Sports Highlights: ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি, মোহনবাগানের পরাজয়, এক নজরে খেলার সব খবর
Top Sports News: এক নজরে খেলার দুনিয়ার সেরা খবরগুলি।
কলকাতা: তৃতীয় দিনের শেষে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয়ের মুখে ভারতীয় দল। আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের হার। এক নজরে খেলার সারাদিনের সব খবর।
জয়ের হাতছানি
জমে গেল ঢাকা টেস্ট। শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার আর মাত্র ১০০ রান। হাতে রয়েছে ৬ উইকেট। ১৪৫ রান করলেই ম্যাচ পকেটে। এই লক্ষ্যে খেলতে নেমে দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৫ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন বিরাট কোহলি, কে এল রাহুল। ক্রিজে আছেন অক্ষর পটেল ও নাইটওয়াচম্য়ান জয়দেব উনাদকাট।
গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৭ রান বোর্ডে তুলে নেয় বাংলাদেশ। এদিন ব্যাট করতে নেমে শান্তর উইকেট হারায় বাংলাদেশ। যদিও প্রথম টেস্টের শতরানকারী জাকির হাসান অর্ধশতরান করেন। যদিও ৫১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। উমেশ যাদব তুলে নেন জাকির হাসানের উইকেট। লোয়ার অর্ডারে ৭৩ রানের ইনিংস খেলেন লিটন দাস। নিজের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান তিনি। নুরুল হাসান ৩১ ও তাসকিন আহমেদ ৩১ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২৩১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।
১৪৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দিনের শেষে ৪৫ রানের বিনিময়ে ৪ উইকেট খুঁইয়ে ফেলেছে ভারতীয় দল। একে একে প্যাভিলিয়নে ফিরেছেন ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার। অধিনায়ক কে এল রাহুল ২ রান করে ফেরেন। শুভমন গিল ৭ রান করেন। ৬ রান করেন চেতেশ্বর পূজারা। ২২ বলে ১ রান করে আউট হন বিরাট কোহলি। অক্ষর পটেল ২৬ রান করে ব্যাট করছেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের মেহদি হাসান মিরাজ ৩ উইকেট তুলে নিয়েছেন।
মোহনবাগানের হার
সমস্যায় জর্জরিত এটিকে মোহনবাগানকে নিজেদের ঘরের মাঠে বাগে পেয়ে চলতি লিগের প্রথম জয় ছিনিয়ে নিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। টানা দশ ম্যাচে হারার পরে এটাই তাদের প্রথম জয় এবং বড়দিনের আগের রাতে তারা এই উপহার অর্জন করল লিগ টেবলের তিন নম্বরে থাকা এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। ৬৯ মিনিটে কলম্বিয়ান স্ট্রাইকার উইলমার জর্ডনের গোলেই এ দিন ১-০-য় জয় অর্জন করে নর্থইস্ট ইউনাইটেড।
সম্প্রতি কোচ বদলে ইতালি থেকে ভিনসেনজো অ্যানেসকে নিয়ে আসার পরে এই প্রথম হাসিমুখে মাঠ ছাড়তে পারলেন নর্থইস্ট ইউনাইটেডের ফুটবলাররা। যদিও এই ম্যাচের ফলে লিগ টেবলে কোনও দলেরই অবস্থান বদল হল না। কিন্তু এটিকে মোহনবাগান তিন নম্বরে থেকেই বছর শেষ করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই গেল। কারণ, তাদের চোট-আঘাতের সমস্যা এ দিন আরও বাড়ল মাঝমাঠের দুই নিয়মিত খেলোয়াড় দীপক টাঙরি ও আশিক কুরুনিয়ান চোট পেয়ে মাঠ ছাড়ায়।
চার দিন পরেই তারা যখন ফের মাঠে নামবে এফসি গোয়ার বিরুদ্ধে, তখন প্রথম এগারোয় কাদের রাখবেন কোচ হুয়ান ফেরান্দো, সেটাই বড় প্রশ্ন। এই ম্যাচের পর অবস্থান না বদলালেও এটিকে মোহনবাগানের সঙ্গে শীর্ষস্থানীয় মুম্বই সিটি এফসি-র পয়েন্টের ব্যবধান দাঁড়াল সাত পয়েন্টের এবং দু’নম্বর হায়দরাবাদের সঙ্গে পাঁচ পয়েন্টের। যা তাদের সেরা দুইয়ে থাকার দৌড়ে অনেকটাই পিছিয়ে দিল। সোমবার কেরালা ব্লাস্টার্স বনাম ওডিশা এফসি ম্যাচের জয়ী দল তাদের তিন নম্বর জায়গাটা থেকেও নামিয়ে দেবে। বুধবার বছরের শেষ ম্যাচে চার নম্বরে থাকা এফসি গোয়াকে হারাতে না পারলে গতবারের সেমিফাইনালিস্টরা আরও নীচে নেমে যেতে পারে।
নিবার্চক প্রধান আফ্রিদি
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে বড় রদবদল ঘটেছে। চেয়ারম্যান পদ থেকে রামিজ রাজাকে সরানো হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন নাজম শেঠি। এবার পাকিস্তান নির্বাচন কমিটিতেও বড় বদল ঘটল। পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হলেন প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)।
পাকিস্তান দলের হয়ে দুই দশকেরও অধিক সময় ধরে খেলেছেন আফ্রিদি। বহুদিন দলের অধিনায়কত্বও করেছেন তিনি। এবার নির্বাচক হিসাবে নতুন দায়িত্ব পেলেন তিনি। আফ্রিদির পাশাপাশি আব্দুল রজ্জাক ও রাও ইফতিকারও রয়েছেন এই নির্বাচন কমিটিতে। পাকিস্তান বোর্ডের তরফে শনিবারই (২৪ ডিসেম্বর) এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান বোর্ড লেখে, 'পিসিবি ম্যানেজমেন্ট কমিটি পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিকে অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিটির প্রধান নিযুক্ত করল। আব্দুল রজ্জাক ও রাও ইফতিকার অঞ্জুমও এই প্যানেলের অন্যতম সদস্য।'
ক্ষুব্ধ বিরাট
গোটা সিরিজে রান পাননি। ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ২৪ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ১ রান করেই আউট হন। ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় স্বভাবতই মেজাজ ছিল বিগড়ে। তার মধ্যে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়লেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর যখন ৩৭, তখন বিরাট আউট হন। কোহলির উইকেট পেয়ে তেতে ওঠেন মেহদি, তাইজুল, তাসকিনরা। এরপরই ঝামেলার সূত্রপাত।
আউট হয়ে যখন ফিরছিলেন বিরাট, তখন বাংলাদেশের ক্রিকেটাররা তাঁকে কিছু একটা বলেন। বিরাট ক্রিজ ছাড়ার মুহূর্তে যা শুনে ফের এগিয়ে আসেন বাংলাদেশের ক্রিকেটারদের দিকে। সেই সময়ই শাকিব আল হাসান ও আম্পায়াররা মিলে বিরাটকে শান্ত করার চেষ্টা করেন। বিরাটকে বোঝানোর পর শাকিবকে দেখা যায় নিজের সতীর্থদের দিকে এসেও তাঁদের কিছু বোঝাচ্ছেন।
আরও পড়ুন: মেসির বিশ্বজয়, ম্যান ইউনাইটেড-রোনাল্ডো ভাঙন, ২০২২ সালে বিশ্ব ফুটবলের সাত-সতেরো