Sports Highlights: পাকিস্তানের কিউয়ি বধ, বিশ্বকাপ শেষ ইংল্যান্ডের, শনিবারের খেলার সেরা খবর এক ঝলকে
Todays Sports Hifghlights: শনিবারের খেলার সেরা খবরগুলো এক ঝলকে-
![Sports Highlights: পাকিস্তানের কিউয়ি বধ, বিশ্বকাপ শেষ ইংল্যান্ডের, শনিবারের খেলার সেরা খবর এক ঝলকে sports highlights know latest updates of teams players matches and other highlights 4th november Sports Highlights: পাকিস্তানের কিউয়ি বধ, বিশ্বকাপ শেষ ইংল্যান্ডের, শনিবারের খেলার সেরা খবর এক ঝলকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/05/84ad06e46388f0241cd27f3b4877779b1699123558866206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিশ্বকাপে টানা চতুর্থ হার নিউজিল্যান্ডের। পাকিস্তানের জয় ডি এল এস নিয়মে। বিশ্বকাপ থেকে পাকাপাকি ছুটি হয়ে গেল ইংল্যান্ডের। নজির রাচিন রবীন্দ্রর। ইডেনে হচ্ছে না বিরাট বরণ। দেখে নেওয়া যাক শনিবারের খেলার খবরের এক ঝলক -
ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
শেষ চারের সম্ভাবনা ক্ষীণ ছিলই। এবার সেই আশা আজকের পর পুরোপুরি শেষ হয়ে গেল। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের এবারের বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেল পাকাপাকিভাবে। বাটলারদের ৩৩ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। আমদাবাদে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমির পথে আরও একধাপ এগিয়ে গেল ক্যাঙ্গারু বাহিনী। ২৮৭ রান তাড়া করতে নেমে ২৫৩ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড।
পাকিস্তানের কিউয়ি বধ
চারশোর ওপর রান তুলে নিয়েও হার। বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেও টানা চার ম্যাচ এবার হারতে হল কিউয়িদের। এদিন পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২১ রানে হেরে গেল কেন উইলিয়ামসনের দল। অন্য়দিকে বাংলাদেশ ম্যাচের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে ফের নিজেদের জমি শক্ত করার পথে বাবর আজমের দল। এদিনের ম্যাচে শতরান হাঁকালেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও পাকিস্তানের ফাখর জামান।
প্রথমে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রর ১০৮ ও কেন উইলিয়ামসনের ৯৫ রানের সুবাদে ৪০১ বোর্ডে তুলে নিয়েছিল নিউজিল্যান্ড। ৪০২ রানের লক্ষ্যমাত্রা। শুরু থেকেই একটা বড় পার্টনারশিপের দরকার ছিল পাকিস্তানের। ওপেনিংয়ে নেমেছিলেন আব্দুল্লাহ শাফিক ও ফাখর জামান। শাফিক ৪ রান করে আউট হন। তবে ফাখর জামান বাংলাদেশ ম্যাচে যে ফর্মে ছিলেন সেই ফর্মেই এদিনও ব্যাট করেন। ইমাম উল হকের বদলে এদিন নেমেছিলেন প্রথম একাদশে। বাবরের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোরবোর্ড টেনে নিয়ে যান ফাখর। মারকাটারি ইনিংস খেলার চেষ্টা করেন শুরু থেকেই ফাখর। এদিন শতরানও পূরণ করেন তিনি। মাঝে ২ বার বৃষ্টি খেলায় বাধা হিসেবে দেখা দেয়। ৮১ বলে ১২৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৮টি বাউন্ডারি ও ১১টি ছক্কা হাঁকান তিনি। বাবর আজমও ৬৬ রান করে অপরাজিত থাকেন। ২৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২০০ রান বোর্ডে তুলে নেয় পাকিস্তান। সেই মুহূর্তে বৃষ্টি নামে ফের। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি।
রেকর্ড রাচিনের
বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়লেন রাচিন রবীন্দ্র। অভিষেক বিশ্বকাপে বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে তিনটি সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন তরুণ কিউয়ি ওপেনার। পাকিস্তানের বিরুদ্ধে এদিনের ম্যাচে ৯৪ বলে ১০৮ রান হাঁকিয়েছেন রবীন্দ্র। নিজের ইনিংস ১৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই সচিন তেন্ডুলকরকে একটি বিষয় টেক্কা দিয়ে দিলেন রবীন্দ্র। এই মুহূর্তে তাঁর বয়স ২৩ বছর। ২৫ পূর্ণ করার আগে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক সেঞ্চুরি ছিল সচিনের। তাঁর ঝুলিতে ছিল দুটো শতরান। তাঁকেও টেক্কা দিয়ে দিলেন রাচিন। পঁচিশ পূর্ণ করার আগে সর্বাধিক তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন রাচিন।
বিরাটের জন্মদিন পালনে বাধা আইসিসির
আগামীকাল ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ। একইসঙ্গে বিরাট কোহলির জন্মদিন। অর্ডার দেওয়া হয়ে গিয়েছে কোহলির ছবি দেওয়া কেক। বিশেষ উপহারও দেওয়া হবে কিংগ কোহলিকে। সঙ্গে আতসবাজির প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান, আলোর প্রদর্শনী - পরিকল্পনা ছিল বিস্তর।
কিন্তু বিরাট উৎসবে বাদ সেধেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডও নাকি চায় না যে, একজনকে নিয়ে এত মাতামাতি হোক। শোনা গেল, বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের তরফেও সিএবি-কে সাফ বলে দেওয়া হয়েছে যে, কেক কাটা বা বিরাটকে ঘিরে এরকম কোনও অনুষ্ঠানের সম্প্রচার করা যাবে না। আতসবাজির প্রদর্শনী হবে কি না, তাও নিশ্চিত নয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)