(Source: ECI/ABP News/ABP Majha)
Sports Highlights: এশিয়ান গেমসের প্রথম দিনে ৫টি পদক ভারতের, অস্ট্রেলিয়াকে হারাল ভারত, দিনের সেরা খেলার খবর এক ঝলক
Todays Sports Highlights: রবিবারের সেরা খেলার খবরগুলো এক ঝলকে -
কলকাতা: এশিয়ান গেমসে প্রথম দিনেই পাঁচটি পদক জিতল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় ভারতের। সিরিজেও জিতে নিল কে এল রাহুলের দল। দেখে নিন আজকের খেলার সেরা খবরগুলোর এক ঝলক -
এশিয়ান গেমসে ভারতের প্রথমদিন
এশিয়ান গেমসে ৫টি পদক জয় ভারতের। রোয়িং-এ ৩টি পদক ও শ্যুটিং-এ ২টি পদক জয় ভারতের। বঙ্গ সন্তানের হাত ধরে প্রথম পদক এল ভারতের ঝুলিতে। ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জয়ী মহিলা দলের সদস্য হুগলির মেহুলি। বৈদ্যবাটীর মেয়ে মেহুলির দলে ছিলেন রমিতা ও আশি চোকসি। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন রমিতা। পুরুষদের রোয়িং লাইটওয়েট ডাবলস স্কালসে রুপো জিতলেন অর্জুনলাল ও অরবিন্দ। পুরুষদের রোয়িং-এ কক্সড এইট ইভেন্টেও রুপো জিতেছে ভারতীয় দল। রোয়িং-এ পুরুষদের কক্সলেস পেয়ার ফাইনালে ব্রোঞ্জ পেলেন লেখ রাম ও বাবুলাল যাদব। বক্সিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন নিখাত জারিন। ফুটবলে মায়ানমারকে হারিয়ে দিল ভারত।
ভারতের অস্ট্রেলিয়া বধ
বিশ্বকাপের আগে শেষ ওয়ান ডে সিরিজ (ODI Series) জিতে নিল ভারতীয় দল (Indian Cricket Team)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯৯ রানে অজিদের হারিয়ে দিল কে এল রাহুলের নেতৃত্বাধীন ভারত। বল হাতে ৩টি করে উইকেট তুলে নিলেন ভারতের স্পিন জুটি অশ্বিন-জাডেজা। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে এই নিয়ে ৭টি ওয়ান ডে ম্য়াচ জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। প্রথমে ৩৯৯ রান বোর্ডে তুলে নেয় রাহুলের দল। এরপর অজিরা রান তাড়া করতে নামার পর বৃষ্টি নামে। ডিএলএস মেথডে ৩৩ ওভারে ৩১৭ রান লক্ষ্যমাত্রা দাঁড়ায়। ২১৭ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
স্মৃতিরা ফাইনালে
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের মহিলা দলকে কার্যত দাঁড়াতেই দিল না ভারত। দিনকয়েক আগেই এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৫০ রানে অল আউট করেছিল ভারতীয় পুরুষ দল। এবার মহিলা দল ৫১ রানে অল আউট করল বাংলাদেশকে। এশিয়ান গেমসের সেমিফাইনালে পূজা বস্ত্রকরের (Pooja Vastrakar) চার উইকেটে ভর করে পড়শি দেশকে অলআউট করে ভারত। অল্প রান তাড়া করতে নেমে জেমাইমা রডরিগেডজের ২০ রানের ইনিংস আট উইকেটে ভারতের জয় সুনিশ্চিত করে।