Sports Highlights: এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন জাডেজা, ফেডারেশনের নতুন সভাপতি চৌবে, খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে
Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
কলকাতা: এশিয়া কাপ টুর্নামেন্ট থেকে চোটের জেরে ছিটকে গেলেন রবীন্দ্র জাডেজা। ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হলেন কল্যাণ চৌবে। এক নজরে খেলার দুনিয়ার সব খবর।
সভাপতি কল্যাণ চৌবে
পূর্বাভাস ছিলই। তবে ভারতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট নির্বাচন যে এতটা একপেশে হয়ে যাবে, সেটা সম্ভবত ভাবতে পারেননি অনেকেই। কারণ, ফেভারিট কল্যাণ চৌবের বিরুদ্ধে যিনি নির্বাচন লড়ছিলেন, তিনি ভারতীয় ফুটবলের কিংবদন্তি। বাইচুং ভুটিয়া। সেই বাইচুংকে হেলায় হারিয়ে ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। ৩৩-১ ভোটে পাহাড়ি বিছে নামে খ্যাত বাইচুংকে হারিয়েছেন কল্যাণ।
ছিটকে গেলেন জাডেজা
এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে পৌঁছে গিয়েছে ভারত (Team India)। তবে তার মধ্যেই বিরাট ধাক্কা খেল টিম ইন্ডিয়া। হাঁটুর চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার। তাঁর পরিবর্তে সুযোগ পেলেন গুজরাতের অলরাউন্ডার। ডান হাঁটুতে চোট পেয়েছিলেন। সেই চোটের জন্যই এবার এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাডেজা। তাঁর পরিবর্তে জাতীয় সিনিয়র দলের নির্বাচকেরা বেছে নিলেন অক্ষর পটেলকে।
সুপার ফোরে পাকিস্তান
ভারতের বিরুদ্ধে হংকং বেশ লড়াই করেছিল, তবে জিততে পারিনি। পাকিস্তান এদিন নিজেদের ইনিংসে আগের ম্যাচে ভারতের থেকে এক রান বেশি ১৯৩ রান করে। তাই শুরু থেকেই হংকং ব্যাকফুটেই ছিল। তবে অনেকেই হংকংয়ের লড়াই দেখার জন্য মুখিয়ে ছিলেন। তবে প্রায় বিনা লড়াইয়েই পাকিস্তানের বিরুদ্ধে পরাজয় স্বীকার করে নিল হংকং। ১৯৪ রান তাড়া করতে নেমে মাত্র ৩৮ রানেই গুটিয়ে গেল তারা। এদিন পাকিস্তানের সফলতম বোলার শাদাব খান। চার উইকেট আসে তাঁর ঝুলিতে। ব্যাট হাতে পাকিস্তানের হয়ে রিজওয়ান ৫৭ বলে ৭৮ রান করে অপরাজিত করেন। খুশদিল ১৫ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ১৫৫ রানের আজকের এই জয়টিই পাকিস্তানের সবথেকে বড় ব্যবধানে জয়। ৩৮ রানে গুটিয়ে গিয়ে এশিয়া কাপ থেকে শারজার মাঠে সর্বনিম্ন স্কোরসহ একাধিক লজ্জার রেকর্ড গড়ল হংকং।
মুকেশের ৫ উইকেট
লাল বলের ক্রিকেটে তিনি যে যোগ্য দাবিদার আন্তর্জাতিক মঞ্চে খেলার, তা অনেকদিন আগে থেকেই দাবি উঠছিল। আর সুযোগেই বাজিমাত করলেন মুকশ কুমার। নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে একাই তুলে নিলেন ৫ উইকেট। গতকাল অভিষেকের দিনেই ৩ উইকেট তুলে নিয়েছিলেন। এদিন আরও ২ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে প্রথমবারই দুর্দান্ত শুরু করলেন।
প্রথম দিনের শেষে নিউজিল্য়ান্ড এ দলের স্কোর ছিল ১৫৬/৫। এদিন খেলার শুরুতে সিন সোলিয়াকে ফিরিয়ে দেন মুকেশ। বাংলার পেসারের বলে রজত পাতিদারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। মুকেশ তাঁর পঞ্চম উইকেট পূরণ করেন লোগান ভান বিককে প্য়াভিলিয়নের রাস্তা দেখিয়ে। এছাড়াও এদিন বাকি তিনটি উইকেট তুলে নেন এস এন খান, কুলদীপ যাদব। নিউজিল্য়ান্ড এ দলের ইনিংস এদিন শেষ হয়ে যায় ৪০০ রান।
বিশ্বকাপে নেই বেয়ারস্টো
সদ্য কয়েক ঘণ্টা আগেই ইংল্যান্ডের তরফে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করা হয়েছিল। তাতে স্বাভাবিকভাবেই জনি বেয়ারস্টোর নাম ছিল। তবে সেই দল ঘোষিত হওয়ার পরেই এক দুর্ঘটনায় চোটের কবলে পড়েন ইংরেজ তারকা। শুক্রবার লিডসে গল্ফ খেলছিলেন বেয়ারস্টো। সেই সময়েই দুর্ঘটনার জেরে তাঁর লোয়ার লিম্বে চোট লাগে। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্ট, টি-টোয়েন্টি বিশ্বকাপসহ গোটা ইংরেজ গ্রীষ্মের বাকি মরসুমটাই আর খেলা হবে না বেয়ারস্টোর। সামনের সপ্তাহে বেয়ারস্টো এক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তারপরেই তাঁর চোট ঠিক কতটা গুরুতর এবং তিনি কতদিন মাঠের বাইরে থাকবে, সেই বিষয়ে স্পষ্ট ধারণা মিলবে।
আরও পড়ুন: কিশোর কুমারের বাংলোয় রেস্তোরাঁ খুলছেন কোহলি! বড় খবর দিলেন অমিত কুমার