Sports Highlights: আড়াই দিনে হার ভারতের, দল তুলে নিল কেরল, খেলার দুনিয়ার সারাদিন
Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
কলকাতা: ইনদওরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত ভারত। আইএসএলে দল তুলে নিল কেরল ব্লাস্টার্স। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।
টিম ইন্ডিয়ার হার
প্রথম দুই টেস্টে নাস্তানাবুদ হওয়ার পর তৃতীয় টেস্টে দুরন্তভাবে ফিরে এসছে অস্ট্রেলিয়া। বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্টে (IND vs AUS 3rd Test) ভারতকে নয় উইকেটে পরাজিত করে অজি দল। এই ম্যাচ জিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final 2023) নিজেদের পাকা করে ফেলেছেন অজিরা। তবে এই হারের ফলে কি ভারতের (Team India) ফাইনালে পৌঁছনোর পথ খুব কঠিন হয়ে গেল?
এগলেন রিচা
দিন কয়েক আগেই শেষ হয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সেমিফাইনালে হেরে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। তবে ব্যক্তিগতভাবে রিচা ঘোষের (Richa Ghosh) বিশ্বকাপটা কিন্তু বেশ ভালই কেটেছে। বিশ্বকাপের সেরা একাদশে একমাত্র ভারতীয় হিসাবে সুযোগ পেয়েছেন বাংলার রিচা। এবার ভাল বিশ্বকাপের সুফল আইসিসি ব়্যাঙ্কিংয়েও (ICC Rankings) পেলেন রিচা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে রিচা ১৩০.৭৬ গড়ে মোট ১৩৬ রান করেছিলেন। এই পারফরম্যান্সের সুবাদেই সদ্য প্রকাশিত মহিলাদের টি-টোয়েন্টি ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে এক ধাপে ২২ ধাপ এগিয়ে এলেন। তিনি নতুন ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ২১ নম্বরে রয়েছেন। তবে এ বারের ব়্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার বিশমি গুণারত্নে সবচেয়ে বড় লাফ দিলেন। এখ ধাক্কায় ব্যাটারদের তালিকায় ৯৫ ধাপ এগিয়ে এসে বর্তমানে ১৬৯-এ রয়েছেন তিনি।
তারকা অতিথি
নিজের নামাঙ্কিত ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবং তাঁর সঙ্গেই থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (Anthony Albanese)। আমদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ দেখবেন দুই দেশের প্রশাসনিক প্রধান।
বেনজির অশান্তি
ইন্ডিয়ান সুপার লিগে ধুন্ধুমার। রেফারিং নিয়ে প্রবল ক্ষোভের জের পড়ল মাঠে। ম্যাচ চলাকালীন দলই তুলে নিল কেরল ব্লাস্টার্স (Keral Blasters)। শাস্তিস্বরূপ তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি-কে (Bengaluru FC) সেমিফাইনালের টিকিট দেওয়া হল।
ম্যাচের ৯৬ মিনিটে সুনীল ছেত্রীর বিতর্কিত ফ্রি কিক নিয়ে ক্ষোভে ফেটে পড়েন কেরল ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানোভিচ। তিনি দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। মাঠ ছাড়ার আগে রেফারির সঙ্গে তুমুল তর্কাতর্কি করতে দেখা যায় কেরল ব্লাস্টার্সের ফুটবলারদের। সব মিলিয়ে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেনজির ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ফুটবল।
সেমিফাইনালে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু এফ সি।
এটিকে মোহনবাগানের পরীক্ষা
অতিরিক্ত সময় বা টাইব্রেকারে ম্যাচ নিয়ে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই তাঁর। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নির্ধারিত ৯০ মিনিটেই জিতে মাঠ ছাড়তে চান এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। দলের তারকা উইঙ্গার আশিক কুরুনিয়ানেরও সে রকমই ইচ্ছা।
শনিবার ঘরের মাঠে প্লে অফের প্রথম বাধা পার করতে নামছে গতবারের সেমিফাইনালিস্ট এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ প্রথম আইএসএল প্লে অফে ওঠা ওড়িশা এফসি, যারা লিগ টেবলের ছ’নম্বর দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে। তিন নম্বর দলের বিরুদ্ধে তারা খাতায় কলমে খুব একটা এগিয়ে না থাকলেও আইএসএলে অঘটনের শেষ নেই। তাই প্রতিপক্ষকে সমীহ করছেন সবুজ-মেরুন কোচ।