এক্সপ্লোর

Sports Highlights: ডপ্লিউপিএলের নিলামে সর্বোচ্চ দাম পেলেন কাশভী, ইস্টবেঙ্গলের ড্র, এক নজরে খেলার সব খবর

Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে।

কলকাতা: ডব্লিউপিএলের নিলামে সর্বোচ্চ দুই কোটি টাকা দামে বিক্রি হলেন অ্যানাবেল সাদারল্যান্ড, কাশভী। আইএসএলে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের। এক নজরে খেলার সব খবর।

কাশভী, সাদারল্যান্ডের সর্বোচ্চ দাম

মুম্বইয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের (Women’s Premier League) দ্বিতীয় মরশুমের জন্য মিনি নিলামের আয়োজন করা হয়েছিল। এই নিলামে সর্বোচ্চ দাম, দুই কোটি টাকায় বিক্রি হন অ্যানাবেল সাদারল্যান্ড (Annabel Sutherland) ও কাশভী গৌতম (Kashvee Gautam)। বাংলা ক্রিকেট দলের হয়ে খেলা গৌহর সুলতানাকে ৩০ লক্ষ টাকায় দলে নেয় ইউপি ওয়ারিয়ার্স।

ভারতের হার

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে টিকে থাকতে হলে আজকের ইংল্যান্ডের বিরুদ্ধে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন ভারতীয় দলকেই (INDW VS ENGW) জিততেই হত। তবে প্রথমে ব্যাট করে ভারতীয় দল মাত্র ৮০ রানেই অল আউট হয়ে যাওয়ায় লড়াই করার রসদটাই পায়নি ভারতীয় দল। তাও দীপ্তি শর্মা, রেণুকা ঠাকুর সিংহরা লড়াই করেছিলেন বটে। তবে তাতে লাভের লাভ হল না। শেষমেশ চার উইকেটে ম্যাচ হেরে সিরিজ় খোয়াল ভারত।  

ইস্টবেঙ্গলের ড্র

নিজেদের গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গোলের বন্যা বইয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। ৫-০ হারিয়েছিল হাইল্যান্ডরদের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেই ধারা বজায় রাখার ডাক দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। তবে তেমনটা হল না। পাঞ্জাব এফসির বিরুদ্ধে গোলের দরজাই খুলতে পারল না লাল হলুদ। মহেশ নাওরেম (Mahesh Naorem) দুরন্ত পারফর্ম করলেও, ম্যাচ শেষ হল ০-০ ড্রয়ে। আট ম্যাচের পর দুই জয় ও তিনটি ড্রয়ের সুবাদে ইস্টবেঙ্গল নয় পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় ছয় নম্বরে রয়েছে।

বাংলার জয়

রাজকোটে গুজরাতকে ৮ উইকেটে হেলায় হারিয়ে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। তাও কোন গুজরাত? যে দলের হয়ে শনিবার খেলেছেন জাতীয় দলের তারকা অক্ষর পটেল। যিনি বাংলার বিরুদ্ধে ম্য়াচ খেলেই দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে আছেন যে! বাংলার দাপুটে জয় দেখে অবশ্য দিনের শেষে গুজরাতকে দরের প্রতিপক্ষ বলে মনেই হবে না অনেকের।

ম্যাচের প্রথমার্ধ দেখে অবশ্য বাংলার এই কর্তৃত্ব নিয়ে নিশ্চিত ছিলেন না অনেকেই। উর্বিল পটেল শুরুতে ফিরলেও গুজরাতের অপর ওপেনার প্রিয়ঙ্ক পাঞ্চালের ব্যাট যেন কথা বলছিল। ঝকঝকে সেঞ্চুরি (১১৪ বলে ১০১ রান) পাঞ্চালের। সঙ্গে সৌরভ চৌহান (৫৩ বলে ৫৩), উমঙ্গ কুমারদের (৪৭ বলে ৬৫) ঝোড়ো হাফসেঞ্চুরি। ৫০ ওভারের শেষে স্কোরবোর্ডে গুজরাতের পাশে জ্বলজ্বল করছিল ২৮৩/৯। বাংলার বোলারদের মধ্যে এই ম্যাচেই অভিষেক হওয়া সুমন দাসের ২ উইকেট। ২ উইকেট প্রদীপ্ত প্রামাণিকেরও। ঈশান পোড়েল, মহম্মদ কাইফ ও কর্ণ লালের ঝুলিতে একটি করে উইকেট। 

নিউজ়িল্যান্ডের রুদ্ধশ্বাস জয়

লক্ষ্য মাত্র ১৩৭ রান। আর সেই রান তাড়া করতে গিয়েই এক সময় নিউজ়িল্যান্ডের স্কোর দাঁড়াল ৬৯/৬। ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ডারিল মিচেল ও টম ব্লান্ডেল। অনেকে তখন বলাবলি করছেন, এই লক্ষ্য যেন দুর্ভেদ্য মনে হচ্ছে। ১৩৭ নয়, নিউজ়িল্যান্ড যেন তখন ২৩৭ রান তাড়া করতে নেমেছে (NZ vs BAN)।

তবে কেন বলা হয় ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা, তা ফের একবার প্রমাণ হয়ে গেল শনিবার। ৬৯/৬ থেকে আর কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল ব্ল্যাক ক্যাপস বাহিনি। রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে (Bangladesh Cricket Team) ৪ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজে সমতা ফেরাল নিউজ়িল্যান্ড। ১-১ ব্যবধানে শেষ হল টেস্ট সিরিজ।

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিলি

মেগ ল্যানিং নয়, এবার অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের (Australia Womens Cricket Team) নতুন ক্যাপ্টেন বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই জাতীয় দলের নেতৃত্বভার পেলেন অ্যালিসা হিলি (Alyssa Healy)। এতদিন দলের নেতৃত্বভার সামলেছিলেন মেগ ল্যানিং। কিন্তু গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই বর্ষীয়াণ অজি ব্যাটার। এরপরই এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে হিলিকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়।  

পাঞ্জাবের চমক

সাফল্যের খোঁজে দলের নাম বদলে ফেলেছেন প্রীতি জিন্টারা। এবার প্রাক্তন কোচকে আবার ফিরিয়ে আনল পাঞ্জাব কিংস (Punjab Kings)। ঘোষণা করা হল, সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) কাজ করবেন পাঞ্জাব কিংসের ক্রিকেট ডেভেলপমেন্টের প্রধান হিসাবে। ২০১৪ সালে পাঞ্জাবের অন্যতম কোচ ছিলেন বাঙ্গার। সেবারের সাফল্যের কথা ভেবেই ফের বাঙ্গারের শরণাপন্ন হচ্ছে পাঞ্জাব।

ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডারের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি পাঞ্জাব কিংসের সম্পর্ক প্রায় এক দশকের। দলের কোচ ট্রেভর বেলিসের সঙ্গে এবার কাজ করবেন তিনি। টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার এবং জাতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার এবার পাঞ্জাব কিংসের বড় দায়িত্বে। 

রবি শাস্ত্রীর জমানায় টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ ছিলেন বাঙ্গার। ২০১৪ সালে পাঞ্জাবকে আইপিএল-এ রানার্স করার নেপথ্যে অবদান ছিল সহকারী কোচ বাঙ্গারের। ২০১৪ সালের পর আরও দু'বছর হেড কোচের দায়িত্ব পান তিনি। তবে সেই সাফল্যের পুনরাবৃত্তি আর ঘটেনি। গত মরশুম পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং পরামর্শদাতা ছিলেন বাঙ্গার। এবার কোহলিদের দলের সঙ্গে তাঁর চুক্তি নবীকরণ করা হয়নি। তাঁকে ছিনিয়ে আনল পাঞ্জাব।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: তালতলার একচিলতে ঘর থেকে ভারতীয় ড্রেসিংরুম! হানিমুন মুলতুবি রেখে দক্ষিণ আফ্রিকায় মুকেশ 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

IND vs AUS 4th Test: স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
RG Kar Case: রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
West Bengal LIVE News: RG Kar-এ নিহত চিকিৎসকের DNA নমুনায় কি ইচ্ছাকৃতভাবে অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে?
RG Kar-এ নিহত চিকিৎসকের DNA নমুনায় কি ইচ্ছাকৃতভাবে অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে?
Suri News: স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
Advertisement
ABP Premium

ভিডিও

Recruitment Scam: 'নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়', আদালতে দাবি ইডির | ABP ANANDA LIVECongress : কংগ্রেসকে INDIA জোট থেকে বাদ দেওয়ার দাবি আম আদমি পার্টির | ABP Ananda LIVETiger News Update: পাঁচদিন পার এখনও অধরা বাঘিনি | এবার পালিয়ে আসা বাঘিনীকে ধরতে নতুন কৌশল ? | ABP Ananda LIVEPassport Scam: পাসপোর্ট জালিয়াতি চক্রে পুলিশি তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AUS 4th Test: স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
RG Kar Case: রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
West Bengal LIVE News: RG Kar-এ নিহত চিকিৎসকের DNA নমুনায় কি ইচ্ছাকৃতভাবে অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে?
RG Kar-এ নিহত চিকিৎসকের DNA নমুনায় কি ইচ্ছাকৃতভাবে অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে?
Suri News: স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
India vs Australia Live: দিনের শুরুতেই কোণঠাসা ভারত, স্মিথ-কামিন্সের দৌরাত্ম্যে লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর ৪৫৪/৭
দিনের শুরুতেই কোণঠাসা ভারত, স্মিথ-কামিন্সের দৌরাত্ম্যে লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর ৪৫৪/৭
Alipur Duar: পুরুলিয়ায় এখনও খোঁজ মেলেনি বাঘিনীর, এবার মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ
পুরুলিয়ায় এখনও খোঁজ মেলেনি বাঘিনীর, এবার মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ
India vs Australia Live: ব্যাটারদের দাপটের দিনেও উজ্জ্বল বুমরা, বক্সিং ডে-র প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬
ব্যাটারদের দাপটের দিনেও উজ্জ্বল বুমরা, বক্সিং ডে-র প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়া ৩১১/৬
Fake Passport: পাসপোর্ট জালিয়াতি মামলায় দত্তপুকুর থেকে গ্রেফতার আরও ১, এই নিয়ে পুলিশের জালে মোট ৬
পাসপোর্ট জালিয়াতি মামলায় দত্তপুকুর থেকে গ্রেফতার আরও ১, এই নিয়ে পুলিশের জালে মোট ৬
Embed widget