Sports Highlights: হাংঝৌতে ইতিহাস ভারতের, বাংলাদেশ, শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা, দেখে নিন দিনের সেরা খেলার খবর
Todays Sports Highlights: আজকের সেরা খেলার খবরগুলো এক নজরে -
কলকাতা: এশিয়ান গেমসে ইতিহাস ভারতের ইকুয়েস্ট্রিয়ানে সোনা। ৪১ বছর পর সোনা জয়। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের। কলকাতা লিগে জয় মহমেডান ও ইস্টবেঙ্গলের। দেখে নিন আজকের খেলার খবরের সেরা খবরগুলো এক নজরে -
এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ান সোনা ভারতের
সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতি সিংহ, হৃদয় বিপুল চেদ্দা ও অনুশ অগ্রবালের ইকুয়েস্ট্রিয়ান দল ইতিহাস গড়ল। ৪১ বছর পর জিতল সোনা। এশিয়ান গেমসে ড্রেসেজ টিম ইভেন্টে তৃতীয় সোনা জিতল ভারত। ভারতীয় দল শুরুর দিকে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। কিন্তু সেই স্থান থেকে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান সুদীপারা। একসময় চিন এবং হংকং ভারতীয় দলের থেকে এগিয়ে গিয়েছিল। ব্রোঞ্জ পদকই ভারতের একমাত্র বিকল্প বলে মনে হচ্ছিল। এমন পরিস্থিতিতে অনুশ এবং তাঁর ঘোড়া ইত্রো ৭১.০৮৮ পয়েন্ট স্কোর করে। এর সুবাদেই ব্যক্তিগত তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে অনুশ। বাকিরাও নিজেদের পারফরম্যান্সে উন্নতি করে এবং ভারতীয় দল শীর্ষে উঠে আসে।
চিনে আয়োজিত ১৯তম এশিয়ান গেমসের তৃতীয় দিনে ভারতকে প্রথম পদক এনে দিল নেহা ঠাকুর (Neha Thakur)। ১১টি রেসের পর হিলাদের ডিংহি আইএলসিএ৪ সেলিংয়ে রুপো জিতে নিল নেহা। গোটা প্রতিযোগিতা জুড়েই সে ধারাবাহিকাভাবে পারফর্ম করেছে। সেই ধারাবাহিকতারই সুফলস্বরূপ পোডিয়ামে শেষ করল তরুণী।
বিশ্বকাপের শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা
আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্বে দাসুন শনাকাই। তাঁর ডেপুটি বেছে নেওয়া হয়েছে কুশল মেন্ডিসকে। তবে তারকা লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে রাখা হয়নি স্কোয়াডে। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্যই এই বিশ্বকাপে খেলা হবে না তারকা লেগির। ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব দলগুলোকেই বিশ্বকাপের জন্য তাঁদের স্কোয়াড পাঠাতে হবে। সেই মত নির্দিষ্ট দিনের ২ দিন আগেই স্কোয়াড ঘোষণা করে ফেলল শ্রীলঙ্কা।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
শাকিবের সঙ্গে দ্বন্দ্বটাই কি কাল হল তামিম ইকবালের (Tamim Iqbal) জন্য? বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর অন্তত তেমনটাই সত্যি মনে হচ্ছে। আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দলে নেই তামিমের নাম। ফিটনেস নিয়ে সংশয় থাকলেও ফেরানো হয়েছে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে। অধিনায়ক হিসেবে স্বাভাবিকভাবেই বেছে নেওয়া হয়েছে শাকিব আল হাসানকে।
কলকাতা লিগে জয় মহমেডান ও ইস্টবেঙ্গলের
আরও একটা জয়। কলকাতা লিগ জয়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে মহমেডান এসসি । ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিল সাদা কালো ব্রিগেড। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই কলকাতা লিগ জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল চেরনিশভের দল। সাদা কালো ব্রিগেডের হয়ে গোল করলেন আঙ্গুসানা এবং ডেভিড। এই ম্যাচ জয়ের পর শুধুমাত্র ৪১ পয়েন্ট ঝুলিতে মহমেডানের। আগামী ২৯ তারিখ মোহনবাগানের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলতে নামবে তারা। সেই ম্যাচ জিতলেই সিএফএ খেতাব প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্য ম্যাচে ইস্টবেঙ্গল খিদিরপুরকে ১০-১ গোলে হারিয়ে দিল।