এক্সপ্লোর

Sports Highlights: একই দিনে হার ভারতের ছেলে ও মেয়েদের, পন্থের সঙ্গে প্রতারণা, খেলার দুনিয়ার সারাদিন

Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।

কলকাতা: সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে লজ্জাজনক হার ভারতের (IND vs SA)। ওয়াংখেড়েতে হারলেন ভারতের মেয়েরাও। ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে প্রতারণা করে পুলিশের জালে এক। খেলার দুনিয়ার সারাদিন।

সেঞ্চুরিয়নে হার

সিরিজ শুরুর আগে বলা হচ্ছিল, ইতিহাস তৈরির হাতছানি। কারণ, দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনওদিন টেস্ট সিরিজ জেতেনি ভারত (IND vs SA)। রোহিত শর্মারা (Rohit Sharma) সিরিজ জিতলে তা হতো ইতিহাস। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন, বিশ্বকাপের ফাইনালে হারের শোক কিছুটা অন্তত কাটিয়ে ওঠার মতো সুযোগ করে দেবেন প্রিয় তারকারা। দক্ষিণ আফ্রিকাকে তাদের ডেরায় গিয়ে প্রথমবার টেস্ট সিরিজে হারিয়ে।

কিন্তু প্রথম টেস্টেই স্বপ্নভঙ্গ। লড়াই দূর অস্ত। প্রোটিয়াদের বিরুদ্ধে আত্মসমর্পণ করে বসলেন ভারতীয় ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানের ঘাটতি নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানে গুটিয়ে গেল ভারতের ব্যাটিং। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে তিনদিনের মধ্যে ভারতকে ইনিংস ও ৩২ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। তাও ১০ জন ক্রিকেটার নিয়ে। চোটের জন্য তাদের অধিনায়ক তেম্বা বাভুমা মাঠেই নামতে পারেননি যে! সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেল, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ হারছে না কোনওভাবেই। সিরিজে ১-০ এগিয়ে গেলেন প্রোটিয়ারা। ভারতের কাছে এখন দ্বিতীয় টেস্টে জিতে সিরিজ অমীমাংসিতভাবে শেষ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ওয়াংখেড়েতেও বিপর্যয়

টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ভারতের মহিলা ক্রিকেটারেরা (IND W vs AUS W)। কিন্তু যে মাঠে টেস্টে অজি-বধ করে মাইলফলক তৈরি করেছিলেন হরমনপ্রীত কৌররা, সেই ওয়াংখেড়েতেই প্রত্যাঘাত করল অস্ট্রেলিয়া। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে হরমনপ্রীতদের হারিয়ে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

পন্থকে প্রতারণা!

রঞ্জি ক্রিকেটার, আইপিএল ক্রিকেটার, তাঁর একাধিক পরিচয়। আর এই ভিন্ন ভিন্ন পরিচয়ের মাধ্যমেই প্রতারণার ফাঁদ। ২৫ বছরের মৃণাঙ্ক সিংহকে (Mrinank Singh) প্রতারণার দায়ে দিল্লি পুলিশ আটক করেছে। এই প্রতারক নাকি নিজেকে ক্রিকেটার হিসাবে পরিচয় দিয়ে তাজ হোটেলের পাশাপাশি ভারতীয় ক্রিকেট তারকা ঋষভ পন্থকেও (Rishabh Pant) ঠকিয়েছেন।

গত বছর ২২ থেকে ২৯ জুলাই তাজ হোটেলে সাড়ে পাঁচ লক্ষ টাকার বিল করেও সেই টাকা মেটাননি তিনি। এরপরেই তাজ কর্তৃপক্ষের তরফে মৃণাঙ্কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই লোক ঠকানোর দায়ে মৃণাঙ্ককে প্রথমে মুম্বই ও পঞ্চকুলা পুলিশ গ্রেফতার করে, তারপর দিল্লি পুলিশের (Delhi Police) হাতে তাঁকে তুলে দেওয়া হয়। এই ব্যক্তিই নাকি গত বছরে ঋষভ পন্থের সঙ্গে এক কোটিরও অধিক টাকার প্রতারণা করেন।

দিল্লি পুলিশে কর্মরত এক ব্যক্তি জানান, 'চাণক্যপুরী পুলিশ স্টেশনে তাজের সিকিউরিটি ডিরেক্টরের তরফে এক অভিযোগ দায়ের করা হয়, যেখানে জানানো হয় সিংহ ক্রিকেটার হিসাবে নিজের পরিচয় দেন। তবে পাঁচ লক্ষ ৫৩ হাজারেরও অধিক বিল না মিটিয়েই হোটেল ছাড়েন তিনি।' তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান যে তাঁর তরফে এক বিখ্যাত স্পোর্টস কোম্পানি বিল মিটিয়ে দেবে এবং একটা ট্র্যান্সঅ্যাকশন নম্বর দিয়েও জানান যে ইতিমধ্যেই দুই লক্ষ টাকা পাঠানো হয়েছে। তবে শেষমেশ সবটাই ভুয়ো প্রমাণিত হয়।

আত্মবিশ্বাসী শুভাশিস

দীর্ঘ ফুটবল জীবনে যেমন দেশের একাধিক নামী ক্লাবের জার্সি গায়ে তিনি খেলেছেন, তেমনই ভারতীয় দলেরও নিয়মিত সদস্য তিনি। শুভাশিস বসু (Subhasish Bose)। দেশের হয়ে ৩৪টি ম্যাচ খেলা শুভাশিস ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলার পর এখন তাঁর ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG)। তারকা ডিফেন্ডার সবুজ-মেরুন শিবিরের হয়ে আইএসএলে কাপ চ্যাম্পিয়ন হয়েছেন, ডুরান্ড কাপেও সেরার খেতাব জিতেছেন। ভারতীয় দলের হয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ, সাফ চ্যাম্পিয়নশিপেও খেতাব অর্জন করেছেন। 

শুভাশিস বলেছেন, “আইএসএল এ দেশের তরুণ প্রজন্মকে বুঝিয়েছে যে, ফুটবলকেও পেশা হিসেবে নেওয়া যায়। আমরা যখন শুরু করেছিলাম, তখন ফুটবল ছিল আমাদের নেশা। ফুটবলকেই পেশা হিসেবে নেব কি না, এই ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম না। কিন্তু আইএসএল এখনকার প্রজন্মকে বড় স্বপ্ন দেখাচ্ছে। তারা পেশাদার ফুটবলার হতে চাইছে। প্রিয় ক্লাবের হয়ে এবং দেশের হয়ে খেলারও স্বপ্ন দেখছে তারা।”

উত্তর নেই শামির কাছেও

বিশ্বকাপ জুড়ে দুরন্ত পারফরম্যান্স। নাগাড়ে ১০ জয়। তাও বিশ্বকাপ (CWC 2023) হাতছাড়া। খেতাব জয়ের লক্ষ্যে নিজেদের সর্বস্বটা উজাড় করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তাই ঠিক কী কারণে বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলকে (Indian Cricket Team) হারতে হল, তা আজও অজানা মহম্মদ শামির (Mohammed Shami) কাছে।

সম্প্রতি রিপোর্টারদের মুখোমুখি ভারতের তারকা ফাস্ট বোলার শামি বলেন, 'গোটা দেশেই তো ওই দিন হতাশ হয়েছিল। আমরা পর পর ম্যাচ জিতে যে গতিটা পেয়েছিলাম, সেটা তো শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টায় সর্বস্বটা উজাড় করে দিয়ে জেতার জন্য সচেষ্ট ছিলাম। তবে শেষমেষ কী ভুল হল, বুজতেই পারছি না।'

আরও পড়ুন: লিফটে আটকে আম্পায়ার, বন্ধ থাকল ম্যাচ! বক্সিং ডে টেস্টে অভূতপূর্ব ঘটনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

India vs Bangladesh Live: পর পর উইকেট খুইয়ে শেষ দিনে চাপে বাংলাদেশ, জয় পাবে ভারত?
পর পর উইকেট খুইয়ে শেষ দিনে চাপে বাংলাদেশ, জয় পাবে ভারত?
Actor Govinda Injured: কলকাতায় আসছিলেন, তার আগেই গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ, প্রচুর রক্তপাত
কলকাতায় আসছিলেন, তার আগেই গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ, প্রচুর রক্তপাত
Rajanya Haldar : দলের বড় কোপ রাজন্যার উপর, সরানো হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের TMCP-র কমিটি থেকেও
দলের বড় কোপ রাজন্যার উপর, সরানো হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের TMCP-র কমিটি থেকেও
Mithun Chakraborty: সিনেমা জগতে অসামান্য অবদান, দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
সিনেমা জগতে অসামান্য অবদান, দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
Advertisement
ABP Premium

ভিডিও

RG Kar:আজকে নিরাপত্তার অভাবের কারণেই RG কর, সাগর দত্ত, রামপুরহাটে এই ঘটনাগুলি ঘটেছে:জুনিয়র চিকিৎসকRG Kar News: 'যাদের বিরুদ্ধে অভিযোগ, তারাই তো এখনও স্বপদে বহাল!'  অভিযোগ উঠল সুপ্রিম কোর্টেRG Kar Doctors Protest: বিচারের দাবিতে রাত দখল, ভোর দখলের পর মহালয়া মহামিছিল | ABP AnandaRG Kar News: অবিলম্বে সাসপেন্ড বা ছুটিতে পাঠানোর দাবি উঠল আর জি কর মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs Bangladesh Live: পর পর উইকেট খুইয়ে শেষ দিনে চাপে বাংলাদেশ, জয় পাবে ভারত?
পর পর উইকেট খুইয়ে শেষ দিনে চাপে বাংলাদেশ, জয় পাবে ভারত?
Actor Govinda Injured: কলকাতায় আসছিলেন, তার আগেই গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ, প্রচুর রক্তপাত
কলকাতায় আসছিলেন, তার আগেই গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ, প্রচুর রক্তপাত
Rajanya Haldar : দলের বড় কোপ রাজন্যার উপর, সরানো হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের TMCP-র কমিটি থেকেও
দলের বড় কোপ রাজন্যার উপর, সরানো হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের TMCP-র কমিটি থেকেও
Mithun Chakraborty: সিনেমা জগতে অসামান্য অবদান, দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
সিনেমা জগতে অসামান্য অবদান, দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
RG Kar Case : কাল চিকিৎসক-মিছিলে অনুমতি কোর্টের, 'বলতে পারবেন পুজোয় কতজন আসবেন', রাজ্যকে পাল্টা প্রশ্ন আদালতের
কাল চিকিৎসক-মিছিলে অনুমতি কোর্টের, 'বলতে পারবেন পুজোয় কতজন আসবেন', রাজ্যকে পাল্টা প্রশ্ন আদালতের
Mahalaya Weather : মহালয়ার ভোরে তুমুল বৃষ্টি নাকি নীল আকাশে ভাসবে মেঘের ভেলা, আবহাওয়া বদলের বড় সঙ্কেত
মহালয়ার ভোরে তুমুল বৃষ্টি নাকি নীল আকাশে ভাসবে মেঘের ভেলা, আবহাওয়া বদলের বড় সঙ্কেত
Sandip Ghosh Court Production : হবে সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস ?
হবে সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস ?
National Medical College : এবার 'মত্ত' রোগীর আত্মীয়দের হুজ্জুতি ন্যাশনাল মেডিক্যালে, অশ্রাব্য গালিগালাজ, 'দেখে নেব' হুমকি
এবার 'মত্ত' রোগীর আত্মীয়দের হুজ্জুতি ন্যাশনাল মেডিক্যালে, অশ্রাব্য গালিগালাজ, 'দেখে নেব' হুমকি
Embed widget