Sports Highlights: আজ নামছে বাংলা, বিজয়ের অবসর, সারাদিনের খেলার সেরা খবরগুলো একঝলকে
Today Sports Highlights: আজকের খেলার খবরগুলো সেরা এক ঝলকে।
![Sports Highlights: আজ নামছে বাংলা, বিজয়ের অবসর, সারাদিনের খেলার সেরা খবরগুলো একঝলকে sports highlights know latest updates of teams players matches and other highlights 30th january Sports Highlights: আজ নামছে বাংলা, বিজয়ের অবসর, সারাদিনের খেলার সেরা খবরগুলো একঝলকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/67c28b49250ca14c8bc69c8973d48d191675106274488206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলতে নামছে বাংলা। হাইভোল্টেজ ম্যাচে নামার আগে বাংলা শিবির চনমনে কারণ দলের তারকা পেসার মুকেশ কুমারকে ম্যাচে পাচ্ছে তাঁরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে ছিলেন মুকেশ। কিন্তু প্রথম ২ ম্য়াচে তাঁর একাদশে জায়গা হয়নি। তৃতীয় ম্যাচের আগে ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছে মুকেশকে। এছাড়াও তরুণ ব্যাটার কাজি জুনেইদ সাইফিকে দলে নিয়েছে বাংলা। উল্লেখ্য, গ্রুপ এ-তে শীর্ষে ছিল বাংলা শিবির। যদিও বাংলার টানা ৬ ম্যাচে জয়ের দৌড় থেমেছে ওড়িশার বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে লক্ষ্মীরতন শুক্লর ছেলেদের। শেষ ৮ ম্যাচে বাংলা ৪টি জয়, ২টো ড্র ও ১টি ম্য়াচ হেরেছে।
অবসর নিলেন মুরলি বিজয়
২০১৮ সালের পর থেকে তিনি জাতীয় দলে ব্রাত্য ছিলেন। শেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালে। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে ২০ রান করেছিলেন। তারপর থেকে আর জাতীয় দলে ডাক পাননি। হতাশায় দেশ ছেড়ে অন্যত্র খেলার চিন্তাভাবনাও করছিলেন। এবার অবসর ঘোষণা করলেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার।
নজির শঙ্করলালের
নজির গড়লেন মোহনবাগানের প্রাক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তী। প্রথম বাঙালি কোচ হিসেবে এএফসি প্রো-লাইসেন্স কোচিং পরীক্ষায় পাস করলেন সিঁথির বাসিন্দা শঙ্করলাল চক্রবর্তী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে এই কোচিং ডিগ্রি সম্পূর্ণ করেন শঙ্করলাল। এই মুহূর্তে সুদেভা দিল্লি এফসির হেডকোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন শঙ্করলাল। প্রো লাইসেন্স পাওয়ার ফলে শুধুমাত্র আইএসএ নয়, বিদেশি বিভিন্ন লিগেও এবার প্রধান কোচ হতে পারবেন শঙ্করলাল। উল্লেখ্য, এই মুহূর্তে ভারতের ২৫ জন প্রো লাইসেন্স প্রাপ্ত কোচ রয়েছেন। তাঁরা হলেন, হিলাল রাসুল পারায়, ফ্রান্সিসকো দা কোস্তা, ক্লিফোর্ড মিরান্ডা, রবিন চার্লস রাজা, বিনো জর্জ, হেরিং সাঙপ্লিয়াং, সন্তোষ কাশ্যপ, সাবিও মেদেইরা, নওসাদ মুসা, সায়েদ সাবির পাশা, মারিয়ানো দিয়াস, হেনরি স্ট্যানলি রোজারিও, ভি সৌন্দরারাজন, খালিদ জামিল, থাংবই সিলতো ও ডেরেইক পেরেইরা।
সরলেন রিড
ভারতীয় হকি দলের কোচের পদ থেকে সরছেন গ্রাহাম রিড। তিনি নিজেই ইস্তফা দিয়েছেন। গতকালই শেষ হয়েছে হকি বিশ্বকাপ। বেলজিয়ামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। আর তার একদিন পরেই আজ ইস্তফাপত্র জমা দিয়েছেন রিড। উল্লেখ্য, গ্রাহাম রিডের কোচিংয়েই টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের আগেই বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন রিড।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)