এক্সপ্লোর

Sports Highlights: মুম্বইয়ের ঐতিহাসিক রঞ্জি জয়, অনুশীলন শুরু পন্থের, এক নজরে খেলার সব খবর

Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি জেনে নিন।

কলকাতা: ঐতিহাসিক ৪২তম রঞ্জি খেতাব জিতল মুম্বই। দিল্লি ক্যাপিটালসের হয়ে অনুশীলন শুরু করলেন ঋষভ পন্থ। এক নজরে খেলার সব খবর।

মুম্বইয়ের রঞ্জি জয়

ফাইনাল যেরকম হওয়ার কথা, ঠিক সেরকমই হল। পাঁচদিনের ম্যাচে কখনও পাল্লা ঝুঁকে রইল মুম্বইয়ের দিকে, তো কখনও বিদর্ভের (Mumbai vs Vidarbha) দিকে। ম্যাচের শুরুর তিনদিন যদি মুম্বইয়ের হয়ে থাকে, তবে শেষ দুদিন রোমাঞ্চকর লড়াই চালাল বিদর্ভ। যে দল প্রথম ইনিংসে মাত্র ১০৫ তুলে শেষ হয়ে গিয়েছিল, সেই দলই যেন নিজেদের দ্বিতীয় তথা ম্য়াচের চতুর্থ ইনিংসে ৫৩৮ রান তাড়া করার স্পর্ধা দেখাচ্ছিল। তবে শেষরক্ষা হল না। ৩৬৮ রানে গুটিয়ে গেল বিদর্ভ। ১৬৯ রানে ম্যাচ জিতে নিল মুম্বই। সেই সঙ্গে ৪২তম রঞ্জি (Ranji Trophy) খেতাবও নিশ্চিত করে ফেলল ঘরোয়া ক্রিকেটের দৈত্যরা।

শ্রেয়সকে নিয়ে উদ্বেগ

গতবার গোটা আইপিএলে (IPL 2024) তিনি খেলতে পারেননি। তাঁর পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) নেতৃত্ব দিয়েছিলেন নীতীশ রানা (Nitish Rana)। তবে এবার মরশুম শুরুর অনেক আগেই শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নেতৃত্বের মসনদ ফিরিয়ে দিয়েছিল কেকেআর। শাহরুখ খান, জুহি চাওলার দল শ্রেয়সকে সামনে রেখেই আইপিএলের অঙ্ক কষছিল।

কিন্তু, আইপিএল শুরুর এক সপ্তাহ আগে কি শ্রেয়সকে নিয়ে নতুন করে উদ্বেগের মেঘ তৈরি হল না কেকেআর শিবিরে? রঞ্জি ট্রফির ম্যাচেও পুরনো চোট ভোগাচ্ছে মুম্বইয়ের তারকাকে। যে কারণে রঞ্জি ফাইনালে পুরো সময় মাঠে থাকতে পারছেন না শ্রেয়স। শোনা যাচ্ছে, পিঠের পুরনো চোট ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। যে কারণে শ্রেয়স সম্পূর্ণ ফিট নন। এমনকী, আইপিএলের শুরুর দিকে তাঁর খেলা নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স। তারপর থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন। বিতর্কও কম হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় যে, শ্রেয়সকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়েছিল। কিন্তু তিনি নাকি চোট রয়েছে বলে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেননি। তারপর বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তির তালিকা থেকেও তাঁর নাম ছেঁটে ফেলা হয়। যা নিয়ে বিতর্কে নতুন করে ঘৃতাহুতি পড়ে।

অনুশীলনে ফিরলেন পন্থ

১৭তম আইপিএলের (IPL 2024) মরশুম শুরু হতে আর সপ্তাহখানেকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে মেগা টুর্নামেন্টের মহারণ। এ বারের আইপিএল দিয়েই বহু প্রতিক্ষার পর ঋষভ পন্থ (Rishabh Pant) ২২ গজে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে পন্থকে আইপিএল খেলার ছাড়পত্রও দিয়ে দেওয়া হয়েছে। তিনি এবার অনুশীলনেও নেমে পড়লেন।

গাড়ি দুর্ঘটনার পর বহুদিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বাইরে রয়েছেন পন্থ। গত বছরের আইপিএল, বিশ্বকাপ কিছুই খেলতে পারেননি পন্থ। তবে এ বারের আইপিএলে তাঁকে মাঠে নামতে দেখতে মুখিয়ে গোটা ক্রিকেটবিশ্ব। এরই মাঝে দিল্লির তরফে পন্থের ব্যাটিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। ভিডিওর ক্যাপশনে রাজধানীর ফ্র্যঞ্চাইজির তরফে লেখা হয়, 'ব্যাটিংস্বর্গ.এমপি৪। ঋষভ পন্থ এখানে চলে এসেছেন এবং আপনারাও আসুন। লুপে এই ভিডিও দেখছি আমরা।'

দেশে ফিরলেন শামি

তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার করা হয়েছে। আইপিএলে (IPL 2024) তো বটেই, খেলতে পারবেন না আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup)। অস্ত্রোপচারের পর দেশে ফিরলেন মহম্মদ শামি (Mohammed Shami)। সেই সঙ্গে দিলেন দ্রুত মাঠে ফেরার বার্তাও।

শামি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিমানে সফররত নিজের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'অস্ত্রোপচারের পর ভারতে ফিরতে পেরে কৃতজ্ঞ। অনেক শক্তিশালী মনে হচ্ছে নিজেকে। পরের পর্বকে আঁকড়ে ধরার জন্য তৈরি। সকলকে ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।' সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন, রোড টু রিকভারি। পেশি আস্ফালনের একটি ইমোজিও পোস্ট করেছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা পেসার।

সিন্ধুর বিদায়

অল ইংল্যান্ড ওপেনে (All England Open 2024) ভারতের হতাশা অব্যাহত। দুই বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন পিভি সিন্ধুও (PV Sindhu) ভারতের খরা কাটাতে পারলেন না। ৪২ মিনিটের ম্যাচে বিশ্বের এক নম্বর তারকার বিরুদ্ধে স্ট্রেট গেমে পরাজিত হলেন ভারতীয় তারকা শাটলার। দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়ে গেল সিন্ধুর দৌড়।

গত বারের চ্যাম্পিয়ন তথা বিশ্বের এক নম্বর মহিলা শাটলার অ্যান সে ইয়ং ম্যাচের শেষ অবধি দাপট দেখান। ম্যাচের স্কোর সিন্ধুর বিপক্ষে ১৯-২১, ১১-২১। অবশ্য অ্যানের কাছে সিন্ধুর হারটা নতুন কিছু নয়। সিন্ধুর বিরুদ্ধে বরাবরই অপ্রতিরোধ্য অ্যান। এই নিয়ে নাগাড়ে সাত ম্যাচে সাতটি জয় পেলেন অ্যান। এই সাত ম্যাচে মাত্র একটি গেমই জিততে পেরেছেন সিন্ধু। ম্য়াচের একেবারে শুরুটা সিন্ধু কিন্তু খুব খারাপ করেননি।

কমলের ইতিহাস

বয়স ৪০-র গণ্ডি পার করেছে, তাও শরথ কমলের (Sharath Kamal) দৌরাত্ম্য অব্যাহত। সিঙ্গাপুর ওপেনের (Singapore Open 2024) শেষ আটে পৌঁছেই ভারতীয় হিসাবে ইতিহাস গড়ে ফেললেন তারকা প্যাডলার। পুরুষদের সিঙ্গেলসে হারালেন তাঁর থেকে ব়্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা, মিশরের ওমার আসারকে। তাও আবার স্ট্রেট গেমে।  

ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের ৮৮ নম্বর পুরুষ সিঙ্গেলস প্যাডলার শরথ এই টুর্নামেন্ট জুড়েই স্বপ্নের ফর্মে রয়েছেন। দ্বিতীয় রাউন্ডে তিনি বিশ্বের ১৩ নম্বর প্যাডলার, স্লোভেনিয়ার ডার্কো জর্গিচকে হারিয়েছিলেন। এবার তিনি বিশ্বের ২২ নম্বর প্যাডলারকে হারালেন। তিন গেমেই আগাগোড়া দাপট দেখান ভারতীয় তারকা। ম্যাচের স্কোর শরথের পক্ষে ১১-৪, ১১-৮, ১২-১০। এই জয়ের সুবাদেই তৈরি হল ইতিহাস। প্রথম ভারতীয় হিসাবে ডব্লিউটিটি গ্র্যান্ড স্ম্যাশ ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন শরথ। 

দুর্ঘটনার কবল থিরিমানে

ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার খবর গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। তিনি বর্তমানে মাঠে ফেরার প্রস্তুতি সারছেন। তবে এরই মাঝে ফের ক্রিকেটমহলে উদ্বেগ। বৃহস্পতিবার, ১৪ মার্চ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক লাহিরু থিরিমানে (Lahiru Thirimanne)। শ্রীলঙ্কার উত্তর-মধ্যাঞ্চলে অবস্থিত অনুরাধাপুরের কাছে থিরিমানে গাড়ি মুখোমুখি সংঘর্ষে পড়ে।

এই দুর্ঘটনার জেরে একাধিক জায়গায় চোট পান থিরিমানে। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর অনুযায়ী, তাঁকে অনুরাধাপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চোট লাগলেও তা খুব একটা গুরুতর নয় বলেই শোনা যাচ্ছে। 

লখনউ শিবিরে নয়া সংযোজন

আর সপ্তাহখানেক পরেই শুরু আইপিএলের (IPL 2024) ১৭তম সংস্করণ। মেগা টুর্নামেন্ট শুরুর আগে সব ফ্র্যাঞ্চাইজিগুলিই নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। এরই মাঝে নবাবদের শহরের ফ্র্যাঞ্চাইজিতে নতুন সদস্যের আগমন। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) পরামর্শদাতা হয়ে দলে যোগ দিলেন অ্যাডম ভজেস (Adam Voges)।

ভজেস আরেক অস্ট্রেলিয়ান, দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে মিলে ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করবেন। স্বদেশীয়র নিয়োগের পর উচ্ছ্বসিত ল্যাঙ্গার জানান, 'লখনউ সুপার জায়ান্টসের সাপোর্ট স্টাফে অ্যাডাম ভজেসের অন্তর্ভুক্তি এক দারুণ পদক্ষেপ। ও আর আমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ স্কাচার্সের মারফৎ দীর্ঘদিন একসঙ্গে যুক্ত। ও তো নিজেই একজন সফল কোচ। আমি যখন কোচ ছিলাম, তখন ও ওখানকার অধিনায়ক ছিল। আর আমি দায়িত্ব ছাড়ার পর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটের হয়ে ও দারুণ কাজ করেছে। তাই এলএসজিতে ওর থাকাটা আমাদের জন্য দারুণ পাওনা। মানুষ হিসাবে তো ভালই, কোচ হিসাবেও ও অসাধারণ। দলে ওর আসায় অনেক সুবিধা হবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: অবসরের মঞ্চে অভিনব পুরস্কার সতীর্থকে, মন জিতে নিলেন রাহানে 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Weather : হাত ধরেছে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা, দুইয়ের প্রভাবে তুমুল বৃষ্টি কলকাতায়?
হাত ধরেছে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা, দুইয়ের প্রভাবে তুমুল বৃষ্টি এই দিন থেকে
Petrol-Diesel Price Hike: মাসের শুরুতেই ধাক্কা ! দাম বাড়ল পেট্রোলের, কলকাতায় আজ কত হল লিটার ?
মাসের শুরুতেই ধাক্কা ! দাম বাড়ল পেট্রোলের, কলকাতায় আজ কত হল লিটার ?
Suryakumar Yadav: একটা ক্যাচেই ফিল্ডিং কোচ দিলীপের দাম বাড়িয়ে দিয়েছেন সূর্য, কী বললেন টি দিলীপ?
একটা ক্যাচেই ফিল্ডিং কোচ দিলীপের দাম বাড়িয়ে দিয়েছেন সূর্য, কী বললেন টি দিলীপ?
Chopra Case : 'নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন' চোপড়ার ঘটনার পর বললেন তৃণমূল বিধায়ক
'নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন' চোপড়ার ঘটনার পর বললেন তৃণমূল বিধায়ক
Advertisement
ABP Premium

ভিডিও

Ananda Sokal: চোপড়ায় নারকীয় অত্যাচার, গ্রেফতার তৃণমূলকর্মী। ABP Ananda LiveVegetable Market Price: পেট্রল-ডিজেলের দামে জ্বলন, কতটা আগুন সবজির দরে ?CM Mamata Banerjee: আক্রমণ তৃণমূল সরকারকে, ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। ABP Ananda LiveSukanta Majumdar: 'মনে হচ্ছে ভারতের মধ্যে আলাদা আইন তৈরী হয়েছে', তীব্র আক্রমণ সুকান্তর।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Weather : হাত ধরেছে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা, দুইয়ের প্রভাবে তুমুল বৃষ্টি কলকাতায়?
হাত ধরেছে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা, দুইয়ের প্রভাবে তুমুল বৃষ্টি এই দিন থেকে
Petrol-Diesel Price Hike: মাসের শুরুতেই ধাক্কা ! দাম বাড়ল পেট্রোলের, কলকাতায় আজ কত হল লিটার ?
মাসের শুরুতেই ধাক্কা ! দাম বাড়ল পেট্রোলের, কলকাতায় আজ কত হল লিটার ?
Suryakumar Yadav: একটা ক্যাচেই ফিল্ডিং কোচ দিলীপের দাম বাড়িয়ে দিয়েছেন সূর্য, কী বললেন টি দিলীপ?
একটা ক্যাচেই ফিল্ডিং কোচ দিলীপের দাম বাড়িয়ে দিয়েছেন সূর্য, কী বললেন টি দিলীপ?
Chopra Case : 'নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন' চোপড়ার ঘটনার পর বললেন তৃণমূল বিধায়ক
'নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন' চোপড়ার ঘটনার পর বললেন তৃণমূল বিধায়ক
Rules Changed From July: পেট্রোল, গ্যাস সিলিন্ডারের দাম থেকে সিম কার্ডের নিয়মে পরিবর্তন, আজ বদলে গেল এই সাতটি বিষয়
পেট্রোল, গ্যাস সিলিন্ডারের দাম থেকে সিম কার্ডের নিয়মে পরিবর্তন, আজ বদলে গেল এই সাতটি বিষয়
LPG Price Reduced: দাম কমল রান্নার গ্যাসের, আরও ৩০ টাকা সস্তা হল সিলিন্ডার, আপনার শহরে এলপিজির দাম কত হল ?
দাম কমল রান্নার গ্যাসের, আরও ৩০ টাকা সস্তা হল সিলিন্ডার, আপনার শহরে এলপিজির দাম কত হল ?
West Bengal Rain Update : আজ ৬ জেলায় বৃষ্টির কমলা ও হলুদ সতর্কতা, বড় খবর দিল আবহাওয়া দফতর
আজ ৬ জেলায় বৃষ্টির কমলা ও হলুদ সতর্কতা, বড় খবর দিল আবহাওয়া দফতর
Bharatiya Nyaya Sanhita : দেশে নতুন আইন চালু, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় দায়ের হল প্রথম FIR, কার বিরুদ্ধে ?
দেশে নতুন আইন চালু, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় দায়ের হল প্রথম FIR, কার বিরুদ্ধে ?
Embed widget