Sports Highlights: মনোনীত বিরাট, প্রোটিয়া বধ পাকিস্তানের, আজকের খেলার সেরা খবরগুলো এক ঝলকে
Top Sports News: এক নজরে খেলার দুনিয়ার সারাদিনের সব খবর।
কলকাতা: আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থের জন্য মনোনীত বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়া বধ পাকিস্তানের। নতুন নজির কার্লো আনসেলোত্তির। আজকের খেলার মাঠের সেরা খবরগুলো কী, দেখে নেওয়া যাক -
আইসিসির মনোনীত বিরাট
ফর্মে ফিরেই এবার আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থের জন্য় মনোনীত হলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই প্রথমবার তিনি আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থের জন্য মনোনীত হলেন। তাঁর সঙ্গে মহিলা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ২ ভারতীয় জেমিমা রডরিগেজ ও দীপ্তি শর্মা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন কিং কোহলি। এরমধ্যেই তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন। অন্য়দিকে ভারতের হয়ে এশিয়া কাপ জিতেছেন দীপ্তি ও জেমিমা। ২ জনেই দুর্দান্ত পারফর্ম করেছিলেন।
অক্টোবর মাসের জন্য এই তিন ক্রিকেটারের নাম মনোনীত করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়সূচক ইনিংস খেলে বিরাট একাই ম্যাচ জিতিয়েছেন ভারতকে। অন্যদিক এশিয়া কাপে সর্বাধিক রানের মালকিন হয়েছিলেন জেমিমা রডরিগেজ। টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছিলে দীপ্তি শর্মা।
বিশ্বকাপে জয় পাকিস্তানের
দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) জমিয়ে দিল পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৩৩ রানে প্রোটিয়া বাহিনীকে হারিয় এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপে কিছুটা নিজেদের আশা বাঁচিয়ে রাখল বাবর আজমের দল।
এদিন ১৮৬ রান তাড়া করতে নেমে শুরুতেই কুইন্টন ডি কক ফিরে যান খাতা খোলার আগেই। তবে এদিন ঝোড়ো ব্যাটিং করলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। আউট হওয়ার আগে মাত্র ১৯ বলে ৩৬ রানের ইনিংস খেলেন তিনি। এইডেন মারক্রাম ২০ রান করেন। তবে বাকিরা কেউই সেভাবে রান পাননি। হেনরিচ ক্লাসেন ১৫ রান করেন। ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন ট্রিস্টান স্টাবস।
ফার্গুসনকে টেক্কা আনসেলোত্তির
কোচিং কেরিয়ারে নতুন রেকর্ড কার্লো আনসেলোত্তির (Carlo Ancelotti)। রিয়াল মাদ্রিদের (Real Madrid) ম্যানেজার (Manager) হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। বুধবার সেল্টিকের বিরুদ্ধে ৫-১ গোলে জয় ছিনিয়ে নেয় তাঁর দল। আর সেই সঙ্গে সঙ্গেই ম্যানেজার হিসেবে ১০৩টি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ জিতে ফেললেন আনসেলোত্তি। টুর্নামেন্টের ইতিহাসে স্যার ফার্গুসন (Sir Alex Ferguson) মোট ১০২টি ম্যাচ জিতেছিলেন ম্যানেজার হিসেবে। তিনিই এতদিন শীর্ষে ছিলেন তালিকায়। এবার তাঁকে টপকে গেলেন আনসেলোত্তি।