Sports Highlights: বিশ্বকাপে পাক-বধ করল ভারত, সিএবির নতুন সভাপতি স্নেহাশিস, এক ঝলকে খেলার সব খবর
Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক ঝলকে।
কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেটে জয় পেল ভারতীয় দল। সিএবি-র নতুন সভাপতি হচ্ছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এক নজরে খেলার দুনিয়ার সব খবর।
পাক-বধ করল ভারত
পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) এবারের বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। জয়ের জন্য ভারতীয় দলের ১৬০ রানের প্রয়োজন ছিল। ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতায় একসময় ৩১ রানে চার উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু সেই অবস্থা থেকে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও বিরাট কোহলি (Virat Kohli) পঞ্চম উইকেটে শতাধিক রানের পার্টনারশিপ গড়েন। হার্দিক ৪০ রানে আউট হলেও, শেষ পর্যন্ত টিকে থাকেন কোহলি। তিনিই অপরাজিত অর্ধশতরানে ভারতকে ম্যাচ জেতালেন।
সিএবির সভাপতি স্নেহাশিস
রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে শেষ মুহূর্তে তাঁকে বাদ দিয়ে খেলানো হয়েছিল ভাই সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। ১৯৮৯-৯০ মরসুমে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। বাকিটা ইতিহাস। বাংলার সর্বকালের সেরা ক্রিকেটার হিসাবে নিজেকে মেলে ধরেছিলেন সৌরভ। সিএবি নির্বাচনে (CAB) অবশ্য উলটপুরাণ হল। যেখানে দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehasish Ganguly) জায়গা ছেড়ে দিলেন সৌরভ। সিএবি-র আসন্ন নির্বাচনে লড়াই করছেন না সৌরভ। তিনি যদিও আগে জানিয়েছিলেন যে, প্রেসিডেন্ট পদে লড়বেন। তারপর থেকেই জল্পনা চলছিল, কবে মনোনয়ন জমা করবেন সৌরভ।
রবিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বিকেল পাঁচটার মধ্যে মনোনয়ন জমা করতেই হতো। সৌরভ নিজেও সিএবি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে চমক অপেক্ষা করেছিল। দেখা যায়, সৌরভ নন, সিএবি প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা করছেন দাদা স্নেহাশিস। যিনি বর্তমানে সিএবি সচিব ছিলেন। ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা করেন অমলেন্দু বিশ্বাস। সচিব পদে মনোনয়ন দেন নরেশ ওঝা। যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কোষাধ্যক্ষ পদে মনোনয়ন জমা দেন প্রবীর চক্রবর্তী। যুগ্মসচিব থেকে যাচ্ছেন দেবব্রত দাসই। বিরোধীরা কোনও প্রার্থী না দেওয়ায় মনোনয়ন জমা করা প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসবেন। ৩১ অক্টোবর সিএবি-র বার্ষিক সাধারণ সভা। সেদিনই নতুন কমিটি গঠন করা হবে।
আয়ার্ল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
দাপুটে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২-এ নিজেদের অভিযান শুরু করল শ্রীলঙ্কা। আয়ার্ল্যান্ডকে (SL vs IRE) ৯ উইকেটে হারাল এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। সৌজন্যে কুশল মেন্ডিসের দুরন্ত অর্ধশতরান। ৩০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় দ্বীপরাষ্ট্র। শ্রীলঙ্কার জয়ের নায়ক কুশল মেন্ডিস। এদিন মেন্ডিস ৪৩ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন।
বিরাটের বিশ্বরেকর্ড
রবিবাসরীয় সন্ধ্যায় মেলবোর্ন ক্রিকেট ময়দানে উপস্থিত ৯০ হাজার দর্শক সাক্ষী হয়ে থাকল এক ঐতিহাসিক ইনিংসের। ব্যাট হাতে এক অবিস্মরণীয় ইনিংসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে (IND vs PAK) চার উইকেটে জয় এনে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৫৩ বলে অপরাজিত ৮২ রানের এক অনবদ্য ইনিংস খেললেন বিরাট কোহলি। বুঝিয়ে দিলেন অফফর্ম অতীত, তিনি ফের একবার ব্যাট হাতে বিশ্বকে শাসন করতে প্রস্তুত। এই ইনিংসের সুবাদেই নতুন ইতিহাসও গড়ে ফেললেন কোহলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মাই এই ফর্ম্যাটের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রানের মালিক ছিলেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে নিজের ইনিংসে ভারতীয় সতীর্থকে পিছনে ফেলে দিলেন বিরাট। রোহিতকে টপকে বিরাটই বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ১১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০২টি ইনিংস খেলেছেন। আজকের ম্যাচের পরে তাঁর মোট সংগ্রহ ৩৭৯৪ রান। বিরাট ৫১.৯৭-র গড়ে এই রান করেছেন। বিশ ওভারের আন্তর্জাতিকে তিনি এখনও পর্যন্ত ৩৪টি অর্ধশতরান ও একটি শতরান করেছেন।
আরও পড়ুন: 'মা কেন ঘরে নাচছে আর চিৎকার করছে বোঝার বয়সই হয়নি মেয়ের', বিরাট সাফল্যে গর্বিত অনুষ্কা