Sports Highlights: টি-২০ বিশ্বকাপে খলনায়ক বৃষ্টি, শনিবার আইএসএলের ডার্বি, খেলার দুনিয়ার সারাদিন
Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।

কলকাতা: বৃষ্টির জন্য শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি ম্যাচই ভেস্তে গেল। শনিবার যুবভারতীতে আইএসএলের ডার্বিতে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
বৃষ্টিতে পণ্ড ম্যাচ
সুপার ১২-র প্রথম ম্যাচে ইংল্য়ান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল আফগানিস্তানকে। তার পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানদের ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল। আফগানদের বৃষ্টি ভাগ্য বদলাল না। আজ, আয়ার্ল্যান্ডের (AFG vs IRE) বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল রশিদ খানদের। তবে এই ম্যাচেও একটি বলও খেলা হল না। বৃষ্টির জেরে ভেস্তে গেল ম্যাচ। ফলে আয়ার্ল্যান্ড ও আফগানিস্তানকে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল।
দ্বিতীয় ম্যাচেও কাঁটা বৃষ্টি
বৃষ্টি থামল। কিন্তু মেলবোর্নে (Melbourne) মাঠে এত কাদা যে, পা রাখাই দায়। খেলা জোর করে শুরু করা হলেও ক্রিকেটারদের চোট লেগে যাওয়ার আশঙ্কা ছিল পুরোমাত্রায়। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচও ভেস্তে গেল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটীয় দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হলেন ক্রিকেটপ্রেমীরা।
আক্রমের আক্রমণ
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) শুরুতেই বিপর্যয় পাকিস্তানের। প্রথমে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, তারপর জিম্বাবোয়ে। নিজেদের প্রথম দুই ম্যাচেই বাজে হার বাবর আজমদের। সমালোচনায় ক্ষতবিক্ষত হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এবার পাকিস্তানের দল নির্বাচন নিয়ে তোপ দাগলেন কিংবদন্তি ওয়াসিম আক্রম।
আক্রম সুর চড়িয়ে বলেছেন, ‘তার জন্য যদি গাধাকে বাবা বানাতে হয়, তবে আমি তাই করব। কারণ আমার নিজের লক্ষ্য হচ্ছে আমি বিশ্বকাপ জিততে চাই। আমি যদি শোয়েব মালিককে চাই, তা হলে আমি নির্বাচকদের সঙ্গে লড়াই করব যে, শোয়েব মালিককেই চাই, না হলে আমি দলের অধিনায়কত্ব করব না।’ বাবরকে আক্রমণ করে আক্রম বলেন, ‘ওকে আরও বুদ্ধিমান হতে হবে। এটা তো আর পাড়ার টিম নয় যে, নিজের পরিচিত বা বন্ধুকে দলে রাখতে হবে। আমি হলে শোয়েব মালিককে মিডল অর্ডারে রাখতাম। এটা অস্ট্রেলিয়ায় ম্যাচ, এটা শারজা, দুবাই বা পাকিস্তানের মরা উইকেট নয়।’
পন্টিংয়ের পেপ টক
ম্যাচের দিন সকালে সিকন্দর রাজার (Sikandar Raza) মোবাইলে পাঠানো হয়েছিল একটি ভিডিও ক্লিপ। যা খুলে বেশ চমকে গিয়েছিলেন জিম্বাবোয়ের ক্রিকেটার। ভিডিওটি ছিল রিকি পন্টিংয়ের। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক উৎসাহ দেওয়ার জন্য কিছু কথা বলেছিলেন ভিডিওতে। যা দেখে উদ্বুদ্ধ হয়ে পড়েছিলেন জিম্বাবোয়ের অলরাউন্ডার।
বাগান কোচের টোটকা
শনিবার আইএসএলের (ISL) ডার্বি। ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান, দুই ক্লাবের সমর্থকেরাই উত্তেজনায় ফুটছেন। এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando) কিন্তু একে আর পাঁচটি ম্যাচের মতোই নিচ্ছেন। ইস্টবেঙ্গল এফসি-কেও অন্য প্রতিপক্ষদের মতোই গুরুত্ব দিতে চান তিনি। তার বেশি কিছু নয়। প্রতিপক্ষের চেয়ে নিজের দল নিয়েই বেশি ভাবতে চান তিনি। তবে নিজেদের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে জেতা যে অবশ্যই বিশেষ ব্যাপার, তা স্বীকার করতে ভোলেননি ফেরান্দো।
আত্মবিশ্বাসী লাল-হলুদ হেডস্যার
বিশ্বের সেরা ডার্বিগুলির পাশে কলকাতা ডার্বিকে বসাতে চান ইস্টবেঙ্গল এফসি-র ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টান্টাইন (stephen constantine)। তিনি জানেন শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের লড়াই বেশ কঠিন হবে। তবু তিনি এই ম্যাচে জেতার কথা ছাড়া কিছু ভাবছেন না। প্রতিপক্ষ এটিকে মোহনবাগান যথেষ্ট ভাল দল, মেনে নিয়েই বলছেন, তাঁর দল ভাল না খেললে প্রতিপক্ষের হাতে শাস্তি পেতেই হবে।






















