Sports Highlights: ভেস্তে গেল ভারতের প্রস্তুতি ম্যাচ, জয় পেল ইস্টবেঙ্গল, এক নজরে সারাদিনের সেরা খবরগুলি
Top Sports News: খেলার সারাদিনের সব খবরগুলি এক নজরে জেনে নিন।
কলকাতা: বিশ্বকাপের আগে অনুশীলনের সুযোগ পেল না টিম ইন্ডিয়া। বৃষ্টিতে ভেস্তে গেল গুয়াহাটিতে আয়োজিত ভারত-ইংল্যান্ডের প্রথম প্রস্তুতি ম্যাচ। আইএসএলে মরশুমের প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। এক নজরে খেলার সারাদিনের সব খবর।
ভেস্তে গেল ম্যাচ
বিশ্বকাপের (ODI World Cup) আগে শেষবার কোনও বড় দলের বিরুদ্ধে নিজেদের জরিপ করে নেওয়ার সুযোগ ছিল ভারতীয় দলের সামনে। তাও যে সে দল নয়, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড (Ind vs Eng)। গুয়াহাটিতে শনিবার যাদের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ছিল রোহিত শর্মাদের। কিন্তু বাদ সাধল বৃষ্টি। এক বলও খেলা হল না। তাই প্রস্তুতির সুযোগ হাতছাড়া হল টিম ইন্ডিয়ার।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তবে ম্যাচ যে সময় শুরু হওয়ার কথা হয়েছিল, তার ঠিক ১০ মিনিট আগে বৃষ্টি নামে। রীতিমতো বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামে। খেলা দেখতে মাঠে এসেছিলেন বেশ কিছু দর্শক। তাঁদের হতাশ হয়েই ফিরতে হল।
ইস্টবেঙ্গলের জয়
আইএসএলের (ISL 2023-24) প্রথম ম্যাচে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ইস্টবেঙ্গলকে (East Bengal)। দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধেও ড্রয়ের দিকেই এগোচ্ছিল লাল হলুদ। তবে ইনজুরি টাইমে ক্লেটন সিলভার (Cleiton Silva) বিশ্বমানের ফ্রি-কিকে কাঙ্খিত তিন পয়েন্ট পেল লাল হলুদ। এই প্রথমবার ইস্টবেঙ্গল নিজামের শহরের দলকে হারাল। ২-১ স্কোরলাইনে জয় পেল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা।
ম্যাচের অষ্টম মিনিটেই হিতেশ শর্মার গোলে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। তবে তাঁদের বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি। ক্লেটনের গোলে মাত্র মিনিট দু'য়েকের মধ্যেই ম্যাচে সমতায় ফেরে লাল হলুদ। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দুই দলই সমতায় থেকে ডাগআউটে ফেরে। দ্বিতীয়ার্ধের সিংহভাগ সময়েই গোলের খোঁজ চালিয়ে যায় দুই দলই। কিন্তু বারংবার গোলের দরজা খুলতে ব্যর্থ হচ্ছিল দুই দলই। তবে অবশেষে আট মিনিট ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ফ্রি-কিক থেকে অনবদ্য গোল করে দলকে জেতান ক্লেটন।
'বিরুষ্কা'র দ্বিতীয় সন্তান!
খুব শীঘ্রই বড় দিদি হতে চলেছে ভামিকা কোহলি (Vamika Kohli)? শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli) দ্বিতীয় বার অভিভাবক হতে চলেছেন। একাধিক সূত্র মারফৎ খবর, অনুষ্কা ইতিমধ্যেই গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিক (Second Trimester) পর্যায়ে পৌঁছে গিয়েছেন।
এক জাতীয় বিনোদন সংস্থা সূত্রে খবর, 'অনুষ্কা শর্মা দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। আগেরবারের মতোই অনুরাগীদের সঙ্গে এই সুখবর তিনি ভাগ করে নেবেন গর্ভাবস্থার শেষের দিকে।' ২০২১ সালের জানুয়ারি মাসে বিরাট ও অনুষ্কার কোলে আসে তাঁদের প্রথম সন্তান, তাঁদের কন্যা ভামিকা।
আপাতত, কাজের থেকে খানিক বিরতি নিয়ে বাড়িতে, বিশেষ করে মেয়েকে সময় দিচ্ছেন অনুষ্কা। এমনকী মেয়ের শিশু বয়সে যাতে তার সঙ্গে বেশি সময় কাটাতে পারেন তিনি, তাই ভাইয়ের সঙ্গে তৈরি করা প্রযোজনা সংস্থা থেকেও সরে এসেছেন অভিনেত্রী।
ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, 'এটা কোনও কাকতালীয় ঘটনা নয়। তিনি সাধারন মানুষের নজর থেকে দূরেই থাকার চেষ্টা করছেন যাতে জল্পনা এড়ানো যায়।' সম্প্রতি বেশ কিছুদিন ধরে মুম্বইয়ে তাঁকে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হতে দেখা যায়নি। অনলাইনেও তেমন কোনও ছবি পোস্ট করেননি তিনি। এমনকী এও শওনা গেছে যে সম্প্রতি তাঁদের এক মেটার্নিটি ক্লিনিকের সামনে দেখা গিয়েছিল। কিন্তু পাপারাৎজিদের তাঁরা অনুরোধ করেন কোথাও ছবি পোস্ট না করতে। তাঁরা নিজেরাই এব্যাপারে ঘোষণা করবেন বলেও কথা দেন।
হবে না ভিশন ২০২০ শিবির
বাংলা থেকে ক্রিকেটার তুলে আনার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) উদ্যোগে শুরু হয়েছিল ভিশন ২০২০ শিবির। যে প্রকল্পে কোচেদের নামের তালিকা এক সময় হইচই ফেলে দিয়েছিল। ওয়াকার ইউনিস, মুথাইয়া মুরলীধরন ও সৌরভ স্বয়ং। পরে ওয়াকারের জায়গায় পেসারদের কোচিংয়ের দায়িত্বে এসেছিলেন টি এ শেখর। সৌরভের জায়গায় পরে ব্যাটিং কোচ হন ভি ভি এস লক্ষ্মণ।
কিন্তু সেই ভিশন ২০২০ প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। দিনকয়েক আগে সিএবি-তে সাংবাদিক বৈঠকে প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, সময়ের অভাবে এবার আর ভিশন ২০২০ শিবির করা যাবে না। পরে অন্য কোনও নামে প্রকল্প ফেরানো হতে পারে। তবে ভিশন ২০২০ প্রকল্প বন্ধ হল কেন, তা নিয়ে শনিবার সিএবির বার্ষিক সাধারণ সভায় (AGM) ঝড় উঠল।
শনিবার বাইপাসের ধারে এক হোটেলে সিএবি-র এজিএম ছিল। সেখানে সিএবি-র প্রাক্তন যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে প্রশ্ন তোলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ভিশন ২০২০ প্রকল্পের কী হল? বৈঠকে তখন হাজির সৌরভ স্বয়ং। খুব একটা সদুত্তর বিশ্বরূপ পেয়েছেন, এমন খবর নেই। শোনা গেল, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস নাকি জানিয়েছেন, অনেক টাকা খরচ করে সারা বছরই ক্রিকেটারদের ট্রেনিং প্রোগ্রাম করা হচ্ছে। রাজ্যে তৃণমূল স্তরে ক্রিকেটের উন্নয়নে বন্ধ হয়ে যাওয়া সাব ডিভিশন ক্রিকেট ফের চালু করার দাবি তুলেছেন বিশ্বরূপ। পাশাপাশি বেশ কয়েক বছর বন্ধ থাকার পর পি সেন ট্রফি ফের চালু করায় সিএবি-কে ধন্যবাদও জানিয়েছেন বর্তমানে রাজ্যের শাসক দলের কাউন্সিলর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: সপ্তম দিনে দখলে এল দুইটি সোনাসহ পাঁচ পদক, তালিকায় চারে ভারত