এক্সপ্লোর

Sports Highlights: এশিয়া কাপে বাংলাদেশকে হারাল ভারত, চাহারের বদলে দলে সুন্দর, খেলার সারাদিনের সব খবর

Top Sports News: খেলার সারাদিনের সব খবর এক ঝলকে।

কলকাতা: মহিলাদের এশিয়া কাপে বাংলাদেশকে ৫৯ রানে পরাজিত করল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দীপক চাহারের বদলে সুযোগ পেলেন ওয়াশিংটন সুন্দর। এক নজরে খেলার সারাদিনের সব খবর।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়

বাংলাদেশের বিরুদ্ধ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় স্ট্যান্ড ইন অধিনায়ক স্মৃতি। দলের দুই ওপেনার শেফালি ও স্মৃতি মান্ধানা, অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন। ওপেনিংয়ে ৯৬ রান যোগ করেন স্মৃতি ও শেফালি। এই ওপেনিং পার্টনারশিপে ভর করেই ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে। তিন নম্বরে নেমে পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন জেমাইমা রডরিগেজ। রানে ফিরলেন তিনিও। ২৪ বলে ৩৫ রানের সুন্দর একটি ইনিংস খেলেন তিনি। তবে হরমনপ্রীতহীন ভারতীয় মিডল অর্ডার ব্যাট হাতে ব্যর্থ হয়। এর ফলে ১৫৯ রানের বেশি তুলতে পারেনি ভারত।

জবাবে বাংলাদেশ মাত্র ১০০ রানের বেশি এগোতে পারেনি। বাংলাদেশের হয়ে অধিনায়ক নিগার সুলতানা ৩৬ রান করেন। ওপেনার ফরজানা হক ৩০ রান করলেও, তা করতে ৪০ বল খেলে ফেলেন। আরেক ওপেনার মুর্শিদা খাতুন ২১ রান করতে নেন ২৫ বল। তাই বাংলাদেশি ওপেনাররা ৪৫ রান যোগ করলেও, শুরু থেকেই ম্যাচে পিছিয়ে পড়েছিল পদ্মাপারের দল। শেষমেশ সাত উইকেটে ১০০ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে দীপ্তি শর্মা ও শেফালি ভার্মা দুইটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান রেণুকা সিংহ ও স্নেহ রানা। সোমবার তাইল্যান্ডের বিরুদ্ধে নিজেদের গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল। 

শেফালির বিশ্বরেকর্ড

শেফালি বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে ৪৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও দুইটি ছক্কায়। এই ইনিংসের সুবাদেই বিশ্বরেকর্ড গড়লেন শেফালি। কণিষ্ঠতম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রানের গণ্ডি পার করলেন শেফালি। তিনি আরেক ভারতীয় তারকারই রেকর্ড ভাঙলেন। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল জেমাইমা রডরিগেজের দখলে। ২১ বছর ৩২ দিনে তিনি ১০০০ টি-টোয়েন্টি রান করেছিলেন। শেফালি মাত্র ১৮ বছর ২৫৩ দিনেই এক হাজার রান করে ফেললেন।

পঞ্চম ভারতীয় ব্যাটার হিসাবে এই তালিকায় নাম লেখালেন শেফালি। এর আগে মিতালি রাজ, জেমাইমা, স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌর ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে হাজার টি-টোয়েন্টি রান করার কৃতিত্ব অর্জন করেছেন। শেফালি কণিষ্ঠতম হিসাবে এই রেকর্ড স্পর্শ করলেও, মাত্র ৪০ ইনিংসে দ্রুততম ভারতীয় ব্যাটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মিতালি রাজই।

জিম্বাবোয়ের কোচের পদ ছাড়লেন ক্লুজনার

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তার ঠিক কিছুদিন আগেই চিন্তা বাড়ল জিম্বাবোয়ে ক্রিকেটে। দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন লান্স ক্লুজনার। জিম্বাবোয়ে ক্রিকেটের সঙ্গে মধ্যস্থতায় এসে শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন প্রাক্তন প্রোটিয়া তারকা। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্লুজনারের সরে দাঁড়ানো নিঃসন্দেহে জিম্বাবোয়ে দলের কাছে চিন্তার খবর।

জিম্বাবোয়ে ক্রিকেটের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ''লান্স ক্লুজনার জিম্বাবোয়ে ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বিশ্বব্যাপী ক্লুজনারের অন্যান্য কাজের কথা মাথায় রেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জিম্বাবোয়ে ক্রিকেটের সঙ্গে পুরোপুরি সময় দিতে পারবেন না তিনি। তাই সরে দাঁড়াচ্ছেন ক্লুজনার।''

পারথে ভারতের অনুশীলন

আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই অস্ট্রেলিয়ায় শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) মহারণ। তার আগে ইতিমধ্যেই অজিভূমে পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। শুক্রবার (৭ অক্টোবর) পশ্চিম অস্ট্রেলিয়ার পারথে অনুশীলনেও নেমে পড়লেন রোহিত শর্মারা। বিকেল বেলায় হালকা অনুশীলন করলেন রোহিতরা। 

ভারতীয় বোর্ডের তরফে টিম ইন্ডিয়ার অনুশীলনের এক ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে রোহিত, ঋষভ পন্থদের খোশমেজাজে অনুশীলন করতে দেখা গেল। আপাতত পারথেই ভারতীয় দল অনুশীলন সারছে। ১০ এবং ১৩ অক্টোবর ভারতীয় দল দুইটি অনুশীলন ম্যাচ খেলবে। তবে তা আয়োজিত হবে ব্রিসবেনে। পারথ থেকেই রোহিতরা অনুশীলন ম্যাচ খেলতে ব্রিসবেনের উদ্দেশে রওনা দেবেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ মেলবোর্নে আয়োজিত হবে। ২৩ অক্টোবর এই ম্যাচের মাধ্যমেই ভারতীয় দল নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

চাহারের বদলে সুন্দর

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে ফের চোট আতঙ্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA ODI Series) তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগেই পিঠে ব্যথা অনুভব করেছিলেন দীপক চাহার (Deepak Chahar)। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতেও মাঠে নামেননি তিনি। এবার সেই ব্যথার জন্যই আগামী দুই ম্যাচের জন্য ছিটকে গিয়েছেন তিনি। বিসিসিআইয়ের তরফে শনিবারই (৮ অক্টোবর) সরকারিভাবে চাহারের সিরিজ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়। কে সুযোগ পেলেন তাঁর বদলে?

তাঁর বদলি হিসাবে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে ভারতীয় দলে ডাক পেলেন। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'সর্বভারতীয় নির্বাচক কমিটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাকি ম্যাচের জন্য ওয়াশিংটন সুন্দরকে দীপক চাহারের বদলি হিসাবে ঘোষণা করছে। ইন্দোরে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্য়াচের পর চাহার পিঠে ব্যথা অনুভব করেন এবং সিরিজের প্রথম ওয়ান ডেতেও তিনি খেলেননি। এবার তিনি সরাসরি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন এবং সেখানেই আমাদের মেডিক্যাল দল ওঁর পরিস্থিতি খতিয়ে দেখবে।'

আরও পড়ুন: লিদের আগুনে বোলিং সামলে ১০৬ রানের ইনিংসে ওয়ান ডেতে দক্ষতা প্রদর্শন 'টেস্ট বিশেষজ্ঞ' লক্ষ্মণের

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Santiniketan Poushmela: পৌষমেলার অনুষ্ঠান করবেন প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা, থাকছেন নাইজেল আকারাও
পৌষমেলার অনুষ্ঠান করবেন প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা, থাকছেন নাইজেল আকারাও
Kolkata Metro: শোভাবাজার মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
শোভাবাজার মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
West Bengal Live: ভুয়ো নথি তৈরি করে ছড়াচ্ছিল জঙ্গি জাল, তৈরি করছিল স্লিপার সেল?
ভুয়ো নথি তৈরি করে ছড়াচ্ছিল জঙ্গি জাল, তৈরি করছিল স্লিপার সেল?
Parliament Winter Session: প্রতি মিনিটে ২.৫ লক্ষ টাকা খরচ, শীতকালীন অধিবেশনে নামমাত্র কাজ হল সংসদে
প্রতি মিনিটে ২.৫ লক্ষ টাকা খরচ, শীতকালীন অধিবেশনে নামমাত্র কাজ হল সংসদে
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh News: এবার গ্রেফতার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি। জম্মু-কাশ্মীরের পুলিশের হাতে পাকড়াও | ABP Ananda LIVEBangladesh News: রাজ্যে ২ বিধানসভার ভোটার লিস্টে আনসারুল্লা বাংলার জঙ্গির নাম !  | ABP Ananda LIVEBangladesh Terrorist: শুধু জাল পাসপোর্ট নয়, ভোটার লিস্টেও নাম তুলেছিল মহম্মদ শাদ রাডি | ABP Ananda LIVESuvendu Adhikari: 'এখানেও কিছু জালি হিন্দু TMC-র সঙ্গে আছে, ওখানেও.....' : শুভেন্দু অধিকারী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Santiniketan Poushmela: পৌষমেলার অনুষ্ঠান করবেন প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা, থাকছেন নাইজেল আকারাও
পৌষমেলার অনুষ্ঠান করবেন প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা, থাকছেন নাইজেল আকারাও
Kolkata Metro: শোভাবাজার মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
শোভাবাজার মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
West Bengal Live: ভুয়ো নথি তৈরি করে ছড়াচ্ছিল জঙ্গি জাল, তৈরি করছিল স্লিপার সেল?
ভুয়ো নথি তৈরি করে ছড়াচ্ছিল জঙ্গি জাল, তৈরি করছিল স্লিপার সেল?
Parliament Winter Session: প্রতি মিনিটে ২.৫ লক্ষ টাকা খরচ, শীতকালীন অধিবেশনে নামমাত্র কাজ হল সংসদে
প্রতি মিনিটে ২.৫ লক্ষ টাকা খরচ, শীতকালীন অধিবেশনে নামমাত্র কাজ হল সংসদে
Rohit Sharma: নেটে চোট রোহিতের, চতুর্থ টেস্টের আগেই ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা
নেটে চোট রোহিতের, চতুর্থ টেস্টের আগেই ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা
LIC Policy Surrender: মেয়াদপূরণের আগে LIC পলিসি সারেন্ডার করছেন, এই আর্থিক ক্ষতি হবে !
মেয়াদপূরণের আগে LIC পলিসি সারেন্ডার করছেন, এই আর্থিক ক্ষতি হবে !
Science News: চাঁদের মাটিতে হিমশীতল সাগর ছুঁয়ে দেখার অপেক্ষা, নতুন বছরের শুরুতেই নয়া চন্দ্রাভিযান
চাঁদের মাটিতে হিমশীতল সাগর ছুঁয়ে দেখার অপেক্ষা, নতুন বছরের শুরুতেই নয়া চন্দ্রাভিযান
West Bengal News Live Updates: ভারতের সঙ্গে হওয়া একাধিক চুক্তি বাতিলের দাবি বাংলাদেশের অধ্য়াপক ও অর্থনীতিবিদ আনু মহম্মদের
ভারতের সঙ্গে হওয়া একাধিক চুক্তি বাতিলের দাবি বাংলাদেশের অধ্য়াপক ও অর্থনীতিবিদ আনু মহম্মদের
Embed widget