![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sports Highlights: ডুরান্ডে কোয়ার্টারে কাল মোহনবাগান, সৌরভের পছন্দের দল, সারাদিনের খেলার খবরের এক ঝলক
Todas Sports Highlights: আজকের খেলার সেরা খবরগুলোর এক ঝলক -
![Sports Highlights: ডুরান্ডে কোয়ার্টারে কাল মোহনবাগান, সৌরভের পছন্দের দল, সারাদিনের খেলার খবরের এক ঝলক sports highlights know latest updates of teams players matches and other highlights 27th august Sports Highlights: ডুরান্ডে কোয়ার্টারে কাল মোহনবাগান, সৌরভের পছন্দের দল, সারাদিনের খেলার খবরের এক ঝলক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/27/4962c296e2a956600762dfc1572449e51693075716708206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ভারতীয় দল বেছে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হ্য়াটট্রিক করলেন রোনাল্ডো। চুমু খেয়ে নির্বাসিত স্পেন ফুটবল সংস্থার সভাপতি। দেখে নিন আজকের খেলার জগতের সেরা খবরগুলো।
সৌরভের পছন্দের দল
আসন্ন বিশ্বকাপের আগে টুর্নামেন্টের জন্য নিজের পছন্দের সেরা ভারতীয় দল বেছে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বেছে নেওয়া দলটি অনেকটা এমন, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা
রোনাল্ডোর হ্যাটট্রিক
দিন কয়েক আগেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা পাকা করেছে আল নাসর। সেই ম্যাচের পর আল ফাতের বিরুদ্ধে মাঠে নেমে দুরন্ত জয় পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা (Cristiano Ronaldo)। নিজের কেরিয়ারের ৬৩তম হ্যাটট্রিক করলেন পর্তুগিজ মহাতারকা। জোড়া গোল করলেন সাদিও মানেও (Sadio Mane)। ৫-০ গোলে আল ফাতেকে হারাল আল নাসর (Al Nassr)।
এগােলেন প্রজ্ঞাননন্দ
সদ্য প্রকাশিত বিশ্ব দাবা ব়্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এলেন প্রজ্ঞাননন্দ। ভারতীয় হিসাবে তিনি তালিকায় তৃতীয়। তাঁর আগে চেন্নাইয়ের সতীর্থ ডি গুকেশ ও তাঁর আইডল বিশ্বনাথন আনন্দ রয়েছেন। লাইভ রেটিং অনুযায়ী, প্রজ্ঞাননন্দের রেটিং পয়েন্ট ২৭০৭ থেকে বেড়ে ২৭২৭.২ পয়েন্ট হয়েছে। প্রজ্ঞাননন্দ হরিকৃষ্ণ পেন্টালা (২৭১১) ও ভিদিক গুজরাতিকে (২৭২৩) পিছনে ফেলে দিয়েছেন। বিশ্বকাপের ক্লাসিকাল ফর্ম্যাটে মোট ২০.২ পয়েন্ট অর্জন করেছেন প্রজ্ঞাননন্দ।
কোয়ার্টারে নামছে সবুজ মেরুন
রবিবার ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। মুম্বই বধের লক্ষ্যে নামার আগে বাগান শিবিরের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে দিমিত্রি পেত্রাতসের অনুশীলনে নেমে পড়া। চোখের সংক্রমণ সারিয়ে জোরকদমে প্রস্তুতি সেরেছেন পেত্রাতস।
কড়া শাস্তি
স্পেন ফুটবল সংস্থার প্রধান লুইস রুবিয়ালেসকে (Luis Rubiales) তিন মাসের জন্য বহিষ্কার করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় স্পেন (Spain)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুবিয়ালেস স্পেনের মহিলা ফুটবলার জেনি হারমোসোকে চুম্বন করে বসেন। তখনও রুবিয়ালেস বুঝতে পারেননি এর জল গড়াতে পারে বহুদূর। রুবিয়ালেসের বিরুদ্ধে ফিফা তদন্ত প্রক্রিয়া শুরু করে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। তাঁকে যে পদ খোয়াতে হতে পারে, সেই সম্ভাবনা ছিলই। শনিবার যা বাস্তব হল।
সোনা জয় ভারতীয় দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের
ইতিহাস গড়ল ভারতীয় মহিলা দৃষ্টিহীন ক্রিকেট দল। আইবিএসএ ওয়ার্ল্ড গেমসে সোনা জয় ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ উইকেট জয় ছিনিয়ে নিল তারা। প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। এজবাস্টনে হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে শেষ পর্যন্ত অজিদের হারিয়ে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। গত শনিবার এজবাস্টনে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ভারতীয় দল ব্যাটিংয়ে নামার আগেই বৃষ্টি নামে। ফলে বৃষ্টি থামার পর যখন খেলা শুরু হয়, তখন লক্ষ্যমাত্রা এসে দাঁড়ায় ৪২ রান। ৯ ওভার হাতে সময় ছিল ভারতের কাছে। কিন্তু মাত্র ৩.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ৭ বলে ১১ রান করেন নীলাপ্পা। ১১ বলে ১৮ রানে অপরাজিত থাকেন দীপিকা।
কলকাতা লিগে আর খেলবে না মোহনবাগান
বড় সিদ্ধান্ত মোহনবাগান সুপারজায়ান্টস ক্লাবের। কলকাতা লিগে আর দল নামাবে না সবুজ মেরুন বাহিনী। ক্লাবের তরফে সচিব দেবাশিস দত্ত এদিন সাংবাদিক বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এশিয়ান গেমস ও এফসি কাপের ক্য়াম্পের জন্য প্লেয়ার ছাড়তে হবে। ফলত দলের সিনিয়র অনেক ফুটবলারকেই পাওয়া যাবে না। তাই কলকাতা লিগে শুধুমাত্র জুনিয়র দল নামাতে চাইছে না মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষরা। উল্লেখ্য, কলকাতা লিগে অনূর্ধ্ব ২৩ প্লেয়ার নিয়ে দল নামিয়েছে মোহনবাগান। সিনিয়র দলটি ডুরান্ডে খেলছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)