Sports Highlights: অবসর নিচ্ছেন ভুবি? ভারত-পাক ম্যাচের দিন বদলের সম্ভাবনা, খেলার সেরা খবরগুলো এক ঝলকে
Todays Sports Highlights: অবসরের ভাবনা ভুবনেশ্বরের। বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের সূচি বদলের সম্ভাবনা। আর কোন কোনও খবর উল্লেখযোগ্য।
কলকাতা: আজকের খেলার সেরা খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। অবসরের ভাবনা ভুবনেশ্বরের। বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের সূচি বদলের সম্ভাবনা। আর কোন কোনও খবর উল্লেখযোগ্য, দেখা যাক -
অবসর নিচ্ছেন ভুবনেশ্বর?
গত বছর নভেম্বরে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। এই বছর আইপিএলে খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। পারফরম্যান্স একদমই আশানুরুপ ছিল না। চলতি বছর বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির আওতায়ও রাখা হয়নি তাঁকে। এবার নিজের ইনস্টাগ্রামের বায়ো থেকে 'ক্রিকেটার' শব্দটি সরিয়ে ফেললেন ডানহাতি এই তারকা পেসার। ৩৩ বছরের পেসার এর আগে নিজের ইনস্টা বায়োতে 'ভারতীয় ক্রিকেটার' উল্লেখ করেছিলেন। তবে এখন ভুবির ইনস্টা বায়োতে আর তা দেখা যাচ্ছে না। তবে কি চুপিসারেই নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই পেসার।
হরমনপ্রীতের সঙ্গে কথা বলবেন লক্ষ্মণ, বিনি
বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে আম্পায়ারের আউটের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন। আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা থেকে শুরু করে বাংলাদেশের প্লেয়ারদেরও অপমান করেছিলেন। আইসিসির তরফে ২ ম্যাচ নির্বাসিত করা হয়েছে হরমনপ্রীতকে। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেনের অনফিল্ড আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও। বিসিসিআইও একদমই সায় দেয়নি তাঁকে। এবার বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিলেন যে হরমনপ্রীতকে তাঁর খারাপ আচরণের জন্য জবাবদিহি করতে হতে পারে। সেক্ষেত্রে তাঁর সঙ্গে কথা বলবেন ভিভিএস লক্ষ্মণ ও বোর্ড সভাপতি রজার বিনি।
কোহলিকে প্রসংসা এবিডির
এক সাক্ষাৎকারে কোহলিকে কিংবদন্তি রজার ফেডেরার, রাফায়েল নাদাল, টাইগার উডস ও নোভাক জকোভিচের সঙ্গে তুলনা করেছেন ডিভিলিয়ার্স। প্রাক্তন প্রোটিয়া তারকা বলেন, ''আমি কয়েকজন কিংবদন্তির নাম নিচ্ছি। টাইগার উডস, রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ তাঁরা, যাঁদের মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে, তাঁরা প্রত্যেক পদক জেতার জন্য ক্ষুধার্ত। প্রত্যেকের মধ্যে জয়ের অদম্য ইচ্ছে রয়েছে। লড়াইয়ের মানসিকতা রয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। কখনও হার না মানা মনোভাব। আমি রোনাল্ডো ও মেসির মধ্যেও এই বিষয়টা দেখেছি। বিরাট কোহলির মধ্যেও তা দেখতে পাই আমি। ওঁদের সমকক্ষ বলতেই পারি।''
ভারত-পাক ম্য়াচের দিন বদল?
বিসিসিআই সচিব জয় শাহ সাফ জানিয়ে দিচ্ছেন ভারত-পাকিস্তান ম্যাচ আমদাবাদেই খেলা হবে। চিরপ্রতিদ্বন্দ্বীদের মহাদ্বৈরথের জায়গা বদল হচ্ছে না। তবে নিরাপত্তাজনিত সমস্যা যাতে না হয়, সেই ম্যাচের দিনক্ষণে বদল ঘটতে চলেছে। আগামী দুই, তিনদিনের মধ্যেই এই বিষয়ে সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে বলেও দাবি করছেন বিসিসিআই সচিব। অবশ্য এই বদলটা নিরাপত্তার অভাবের কারণে নয় বলেও দাবি করেছেন তিনি।