকিপার নুরুল হাসান সোহানও। সদ্যই নুরুলের বহুদিন ধরে আহত আঙুলে অস্ত্রোপ্রচার করা হয়েছে। অস্ত্রোপ্রচারের পর সম্পূর্ণভাবে সেরে উঠতে স্বাভাবিকভাবেই সময়ের প্রয়োজন। তাই নুরুলেরও খেলা হচ্ছে না এশিয়া কাপে।
সাইনার জয়
জাপানের টোকিও শহরে শুরু হয়ে গিয়েছে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। চোটের কারণে ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তবে আরেক কৃতি শাটলার সাইনা নেহওয়াল কিন্তু শুরুটা ভালই করলেন। মঙ্গলবার (২৩ অগাস্ট) নিজের প্রথম রাউন্ডের ম্যাচে সহজেই হংকংয়ের চুং ইয়াইকে স্ট্রেট গেমে পরাজিত করলেন সাইনা
ট্র্যাকে ফিরলেন নীরজ
২৪ জুলাই ইউজিনে বিশ্ব চ্য়াম্পিয়নশিপে ঐতিহাসিক রুপো জেতেন নীরজ। কিন্তু তারপরেই তাঁকে চোটের জন্য সরে দাঁড়াতে হয় কমনওয়েলথ গেমস থেকে। মেডিক্যাল দল তাঁকে চার সপ্তাহের বিশ্রামে পরামর্শ দেওয়ায় তাঁকে বাধ্য় হয়েই কমনওয়লথ গেমসের মাত্র দুই দিন আগে নাম প্রত্যাহার করতে হয়। তবে ২৪ বছর বয়সি ভারতীয় তারকা ফেরার জন্য প্রস্তুত। তিনি মঙ্গলবারই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের কামব্যাকের কথা জানান। পোস্টে নীরজ লেখেন, 'শুক্রবারের জন্য আমি প্রস্তুত বলেই অনুভব হচ্ছে। (আমায়) সমর্থন করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। লুয়াসান্নেতে দেখা হচ্ছে।'