এক্সপ্লোর

Sports Highlights: নির্ধারিত দিনেই হচ্ছে কলকাতা ডার্বি, মুম্বইয়ের প্রথম হার, এক নজরে খেলার সব খবর

Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে দেখে নিন।

কলকাতা: রবিবারে যুবভারতীতেই বসতে চলেছে কলকাতা ডার্বির আসর। ডব্লুপিএলে রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম হার। এক নজরে খেলার সব খবর।

নির্ধারিত দিনেই ডার্বি

সব জল্পনার অবসান। তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনই কলকাতায় হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল (East Bengal vs Mohun Bagan Super Giant) ম্যাচ। আগামী ১০ ই মার্চ হবে আইএসএল ডার্বি। মোহনবাগান-ইস্টবেঙ্গলের এই মহারণ সন্ধে ৭.৩০ টার বদলে শুরু হবে রাত ৮.১৫ মিনিট থেকে। বিধাননগর পুলিশের তরফে ডার্বি আয়োজক ইস্টবেঙ্গল কে ম্যাচ করার অনুমতি দেওয়া হয়েছে।

হাড্ডাহাড্ডি লড়াই

ইতিমধ্যেই এবারের রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) এক ফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছে। দ্বিতীয় ফাইনালিস্ট হিসাবে জায়গা পাকা করার জন্য জোর লড়াই চলছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) এবং বিদর্ভের (Vidarbha)। ম্যাচের শেষদিনে ফাইনালের টিকিট পাকা করার লড়াইটা কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি হতে চলেছে। ম্যাচের শেষদিন মধ্যপ্রদেশের জয়ের জন্য দরকার আরও ৯৩ রান, আর বিদর্ভের জিততে চাই আর চার উইকেট।

৩২১ রান তাড়া করতে নেমে দিনশেষে মধ্যপ্রদেশের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ২২৮ রান। যশ দুবে এবং হর্ষ গাওলির দুরন্ত শতরানের পার্টনারশিপ এবং দুই তারকার অর্ধশতরান সত্ত্বেও অক্ষয় ওয়াখারের তিন উইকেটের জেরে ম্যাচে দারুণভাবে ফিরল বিদর্ভ।

মুম্বইয়ের প্রথম হার

ডব্লুপিএলে (WPL 2024) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জয়ের ধারা অব্যাহত। একটানা চার ম্যাচ জিতে লিগ তালিকায় শীর্ষে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। ইউপি, আরসিবি, গুজরাতের পর এবার গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারাল মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। কাজে দিল না অমনজ্যোৎ কৌরের লড়াকু ৪২ রানের ইনিংস। ল্যানিং এবং জেমাইমা রডরিগেজের অর্ধশতরানের ইনিংসে ভর করে ২৯ রানে জয় পেল দিল্লি। এই প্রথমবার রান তাড়া করতে নেমে পরাজিত হতে হল মুম্বইকে। দিল্লির ১৯২ রানের জবাবে ১৬৩ রানেই থেমে গেল মুম্বইয়ের ইনিংস।

টেবিল টেনিসে ইতিহাস

প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) খেলার যোগ্যতা অর্জন করল ভারতের পুরুষ ও মহিলা টেবিল টেনিস দল (Indian Table Tennis Team)। অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথমবার ভারতের পুরুষ ও মহিলা ২ দলই টেবিল টেনিসে টুর্নামেন্টে খেলতে নামার যোগ্যতা অর্জন করল। গত মাসে বুসানে আয়োজিত হয়েছিল বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ (World Table Tennis Championship)। সেখানেই গ্রুপ পর্বে তিন দেশের বিরুদ্ধে হেরে যায় ভারত। চিন, পোল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হেরে যান ভারতের প্যাডলাররা। কিন্তু নিউজিল্যান্ড ও চিলিকে হারিয়ে দেয় তারা। কাজাখাস্তানের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে জিতে তিন নম্বর পজিশনে শেষ করে প্লে অফে জায়গা পাকা করে নিয়েছিল ভারত।  

গম্ভীরের কড়া বার্তা

এই দলটাকে ২ বার আইপিএলের (IPL 2024) মঞ্চে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক হিসেবে। দিল্লির পর নিজের দ্বিতীয় হোমগ্রাউন্ড হিসেবে ইডেনের নাম বারবার উল্লেখ করেছেন। এবার আইপিএলের আগে মেন্টর (KKR Mentor) হয়ে ফিরেছেন তিনি। আর নতুন দায়িত্ব পেয়েই কাজ শুরু করে দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কেকেআরের (Kolkata Knight Riders) নতুন মেন্টর হিসেবে আগামী মরশুমে দেখা যাবে প্রাক্তন বাঁহাতি ওপেনারকে। ক্রিকেটকে আরও সময় দিতে চান বলে রাজনীতিকেও বিদায় জানিয়েছেন। 

২০১৪ সালে শেষবার খেতাব ঘরে তুললেও এরপর থেকে ট্রফির স্বাদ পায়নি কেকেআর। শেষবারও নাইটদের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীরই। এবার তিনি নাইটদের সঙ্গে ডাগআউটে থাকবেন। নিঃসন্দেহে বলাই যায় তাঁর তুখোর ক্রিকেটীয় মস্তিষ্কের প্রতিফলন দেখা যাবে শ্রেয়সদের খেলাতেও। এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ''প্রথমদিনেই একটা বিষয়ে পরিষ্কার করে দেওয়া উচিত যে আমার কাছে আইপিএল মানে সিরিয়াস ক্রিকেট। এটা বলিউড নয়। যতই বিনোদন ও বলিউড যুক্ত থাকুক, দিনের শেষে যে দল নিজেদের সেরা খেলাটা খেলতে পারবে তারাই জিতবে। কারণ, এই লিগ বিশ্বের অন্যতম কঠিন লিগ। তাই এখানে সফল হতে হলে কঠিন পরিশ্রম করতে হবে।'' তিনি আরও বলেন, ''আন্তর্জাতিক ক্রিকেটের থেকে কোনও অংশে কম নয় এই আইপিএল। মাঠে সমান চাপ মাথায় নিয়েই খেলতে নামতে হয় প্লেয়ারদের।''

শান্তির খোঁজে শুভমন

আগামী ৭ মার্চ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত (Indian Cricket Team)। সিরিজে এগিয়ে থাকায় ভারতীয় দলের  ক্রিকেটাররা বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। রাঁচি টেস্টের পর দীর্ঘদিনের বিরতি ছিল। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফের ২২ গজে ফিরতে চলেছেন রোহিত, গিল, বুমরারা। ধর্মশালায় ম্য়াচ। আর ম্য়াচের প্রস্তুতির ফাঁকেই এবার সেখানে বৌদ্ধ সন্য়াসীদের সঙ্গে দেখা করলেন শুভমন গিল (Subhman Gill)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। সেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন বৌদ্ধ সন্য়াসীদের সঙ্গে বসে তাঁদের কথা শুনছেন তরুণ ব্যাটার। 

রিঙ্কুকে ডাক

বৃহস্পতিবার, ৭ মার্চ থেকে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের শেষ ম্যাচ শুরু হতে চলেছে। সেই ম্যাচের আগেই শেষ টেস্টের ভেন্যু ধর্মশালায় ডাক পড়ল রিঙ্কু সিংহের (Rinku Singh)। কিন্তু কেন? পঞ্চম টেস্টের আগে কেন হঠাৎ তাঁকে ডেকে পাঠাল ভারতীয় টিম ম্যানেজমেন্ট?

খবর অনুযায়ী রিঙ্কু সিংহকে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ভারতীয় দলের ফটোশ্যুট সেশনের জন্য ধর্মশালায় ডেকে পাঠানো হয়েছে। ১ জুন থেকে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টের আগে ভারতীয় দলের শেষ অ্যাসাইমেন্ট ধর্মশালায় আয়োজিত পঞ্চম টেস্ট। এরপর টিম ইন্ডিয়ার তারকারা আইপিএলে নিজেদের ফ্র্যাঞ্চাইজি হয়ে মাঠে নামবেন। আইপিএলের পারফরম্যান্সে ওপর বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নির্বাচন অনেকটাই নির্ভরশীল। তবে কয়েকজনের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া কার্যত নিশ্চিত।

ভারতীয় দল যে রোহিত শর্মার নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে তা কার্যত আগেভাগেই নিশ্চিত হয়ে গিয়েছে। এছাড়া যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্যদের মতো ক্রিকেটারদেরও মেগা টুর্নামেন্টের জন্য জাতীয় দলে জায়গা পাওয়া কার্যত নিশ্চিত। সেই তালিকায় কি রিঙ্কুও রয়েছেন? পূর্বাভাস কিন্তু তেমনটাই। 

তারকা শাটলারের অবসর

বয়স মাত্র ৩১। এই বছরে যে কোনও ক্রীড়াবিদ তাঁর ফর্মের শিখরে থাকেন সাধারণত। কিন্তু এই বয়সেই আন্তর্জাতিক ব্যাডমিন্টন কেরিয়ারকে বিদায় জানালেন সাই প্রণীথ (Sai Praneeth)। বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক রয়েছে এই ব্যাডমিন্টন প্লেয়ারের। সূত্রের খবর, এবার যুক্তরাষ্ট্রে নিজের কোচিং কেরিয়ার গড়তে চান প্রণীথ (Sai Pranneth)। টোকিও অলিম্পিক্সের পর থেকেই চোট আঘাতে বারবার ভুগতে হচ্ছিল প্রণীথকে। তাই নিজের খেলােয়াড় জীবন আর দীর্ঘায়িত করতে চাননি হায়দরাবাদি শাটলার। ২০১৭ সালে সিঙ্গাপুর ওপেন জিতেছিলেন সাই।

অবসরবেলায় নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সাই। তিনি লিখেছেন, ''মিশ্র একটা অনুভূতি নিয়েই আমি জানাচ্ছি যে আমি আন্তর্জাতিক ব্য়াডমিন্টন থেকে অবসরগ্রহণ করলাম। গত ২৪ বছর ধরে এই খেলাটি আমার জীবনে সবকিছু ছিল। আমার সব ভক্তদের জন্য বলতে চাই যে, আপনাদের প্রতিনিয়ত সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি ছিল। প্রতিটা চিৎকার ও প্রতিবার জাতীয় পতাকা যখন উড়তে দেখতাম, নিজের আত্মবিশ্বাস আরও বেড়ে যেত। আরও বেশি উদ্বুদ্ধ হতাম।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: কোথায় দাঁড়িয়ে ইস্ট, মোহন শিবির? একঝলকে চলতি আইএসএলের প্লে অফের অঙ্ক 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Mobile SIM Fraud: আপনার নামে সিমকার্ড তুলে সাইবার অপরাধীরা করছে অপরাধ ! কীভাবে সুরক্ষিত থাকবেন ? সমাধান দিল সরকার
আপনার নামে সিমকার্ড তুলে সাইবার অপরাধীরা করছে অপরাধ ! কীভাবে সুরক্ষিত থাকবেন ? সমাধান দিল সরকার
Volkswagen Tiguan R-Line : ভারতে আসছে ফক্সওয়াগনের এই নতুন গাড়ি, প্রিমিয়াম লুকের সঙ্গে পাবেন পারফরম্যান্স 
ভারতে আসছে ফক্সওয়াগনের এই নতুন গাড়ি, প্রিমিয়াম লুকের সঙ্গে পাবেন পারফরম্যান্স 
Credit Card: ক্রেডিট কার্ডের বিল না দিলেও হুমকি দিতে পারে না ব্যাঙ্ক, জানুন আপনার অধিকার
ক্রেডিট কার্ডের বিল না দিলেও হুমকি দিতে পারে না ব্যাঙ্ক, জানুন আপনার অধিকার
 Job Fraud: সাবধান ! লিঙ্কডইনে চাকরির টোপ দিয়ে নতুন প্রতারণা, আপনার কাছে এসেছে এই ভিডিয়ো কল ?  
সাবধান ! লিঙ্কডইনে চাকরির টোপ দিয়ে নতুন প্রতারণা, আপনার কাছে এসেছে এই ভিডিয়ো কল ?  
Advertisement
ABP Premium

ভিডিও

RG Kar Case: RG কর কাণ্ডে ফের তৎপরতা শুরু করল CBI, স্ক্যানারে ১১ জন পুলিশকর্মী | ABP Ananda LiveJadavpur University Chaos: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে সিপিএম, বারুইপুরে 'বন্দি' সুজনJadavpur University: 'চাপ পড়লেই অসুস্থ হয়ে পড়ে, এই উপাচার্যও তাই হয়েছে দেখতে পাচ্ছি',কটাক্ষ সৌগতরJadavpur University: হাইকোর্টে গড়াল যাদবপুরকাণ্ড, পুলিশের ভূমিকায় প্রশ্ন, আজ শুনানির সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mobile SIM Fraud: আপনার নামে সিমকার্ড তুলে সাইবার অপরাধীরা করছে অপরাধ ! কীভাবে সুরক্ষিত থাকবেন ? সমাধান দিল সরকার
আপনার নামে সিমকার্ড তুলে সাইবার অপরাধীরা করছে অপরাধ ! কীভাবে সুরক্ষিত থাকবেন ? সমাধান দিল সরকার
Volkswagen Tiguan R-Line : ভারতে আসছে ফক্সওয়াগনের এই নতুন গাড়ি, প্রিমিয়াম লুকের সঙ্গে পাবেন পারফরম্যান্স 
ভারতে আসছে ফক্সওয়াগনের এই নতুন গাড়ি, প্রিমিয়াম লুকের সঙ্গে পাবেন পারফরম্যান্স 
Credit Card: ক্রেডিট কার্ডের বিল না দিলেও হুমকি দিতে পারে না ব্যাঙ্ক, জানুন আপনার অধিকার
ক্রেডিট কার্ডের বিল না দিলেও হুমকি দিতে পারে না ব্যাঙ্ক, জানুন আপনার অধিকার
 Job Fraud: সাবধান ! লিঙ্কডইনে চাকরির টোপ দিয়ে নতুন প্রতারণা, আপনার কাছে এসেছে এই ভিডিয়ো কল ?  
সাবধান ! লিঙ্কডইনে চাকরির টোপ দিয়ে নতুন প্রতারণা, আপনার কাছে এসেছে এই ভিডিয়ো কল ?  
Stock Market : রিলায়েন্স, আদানি ছাড়াও ১১৩৩টি স্টক ৫২ সপ্তাহের লো-তে, আপনি কোনটার মালিক ?
রিলায়েন্স, আদানি ছাড়াও ১১৩৩টি স্টক ৫২ সপ্তাহের লো-তে, আপনি কোনটার মালিক ?
Reliance Industries: একদিনে ৪০ হাজার কোটি টাকার হারাল রিলায়েন্স, আরও ধস বাকি ! এখন বিনিয়োগের সময় ?
একদিনে ৪০ হাজার কোটি টাকার হারাল রিলায়েন্স, আরও ধস বাকি ! এখন বিনিয়োগের সময় ?
ICC Champions Trophy: কোন পথে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে চার দল, ফাইনালে ওঠার যোগ্য দাবিদার কারা?
কোন পথে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে চার দল, ফাইনালে ওঠার যোগ্য দাবিদার কারা?
বরুণের দুরন্ত পারফরম্য়ান্স কি সেমিফাইনালের আগে অন্য চাপ বাড়িয়ে দিল ভারতের
বরুণের দুরন্ত পারফরম্য়ান্স কি সেমিফাইনালের আগে অন্য চাপ বাড়িয়ে দিল ভারতের
Embed widget