Sports Highlights: আইরিশ অস্ত্রে ঘায়েল ইংল্যান্ড, বিশ্বকাপে কাঁটা বৃষ্টি, খেলার দুনিয়ার সব খবরের ঝলক
Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
কলকাতা: টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চমক আয়ার্ল্যান্ডের। বৃহস্পতিবার ভারত নামছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।
বিশ্বকাপে অঘটন
টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে তাদের। অথচ বিশ্বকাপের শুরুতেই বিরাট ধাক্কা খেল ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তাদের ৫ রানে হারিয়ে দিল আয়ার্ল্যান্ড (England vs Ireland)।
প্রথমে ব্যাট করে আয়ার্ল্যান্ড ১৫৭ রানে অল আউট হয়ে যায়। আইরিশদের ইনিংসের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। পল স্টার্লিং ৮ বলে ১৪ রান করে ফিরলেও, ইনিংসের হাল ধরে নেন বলবার্নি। তাঁকে যোগ্য সঙ্গত করেন লোরকান টাকার। দ্বিতীয় উইকেটে দুজনে ৫৭ বলে ৮২ রান যোগ করেন। লিয়াম লিভিংস্টোনের বলে অ্যালেক্স হেলসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪৭ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলে যান বলবার্নি। ২৭ বলে ৩৪ রান করে ফেরেন টাকার। ১২ ওভারে বোর্ডে ১০৩ রান তুলে ফেলে আয়ার্ল্যান্ড।
যদিও এর পরেই প্রত্যাঘাত করেন ইংরেজ বোলাররা। টাকার রান আউট হয়ে যান। মার্ক উড পরপর ফিরিয়ে দেন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্পহারকে। চার বল বাকি থাকতেই ১৫৭ রানে অল আউট হয়ে যায় আয়ার্ল্যান্ড। ইংরেজ বোলারদের মধ্যে লিভিংস্টোন ১৭ রানে তিনটি ও মার্ক উড ৩৪ রানে তিনটি উইকেট নেন। ২ উইকেট স্যাম কারানের।
রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিরে যান বাটলার। কোনও রান না করে। ৭ রান করে ইনিংসের তৃতীয় ওভারে ফেরেন অপর ওপেনার হেলস। দুবারই ঘাতক জশ লিটল। এরপর ডাউইড মালান ইনিংসের হাল ধরার চেষ্টা করেন। ৩৭ বলে ৩৫ রান করেন তিনি। কিন্তু পরপর ফিরে যান বেন স্টোকস (৬ রান) ও হ্যারি ব্রুক (১৮ রান)। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং শুরু করেন মঈন আলি। যিনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে একাধিক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। কিন্তু মেলবোর্নে ১২ বলে ২৪ রানে তিনি অপরাজিত থাকাকালীন বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ইংল্যান্ডের স্কোর তখন ১৪.৩ ওভারে ১০৫/৫। ডাকওয়ার্থ লুইস নিয়মে দেখা যায়, প্রয়োজনীয় স্কোরের চেয়ে ৫ রান পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। তাই আয়ার্ল্যান্ডকে ৫ রানে জয়ী ঘোষণা করা হয়।
কাঁটা বৃষ্টি
ইংল্যান্ড বনাম আয়ার্ল্যান্ড (England vs Ireland) ম্যাচে বৃষ্টি বাদ সাধলেও ফয়সালা হয়েছিল। কিন্তু বুধবার মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে কপাল পুড়ল নিউজিল্যান্ডের। আফগানিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের (Afghanistan vs NewZealand) ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। এক বলও খেলা হল না। দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য হল।
খাবার বিতর্ক
পাকিস্তানকে হারিয়ে চনমনে ভারতীয় শিবির (Team India)। রোহিত শর্মাদের (Rohit Sharma) পরের ম্যাচ বৃহস্পতিবার সিডনিতে, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তার আগে ভারতীয় শিবিরে অসন্তোষ খাবার নিয়ে!
অভিযোগ, মঙ্গলবার সিডনিতে (Sydney Cricket Ground) অনুশীলনের পর ভারতীয় ক্রিকেটারদের দেওয়া হয়েছিল ঠান্ডা খাবার। সেটাও নিম্নমানের ছিল। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেটারদের নিজেদেরই স্যান্ডউইচ বানিয়ে নিতে বলা হয়েছিল। শোনা যাচ্ছে, চূড়ান্ত অব্যবস্থার জেরে মধ্যাহ্নভোজ বয়কট করে ভারতীয় দল। তবে বিষয়টি নিয়ে ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
বিশ্রাম নয়
প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অভিযান শুরু করেছে ভারত। কাল, বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে সামনে নেদারল্যান্ডস (Ind vs Netherlands)। প্রতিপক্ষ হিসাবে যাদের দুর্বল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেরা একাদশকেই মাঠে নামাতে চায় ভারত। কোনও ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন না রোহিত শর্মারা। যা সাফ জানিয়ে দিলেন দলের বোলিং কোচ পারস মামব্রে।
ডার্বি আপডেট
শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি। আইএসএলে (ISL) মুখোমুখি চিরপ্রদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohunbagan)। সেই ম্যাচে হতাশ করবেন না বলেই সমর্থকদের আশ্বাস দিলেন এটিকে মোহনবাগানের তারকা মিডফিল্ডার হুগো বুমোস।
বার্ষিক পুরস্কার
করোনার জন্য গত ২ বছর স্থগিত ছিল। আগামী ২৯ অক্টোবর, শনিবার তিন বছরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সারবে সিএবি (CAB)। সেদিন এক মঞ্চে জীবনকৃতি পুরস্কার তুলে দেওয়া হবে তিনজনের হাতে।
২০১৯-২০ সালের জীবনকৃতি পুরস্কার পাবেন প্রাক্তন ক্রিকেটার ও বাংলার প্রাক্তন অধিনায়ক উদয়ভানু বন্দ্যোপাধ্যায়। ২০২০-২১ সালের জন্য জীবনকৃতি দেওয়া হবে সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে। যাঁর নেতৃত্বে শেষবার রঞ্জি ট্রফি জিতেছিল বাংলা। ২০২১-২২ সালের জীবনকৃতি পাবেন বাংলার রঞ্জি জয়ী দলের সদস্য অশোক মলহোত্র। সেই সঙ্গে জীবনকৃতি দেওয়া হবে তিন মহিলা ক্রিকেটারকেও। ২০১৯-২০ সালের জন্য জীবনকৃতি পাবেন গার্গী বন্দ্যোপাধ্যায়। ২০২০-২১ সালের জন্য পুরস্কার পাবেন প্রাক্তন তারকা লোপামুদ্রা বন্দ্যোপাধ্যায়। ২০২০-২১ সালের জন্য সেই সম্মান পাবেন মিঠু মুখোপাধ্যায়।
পাশাপাশি সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া, মহিলাদের ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। কমনওয়েলথ গেমসের রুপোজয়ী ভারতীয় দলের সদস্য দীপ্তি শর্মাকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। মহিলাদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্য রিচা ঘোষকেও দেওয়া হবে বিশেষ পুরস্কার। তাঁকে মহিলাদের জাতীয় দলের হয়ে ওয়ান ডে অভিষেকের জন্যও দেওয়া হবে পুরস্কার।