Sports Highlights: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত, ডুরান্ডে জিতল মোহনবাগান, খেলার সারাদিনের সব খবর এক নজরে
Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে।
কলকাতা: দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে পৌঁছল ভারত। ডুরান্ড কাপে মোহনবাগানের জয়ের ধারা অব্যাহত। এক নজরে খেলার দুনিয়ার সারাদিনের সেরা খবরগুলি।
শেষ চারে ভারত
এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফিতে (Asian Champions Trophy) নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ কোরিয়াকে (South Korea vs India) ৩-২ স্কোরলাইনে পরাজিত করল ভারতীয় পুরুষ হকি (Indian Hockey Team)। এই জয়ের সঙ্গেই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলল ভারত। এই ম্যাচে জয়ের সুবাদে চার ম্যাচে তিনটি জয় ও একটি ড্রয়ের সুবাদে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে পৌঁছে গেল ভারত। অপরদিকে, তিনটি ম্যাচ জিতলেও, একটি ম্যাচ হারায় মালয়েশিয়া নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
মোহনবাগানের জয়
ডুরান্ড কাপে (Durand Cup 2023) নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মিকে ৫-০ গোলে দুরমুশ করে নিজেদের অভিযান শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্টে সবুজ মেরুনের বিজয়রথ তড়তড়িয়ে ছুটছে। সোমবার, আই লিগ চ্যাম্পিয়ন পাঞ্জাব এফসির বিরুদ্ধে (Mohun Bagan Super Giant vs Punjab FC) ২-০ জয় পেল আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। সুবজ মেরুনের হয়ে গোল করেন হুগো বুমো, আরেকটি আত্মঘাতী গোল করেন পাঞ্জাব ডিফেন্ডার মেলরয়।
সানরাইজার্সের নতুন কোচ
আইপিলে (IPL) সাম্প্রতিক ব্যর্থতার ছবি পাল্টে ফেলতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। সাফল্যের খোঁজে বদলে ফেলা হল কোচ। ছাঁটাই হয়ে গেলেন কিংবদন্তি ব্রায়ান লারা। তাঁর পরিবর্তে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ করা হল ড্যানিয়েল ভেত্তোরিকে (Daniel Vettori)। যদিও আইপিএলে দারুণ কিছু রেকর্ড নেই ভেত্তোরির। কোচ হিসাবে এর আগে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দায়িত্বে ছিলেন ভেত্তোরি। ট্রফির দেখা পায়নি। আপাতত অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের দায়িত্বে রয়েছেন তিনি।
পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম
পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের (Pakistan Cricket Team) নতুন প্রধান নির্বাচক নির্বাচিত হলেন দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক (Inzamam ul Haq)। সোমবার, ৭ অগাস্টই পাকিস্তান ক্রিকেটের তরফে তাদের সোশ্যাল মিডিয়ায় ইনজামামকে প্রধান নির্বাচক হিসাবে নিয়োগ করার কথা ঘোষণা করা হয়।
অস্ট্রেলিয়ার দল ঘোষণা
ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) আর মাস দুয়েকও বাকি নেই। তার আগে বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। কব্জির চোটে আপাতত মাঠের বাইরে থাকলেও, প্যাট কামিন্সকে (Pat Cummins) অধিনায়ক রেখেই দল ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সূত্রে খবর, বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবেন কামিন্স।
ওয়ান ডে বিশ্বকাপের দলে ১৫ ক্রিকেটারকে রাখা যাবে। অস্ট্রেলিয়া আপাতত ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। পরে যে দল থেকে চূড়ান্ত ১৫ ঘোষণা করা হবে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দলও ঘোষণা করা হয়েছে সোমবার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: