Sports Highlights: ইস্টবেঙ্গলের ড্র, দলীপে অধিনায়ক মনোজ, ইরফানের হেনস্থা, খেলার দুনিয়ার সারাদিন
Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
কলকাতা: ডুরান্ড কাপে ফের ড্র ইস্টবেঙ্গলের। বিরাট কোহলি-মহম্মদ ইউসুফ সাক্ষাৎ। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলকে নেতৃত্ব দেবেন মনোজ তিওয়ারি। সুযোগ পেলেন বাংলার ৭ ক্রিকেটার। এক নজরে খেলার দুনিয়ার সব খবর।
ইস্টবেঙ্গলের ড্র
ডুরান্ড কাপের (Durand Cup) দ্বিতীয় ম্যাচেও গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট সংগ্রহ করল লাল-হলুদ বাহিনী। অন্যদিকে, এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করার পরে কলকাতার আর এক প্রধানের বিরুদ্ধে থমকে গেল আই লিগে খেলা নতুন দল রাজস্থান ইউনাইটেড।
বৃহস্পতিবার কলকাতার কিশোরভারতী স্টেডিয়ামে গোলশূন্য থেকে গেল ‘বি’ গ্রুপের গুরত্বপূর্ণ ম্যাচটি। এই ড্রয়ের ফলে অবশ্য সুবিধাই হল শীর্ষস্থানীয় মুম্বই সিটি এফসি-র। বৃহস্পতিবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ১-১ ড্র করেও গোলের বিচারে তারা গ্রুপের শীর্ষেই রয়ে গেল।
বিরাট-ইউসুফ সাক্ষাৎ
শনিবার, ২৭ অগাস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। আর টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মারকাটারি লড়াই। রবিবাসরীয় মহারণে ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। যে ম্যাচে সকলের আলাদা করে নজর থাকবে একজনের দিকে। বিরাট কোহলি (Virat Kohli)।
পাক মহারণের আগে মাঠে পাকিস্তানের এক কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে দেখা হয়ে গেল কোহলির। তিনি মহম্মদ ইউসুফ। যিনি এখন পাকিস্তান দলের কোচ। রবিবারের ম্যাচে কোহলিকে থামানোর অঙ্ক কষতে হবে। তবে ম্যাচের আগে কোহলিকে দেখে খোশগল্প জুড়লেন ইউসুফ। সেই ঘটনা ধরা পড়ল ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও।
নেতৃত্বে মনোজ
দলীপ ট্রফির (Duleep Trophy) জন্য পূর্বাঞ্চল দল বেছে নেওয়া হল বৃহস্পতিবার। দলে রাখা হয়েছে ১৫ ক্রিকেটারকে। যাঁদের মধ্যে সাতজন বাংলার। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে মনোজ তিওয়ারিকে। যিনি এখন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী।
সক্রিয় রাজনীতিতে যোগ দিলেও ক্রিকেট ছাড়েননি মনোজ। গত মরসুমে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেন। সেঞ্চুরিও করেন। সীমিত ওভারের ক্রিকেটে না খেললেও তিনি যে প্রথম শ্রেণির ক্রিকেট খেলবেন, জানিয়েছেন মনোজ। তারপরই তাঁকে দলীপ ট্রফির দলেও রাখা হল।
৮ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে দলীপ ট্রফি। এবার ফের আঞ্চলিক ফর্ম্যাটে করা হচ্ছে এই টুর্নামেন্ট। বৃহস্পতিবার রাঁচিতে পূর্বাঞ্চলের দল নির্বাচন ছিল। বাংলার প্রতিনিধি হিসাবে সেই বৈঠকে ছিলেন শুভময় দাস। দলে সুযোগ পেয়েছেন বাংলার মোট সাত ক্রিকেটার। মনোজ ছাড়া বাকিরা হলেন সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, শাহবাজ আমেদ, ঈশান পোড়েল ও আকাশ দীপ। চারজন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। সেখানেও বাংলার সায়নশেখর মণ্ডলকে রাখা হয়েছে।
নেটে বিধ্বংসী
এশিয়া কাপ (Asia Cup 2022) শুরু হতে আর দুদিন বাকি। ভারতের প্রথম ম্যাচ রবিবার। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। তার আগে দুরন্ত ছন্দে রোহিত শর্মা (Rohit Sharma)। নেটে বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন ভারত অধিনায়ক।
সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে রোহিতকে দেখা যাচ্ছে আর অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের বলে একের পর এক গগনচুম্বী ছক্কা মারতে। যা দেখে আপ্লুত ক্রিকেটপ্রেমীরা। অনেকেই মন্তব্য করছেন, এশিয়া কাপে রোহিত এরকম ছন্দে থাকলে ভারতের ভাল ফলাফল হবেই।
ইরফানের হেনস্থা
আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2022) ধারাভাষ্যকার হিসাবে কাজ করবেন তিনি। টুর্নামেন্ট শুরু হচ্ছে শনিবার থেকে। সে কারণেই বুধবার মুম্বই থেকে দুবাই যাচ্ছিলেন ইরফান পাঠান (Irfan Pathan)। তবে দুবাই যাওয়ার সময় মুম্বই বিমানবন্দরে সমস্যার সম্মুখীন হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরফান।
প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান এশিয়া কাপের জন্য তাঁর স্ত্রী এবং সন্তানদের নিয়ে মুম্বই থেকে দুবাই যাচ্ছিলেন। কিন্তু বিমানবন্দরে ভিস্তারার চেক-ইন কাউন্টারে প্রায় দেড় ঘণ্টা স্ত্রী-সন্তান নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তাঁকে।
প্রাক্তন অলরাউন্ডার ট্যুইট করেন, ‘আজ আমি মুম্বই থেকে ভিস্তারা ফ্লাইটে দুবাই যাচ্ছিলাম। চেক ইন কাউন্টারে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছিল। ভিস্তারা আমার কনফার্ম টিকিটে কারসাজি করেছে। এ সমস্যার সমাধানের জন্য আমাকে কাউন্টারে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। আমার সঙ্গে আমার স্ত্রী,আট মাসের শিশু এবং পাঁচ বছরের সন্তান ছিল’।
যুক্তরাষ্ট্র ওপেনে নেই জোকার
তাঁর করোনা প্রতিষেধক না নেওয়া নিয়ে তোলপাড় হয়েছিল টেনিসবিশ্ব। কিন্তু নোভাক জকোভিচ (Novak Djokovic) নিজের অবস্থানে অটল ছিলেন। করোনার টিকা নেননি জোকার। যে কারণে এবার যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। যুক্তরাষ্ট্র ওপেনের ড্র চূড়ান্ত হওয়ার ঠিক আগে জকোভিচ জানিয়ে দিলেন, তিনি এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না।